Covid-19 dialogue
Question:
Write a dialogue between 2 friends about COVID-19
Answer:
Mitu: Good afternoon,
friend. How are you?
Setu: Good
afternoon. I'm not well at all.
Mitu: Why friend?
Setu: My elder brother
is infected with covid-19. His condition is very bad.
Mitu: Don't
worry. May Allah heal your elder brother soon. What are his
problems?
Setu: He has all the
symptoms of covid-19.
Mitu: What are the
symptoms?
Setu: Don't you know
the symptoms of covid-19?
Mitu: No, I don't know
all the symptoms. Can you tell me all the symptoms of COVID-19?
Setu: Of course, I will
tell. Then listen.
Mitu: Tell.
Setu: The common
symptoms of COVID-19 are cold, cough, fever, and difficulty breathing.
Besides, its other symptoms are pain, fatigue, loss of taste and smell,
inability to speak and move, and even death.
Mitu: Are these
symptoms in your brother?
Setu: Yes.
Mitu: Then it's a great
problem. Where is your elder brother now?
Setu: At home. In
the evening, he will be admitted to the corona ward of the hospital. My
parents and I are very worried about my brother. He is taking primary
treatment at home.
Mitu: Fine. You
will keep a distance from your elder brother and serve him. And you must
wear a mask when going to the hospital. Don't think more. Allah will
save your brother.
Setu: You will pray for
my brother and ask your parents to pray.
Mitu: Sure. You
must serve your brother well. I didn't know all the symptoms of covid-19. Thank
you so much for telling me all the symptoms of COVID-19.
Setu: Welcome.
পড়তে পারেনঃ
Dialogue Covid-19
বাংলা অনুবাদ:
প্রশ্ন:
কোভিড-১৯ নিয়ে ২ বন্ধুর মধ্যে
একটি সংলাপ লেখ।
উত্তর:
মিতু: শুভ বিকাল, বন্ধু। তুমি
কেমন আছো?
সেতু: শুভ বিকাল। আমি
মোটেও ভালো নেই।
মিতু: কেন বন্ধু?
সেতু: আমার বড় ভাই
কোভিড-১৯ এ আক্রান্ত। তার অবস্থা খুবই খারাপ।
মিতু: চিন্তা করব না। আল্লাহ
আপনার বড় ভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। তার সমস্যা কি?
সেতু: তার কোভিড -১৯ এর সব
লক্ষণ আছে।
মিতু: লক্ষণগুলো কি কি?
সেতু: তুমি কি কোভিড-১৯ এর
লক্ষণগুলো জানো না?
মিতু: না, আমি সব লক্ষণ
জানি না। তুমি কি আমাকে কোভিড-১৯ এর সব লক্ষণ বলবে?
সেতু: অবশ্যই বলব। তাহলে
শোন।
মিতু: বল।
সেতু: কোভিড-১৯-এর সাধারণ
লক্ষণগুলো হলো সর্দি,
কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট।এছাড়া এর
অন্যান্য লক্ষণগুলো হলো ব্যথা, ক্লান্তি, স্বাদ ও গন্ধ হারানো, কথা বলতে ও নড়াচড়া
করতে না পারা এমনকি মৃত্যু।
মিতু: তোমার ভাইয়ের মধ্যে
কি এই লক্ষণগুলো আছে?
সেতু: হ্যাঁ।
মিতু: তাহলে তো বড়
সমস্যা। তোমার বড় ভাই এখন কোথায়?
সেতু: বাড়িতে। সন্ধ্যায়
তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হবে। আমি
এবং আমার বাবা-মা আমার ভাইকে নিয়ে খুব চিন্তিত। তিনি
বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
মিতু: ভাল। তুমি তোমার বড় ভাই থেকে দূরত্ব বজায় রেখে তার সেবা করবে। আর হাসপাতালে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরবে। বেশি চিন্তা করবে না।
আল্লাহ তোমার ভাইকে রক্ষা করবে।
সেতু: তুমি আমার ভাইয়ের
জন্য দোয়া করবে এবং তোমার বাবা-মাকে দোয়া করতে বলবে।
মিতু: অবশ্যই। তুমি তোমার
ভাইকে অবশ্যই ভালোভাবে সেবা করবে। আমি কোভিড-১৯ এর সব লক্ষণ জানতাম
না। কোভিড-১৯ এর সব লক্ষণ আমাকে জানানোর জন্য তোমাকে
অনেক ধন্যবাদ।
সেতু: স্বাগতম।
রিলেটেড পোস্টসঃ
- বাংলা অনুবাদ সহ How to eradicate illiteracy dialogue
- বাংলা অনুবাদ সহ Importance of games and sports dialogue
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।