Type Here to Get Search Results !

My Hobby Paragraph for Class 6-10 with Bengali Meaning

   

My hobby paragraph,my hobby,my favourite hobby,your hobby paragraph,my favourite hobby paragraph,hobby paragraph

My hobby paragraph

Every man in the world has a hobby. Like other people, I also have a hobby. And my hobby is gardening. I love gardening very much. My garden is on the second floor of our house. It is 70 feet long and 30 feet wide. It is divided into two parts. There are vegetables on one side and flowers on the other side in my garden. I grow flowers and vegetables in my garden in winter and summer. Dahlia, calendula, cosmos, chrysanthemum, pansy, Mary gold, zinnia, gazania, petunia, gerbera, ranunculus, dianthus, Sylvia, sunflower, etc. are mentionable winter flowers in my garden which are on one side. And on the other side of the garden, there are many winter vegetables. The flowers of my garden are my mental food and the vegetables meet the needs of our family. I always send vegetables to my relatives as gifts. Before the winter flowers and vegetables are finished, I am to prepare for the summer flowers and vegetables. I grow summer flowers and vegetables only when the winter flowers and vegetables of my garden end. Besides, I have perennial fruit trees and flower plants in my garden. In my garden, there are various kinds of mango trees, berries blackberries, lemons, and guavas, including strawberries, dragon fruit, etc. Among the perennial flowers in my garden, there are several types of roses, balsam, zinnia, etc. I water all the plants in my garden every morning and afternoon. I work in my garden in the morning before going to school and again in the afternoon after school. My mother and father help me as much as they can with my gardening. My heart fills with joy when I enter my garden. Then I think this garden is my joy, happiness, and peace. Above all, gardening is my only hobby. So, I garden for my hobby.

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

My favourite hobby

বাংলা অনুবাদঃ

পৃথিবীর প্রতিটি মানুষেরই শখ থাকে। অন্যান্য মানুষের মত আমারও একটা শখ আছে। আর আমার শখ বাগান করা। আমি বাগান করতে খুব ভালোবাসি। আমার বাগানটা আমাদের বাড়ির দ্বিতীয় তলায়। এটি ৭০ ফুট লম্বা এবং ৩০ ফুট চওড়া। এটি দুটি ভাগে বিভক্ত। আমার বাগানে একপাশে সবজি আর অন্যপাশে ফুল। আমি শীত ও গ্রীষ্মে আমার বাগানে ফুল ও সবজি চাষ করি। ডালিয়া, ক্যালেন্ডুলা, কসমস, ক্রাইস্যান্থেমাম, প্যান্সি, মেরি গোল্ড, জিনিয়া, গ্যাজানিয়া, পিটুনিয়া, জারবেরা, রানুনকুলাস, ডায়ানথাস, সিলভিয়া, সূর্যমুখী প্রভৃতি উল্লেখযোগ্য শীতকালীন ফুল যা আমার বাগানের একপাশে থাকে। আর বাগানের অপরপাশ থাকে শীতের নানা সবজি। আমার বাগানের ফুল আমার মানসিক খাদ্য এবং শাকসবজি আমাদের পরিবারের চাহিদা পূরণ করে। আমি সবসময় আমার আত্মীয়দের উপহার হিসাবে সবজি পাঠাই। শীতের ফুল ও সবজি শেষ হওয়ার আগেই গ্রীষ্মের ফুল ও সবজির প্রস্তুতি নিতে হয়। শীতের ফুল ও সবজি শেষ হওয়ার সাথে সাথে আমি আমার বাগানে গ্রীষ্মের ফুল ও সবজি চাষ করি। এছাড়া আমার বাগানে বহুবর্ষজীবী ফল ও ফুলের গাছ আছে। আমার বাগানে বিভিন্ন ধরনের আম গাছ, জাম, কালোজাম, লেবু, পেয়ারাসহ স্ট্রবেরি, ড্রাগন ফল ইত্যাদি আছে। আমার বাগানে বারোমাসি ফুলের মধ্যে রয়েছে কয়েক ধরনের গোলাপ, গন্ধরাজ, দোপাটি, জিনিয়া ইত্যাদি। প্রতিদিন সকালে এবং বিকেলে আমার বাগানের সমস্ত গাছপালায় আমি পানি দেই। আমি সকালে স্কুলে যাওয়ার আগে এবং স্কুলের পরে আবার বিকেলে আমার বাগানে কাজ করি। আমার মা এবং বাবা আমার বাগানে যতটা পারেন আমাকে সাহায্য করেন। আমি যখন আমার বাগানে প্রবেশ করি তখন আমার হৃদয় আনন্দে ভরে যায়। তখন মনে হয় এই বাগান আমার আনন্দ, সুখ ও শান্তি। সর্বোপরি বাগান করাই আমার একমাত্র শখ। তাই, আমি আমার শখের জন্য বাগান করি।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad