Digital Bangladesh Paragraph
Digital Bangladesh means technology-based Bangladesh. Digital Bangladesh is one of the most talked about topics in present Bangladesh. All the activities of Bangladesh will be based on technology by 2021. With this goal in mind, Bangladesh was declared Digital Bangladesh. Actually, digital Bangladesh is the name of a dream to build Bangladesh. At present, the Bangladesh government is working to bring digital opportunities to all sectors of the country. To implement this goal, computer education has been emphasized at all levels of the country. Trade and Commerce are also running in the digital system in Bangladesh. E-commerce activities are expanding rapidly throughout the country. The main goal of digital Bangladesh is to turn Bangladesh into an e-estate. The digital system has already been implemented in government offices-courts, non-government organizations, schools, colleges, madrasas, and universities. Information technology services have reached the district, upazila, and union levels. Digital cameras have been set up at various government and private offices, important places in the cities, and some places on the highways for security. The digital system has been effective in newspapers and publications. This system is also going to the case of buying and selling. It is playing an important role in entertainment. By dint of the digital system, now it is very easy to know what is happening in any part of the world. It is only because of this digital system that the world has become a global village. At present, in 2022, all the activities of Bangladesh have come under the digital network. In fact, the main goal of this digital Bangladesh is a dynamic, prosperous, and developed country where there will be no inequality, corruption, hunger, and poverty.
আপনার জন্য স্পেশাল অফার:
◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।
Paragraph Digital Bangladesh
বাংলা অনুবাদ:
ডিজিটাল বাংলাদেশ মানে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বর্তমান বাংলাদেশের অন্যতম একটি আলোচিত বিষয়। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সকল কার্যক্রম হবে প্রযুক্তিনির্ভর। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয়। আসলে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ গড়ার একটি স্বপ্নের নাম। বর্তমানে, বাংলাদেশ সরকার দেশের সব সেক্টরে ডিজিটাল সুযোগ সুবিধা প্রদান করার জন্য কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশের সর্বস্তরে কম্পিউটার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্যও বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে চলছে। সারাদেশে ই-কমার্স কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য বাংলাদেশকে ই-এস্টেটে পরিণত করা। ইতিমধ্যে সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে গেছে। নিরাপত্তার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শহরের গুরুত্বপূর্ণ স্থান এবং মহাসড়কের কিছু জায়গায় ডিজিটাল ক্যামেরা স্থাপন করা হয়েছে।সংবাদপত্র ও প্রকাশনায় ডিজিটাল পদ্ধতি কার্যকর হয়েছে। ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও চলছে এই পদ্ধতি। এটি বিনোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল পদ্ধতির সাহায্যে, এখন বিশ্বের যেকোন প্রান্তে কি ঘটছে তা জানা খুব সহজ। এই ডিজিটাল ব্যবস্থার কারণেই বিশ্ব এখন একটি বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। বর্তমানে ২০২২ সালে বাংলাদেশের সকল কার্যক্রম ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এসেছে। প্রকৃতপক্ষে, এই ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য একটি গতিশীল, সমৃদ্ধ ও উন্নত দেশ যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্য।
রিলেটেড পোস্টসঃ
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।