Type Here to Get Search Results !

Independence Day Paragraph with Bangla

 

Independence day paragraph,bangladesh independence day,independence day of bangladesh,independence day of bangladesh paragraph

Independence Day paragraph

Independence Day is a memorable day in the history of Bangladesh. About 30 lac people from all walks of life in Bangladesh had to sacrifice their lives for this Independence Day. At midnight of 25th March 1971, the West Pakistan Army pounced on the innocent people of East Pakistan like ferocious animals. They arrested Bangabandhu Sheikh Mujibur Rahman and took him to West Pakistan. Before his arrest, he declared the independence of Bangladesh on the 26th of March. On the other hand, the Pakistani army started firing indiscriminately on the people of East Pakistan. They also carried out various kinds of brutality including killing, looting, rape, and arson. The intrepid Bengalis of East Pakistan resisted the West Pakistani regime and all participated in the war to oust the Pakistani forces from East Pakistan and liberate the country from the enemy.  The liberation war began. And that liberation war continued for nine months.  After nine months of bloody battle, Bangladesh won victory on the 16th December 1971 at the cost of the lives of 30 lac martyrs and in return for the rape of innumerable mothers and sisters.  Actually, the 26th of March is the Independence Day of Bangladesh because independence was declared on the 26th of March 1971.  Since then every year the 26th March is celebrated as Independence Day with due solemnity. So Independence Day is a day of great glory and dignity in the national life of Bengalis.

রিলেটেড পোস্টসঃ

Bangladesh Independence Day

বাংলা অনুবাদ:

স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এই স্বাধীনতা দিবসের জন্য বাংলাদেশের সর্বস্তরের প্রায় ৩০ লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। গ্রেফতারের আগে তিনি ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।  অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের জনগণের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। তারা হত্যা, লুটপাট, ধর্ষণ ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের বর্বরতাও চালিয়েছিল। পূর্ব পাকিস্তানের নির্ভীক বাঙালিরা পশ্চিম পাকিস্তানি শাসনকে প্রতিহত করেছিল এবং সবাই পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানি বাহিনীকে উৎখাত করতে এবং শত্রুদের হাত থেকে দেশকে মুক্ত করতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। শুরু হল. মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধ চলে নয় মাস। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে এবং অসংখ্য মা-বোনের ইজ্জতেল বিনিময়ে বাংলাদেশ বিজয় অর্জন করে।  প্রকৃতপক্ষে, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস কারণ ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। তাই স্বাধীনতা দিবস বাঙালির জাতীয় জীবনে এক মহান গৌরব ও মর্যাদার দিন।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad