Type Here to Get Search Results !

An Ant and a Dove Completing Story with Bengali Meaning

 

An ant and a dove completing story,the ant and the dove completing story,ant and dove completing story,an ant and a dove story

An ant and a dove completing story

Once upon a time, there lived an ant and a dove in a forest. They used to spend their days very happily in the forest. Although they lived in the same forest, they didn't know each other. One day the ant became very thirsty. He started looking for water in different places in the forest to drink water. There was a river beside that forest. At last, the ant came to the river and tried to drink water. Suddenly a strong wind blew and threw the ant into the water and carried it away. However, the ant was about to die. A dove saw the sufferings of the ant sitting on a branch of a tree.  It felt sorry for the ants and wanted to save the ant.  And for this, it dropped a leaf of the tree into the water. The ant climbed onto the leaf with great difficulty. Then the dove flew up and picked up the leaf from the water and threw it on the ground. It saved the ant's life. After this incident friendship developed between the ant and the dove. Consequently, they became good friends. After some days, a hunter came into the forest and saw the dove sitting on the same tree. He aimed at the dove with his bow to kill it. The ant saw everything. Then it had bit the legs of the hunter before he killed the dove.  So, the hunter missed the target by its bite.  And the dove flew away. Thus the ant repaid the favor of the dove.

An ant and a dove story moral: Reciprocation of favor.

পড়তে পারেনঃ

An ant and a dove story

বাংলা অনুবাদ:

এক সময় এক বনে এক পিঁপড়া ও এক ঘুঘু বাস করত। তারা বনের মধ্যে খুব আনন্দে দিন কাটাতো। একই বনে বসবাস করলেও তারা একে অপরকে চিনত না। একদিন পিঁপড়ার খুব পিপাসা পেল। পানি পান করার জন্য সে বনের বিভিন্ন জায়গায় পানি খুঁজতে থাকে। ঐ বনের পাশে একটা নদী ছিল। অবশেষে পিঁপড়া নদীর ধারে এসে পানি পান করার চেষ্টা করল। হঠাৎ প্রবল বাতাস এসে পিঁপড়াটিকে পানিতে ফেলে দূরে নিয়ে গেল। যাইহোক, পিঁপড়াটি প্রায় মারা গিয়েছিল।একটি ঘুঘু গাছের ডালে বসে পিঁপড়ার কষ্ট দেখছিল। সে পিঁপড়া জন্য দুঃখিত পেল এবং পিঁপড়াকে বাঁচাতে চেয়েছিল। আর এ জন্য সে গাছের একটি পাতা পানিতে ফেলে দিল। অনেক কষ্টে পিঁপড়া পাতার উপর উঠল। তারপর ঘুঘুটি উড়ে এসে পানি থেকে পাতাটি তুলে মাটিতে ফেলে দিল। এটি পিঁপড়ার জীবন রক্ষা করেছিল। এই ঘটনার পর পিঁপড়া ও ঘুঘুর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ফলস্বরূপ, তারা ভাল বন্ধু হয়ে গেল। কিছু দিন পর এক শিকারী বনে আসল এবং ঘুঘুটিকে একই গাছে বসা দেখল। সে তার ধনুক দিয়ে ঘুঘুটিকে হত্যা করার জন্য লক্ষ্য করল। পিঁপড়া সব দেখল।তারপর ঘুঘুটিকে মেরে ফেলার আগে সে শিকারীর পা কামড়ে ধরেছিল। সুতরাং, শিকারী তার কামড়ের দ্বারা লক্ষ্য মিস করল। আর ঘুঘুটি উড়ে গেল। এভাবে পিপড়াটি ঘুঘুর অনুগ্রহ শোধ করে দিল।

একটি পিঁপড়া ও একটি ঘুঘুর গল্প নৈতিক: অনুগ্রহের প্রতিদান।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad