কি করলে জীবনে সুখী হবো
পৃথিবীতে মানুষের জীবন
ক্ষনস্থায়ী। এই ক্ষনস্থায়ী জীবনে সবাই সুখী হতে চায়। দিন মজুর ও ঠেলাগাড়ি চালক
থেকে শুরু করে কোটি টাকার মালিক সবাই সুখী হতে চায়। সুখ পাখিটা ধরার জন্য মানুষ
অনন্ত যাত্রায় লাগামহীনভাবে ছুটে চলে। তবে চাইলেই সবার জীবনে সুখ ধরা দেয় না। সুখী
হওয়ার জন্য মানুষ কত কিনা করে! যখন কোনভাবেই মানুষ সুখী হতে
পারে না তখন গুগল কিংবা ইউটিউবে প্রশ্ন করে কি করলে জীবনে সুখী হবো। হ্যাঁ, কি করলে জীবনে সুখী হবো এই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের
সামনে আজ আমি হাজির হয়েছি। আপনারা আর্টিকেলটি মন দিয়ে পড়লে জীবনে সুখী হওয়ার পথ খুজে পাবেন।
সুখ নিয়ে কতজন কত কথা না
লিখেছেন। কেউ বলেন, "সবাই তো সুখী হতে চায়...কেউ সুখী হয় কেউ হয়না।” কেউ
বলেন, "সুখ তুমি কি, বড়
জানতে ইচ্ছা করে!” তবে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ক্ষুধার্থের
কাছে পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি।”
ক্ষুধা পেলে সুস্বাদু খাবার
যেমন মানুষকে সুখ দেয় তেমনি মানুষকে সুখ দেয় প্রিয় মানুষের চুম্বন। সুখ দেয় পড়ন্ত
বিকেলের রোদ। আসুন: এখন কি করলে জীবনে সুখি হবো এই প্রশ্নের
উত্তরে আসি। কি করলে জীবনে সুখী হওয়া যায় এই প্রশ্নের উত্তরে আমার পরামর্শগুলো নিচের থেকে দেখে
নিন।
কি করলে জীবনে সুখী হওয়া যায়
১। আল্লাহকে বিশ্বাস করুন।
২। সকল কাজে সব সময় আল্লাহকে স্মরণ রাখুন।
৩। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।
৪। হিংসা-বিদ্বেষ ও লোভকে মাটি চাপা দিন।
৫। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন।
৬। শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে । তাই
সর্বদা নিজের শরীরের যত্ন
নিন।
৭। নিজের ও পরিবারের সকলের কথা ভাবতে
শিখুন।
৮। হারানো জিনিসের চিন্তা বাদ দিয়ে নতুন
কিছু করার চেষ্টা করুন।
৯। রাতে ঘুমানোর আগে আত্বসমালোচনা করুন।
১০। নিজের ভুল নিজে ধরতে শিখুন। কখনও নিজেকে ১০০% সঠিক
ভাববেন না।
১১। অযথা কারো সাথে তর্কে জড়াবেন না।
১২। কখনও কোন ব্যাপারকে জটিল করে দেখবেন না।
১৩। অবসর সময়ে ঘুরতে যান।
১৪। সর্বদা নিজেকে ব্যস্ত রাখুন।
১৫। দিনে অন্তত ১ টি
ভাল কাজ করুন।
১৬। নিঃসঙ্গতা খুবই খারাপ। তাই কিছুটা সময়
বন্ধুবান্ধবদের সঙ্গে কাটান।
১৭। ঘুমানোর আগে ইতিবাচক চিন্তাভাবনা করুন।
১৮। কখনো অন্যের ভুল খুজতে যাবেন না।
১৯। অন্যরা ভালো কিছু করলে তাকে প্ৰশংসা
করুন।
২০। অন্যকে ধন্যবাদ দিন।
পড়তে পারেনঃ
Ki korle jibone sokhi hobo
২১। প্রিয়জনদের জন্য টাকা পয়সা খরচ করুন।
২২। যা ভালো পারেন তাই করুন।
২৩। অন্যের টাকা-পয়সা ও সম্পত্তি নিয়ে ভাবনা সম্পূর্ণ এড়িয়ে চলুন।
২৪। ঘুমানোর আগে ভাল ঘটনা লিখে রাখুন।
২৫। অন্যের কাজে নাক গলাবেন না।
২৬। ক্ষমা করে ভুলে যান।
২৭। যা অবধারিত তা সহ্য করুন।
২৮। সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন।
২৯। অতীত ভুলে সামনে আগান।
৩০। সর্বোপরি, টেনশন একেবারেই এড়িয়ে চলুন।
আমি মনে করি, কোন
মানুষ সুখি হওয়ার একমাত্র বাধা হল মাত্রারিক্ত লোভ। এই লোভের কারণে একজন মানুষ
সারাজীবন পরিশ্রম করেও কিংবা কোটি টাকার মালিক হয়েও সুখের মুখ দেখতে পায় না।
একটু মনে করুন: এই
পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি এবং ফিরে যাবো খালি হাতে। কিছুইতো সাথে যাবে না।
তবে কেন এত লোভ? কেন ভুলে যাই এই চরম সত্যটি? আসুন
ভাই আজ থেকে লোভ নামক বিষাক্ত পদার্থটি কবর দিয়ে সুখ পাখিটাকে ধরার চেষ্টা করি।
আমার মনে হয়, উপরোক্ত
উপায়গুলো অনুসরণ করতে পারলে সুখ পাখিটা এমনিতেই আপনার-আমার
কাছে ধরা দিবে, ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সকলেই পরামর্শগুলো
মেনে চলে সুখ পাখিটাকে খুজতে থাকি। হয়তোবা একদিন সুখ পাখিটার সন্ধান পেয়ে যেতে
পারি, হয়তোবা পেয়ে যাবো। আমি আশা করি কি করলে জীবনে সুখী হবো এই
প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন।এখন পরামর্শগুলো মেনে চলার দায়িত্ব আপনার। তবে
পরামর্শগুলো মেনে চললে কি
করলে জীবনে সুখি হবো এই
প্রশ্ন আর কারো কাছে কিংবা কোথাও করা লাগবে না। নিশ্চিত আপনাদের নাম সুখী মানুষদের
তালিকায় স্হান
পাবে।
রিলেটেড পোস্টসঃ
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।