Type Here to Get Search Results !

A School Magazine Paragraph with Bengali Meaning

 

A school magazine paragraph,school magazine paragraph,school magazine,a school magazine,paragraph school magazine

A school magazine paragraph

A school magazine is a mirror of latent talent and an annual publication of the students and the teachers of a school. It is published every year. It is the writing of short stories, essays, one-act plays, jokes, and reports of cultural activities of a school. Actually, it is a part and parcel of a school. Every renowned school publishes a school magazine every year. It is a very difficult task to publish a school magazine. To publish a school magazine, a committee is formed first. Some teachers and students are members of that magazine committee. Among the teachers, one is made editor to edit the magazine and the Headmaster is the chief of this committee. However, many teachers and students work hard day and night to publish the magazine. At first, an editorial teacher invites students to write on various topics and tells them to submit the writings to the magazine committee within a fixed day.  Teachers also participate in the writing. After the teachers and the students submit the writings, the writings are revised and published in the form of a magazine in a school. And this is a school magazine.  Actually, a school magazine plays an important role in improving the student’s reading and writing. It develops their interest in literature. It also increases their imagination and develops their creativity. It increases the honor and dignity of a school. Finally, a school magazine reveals the latent creativity of both the teachers and the students of a school.

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

School magazine paragraph

বাংলা অনুবাদ:

একটি স্কুল ম্যাগাজিন হল সুপ্ত প্রতিভার দর্পণ ও একটি স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের বার্ষিক প্রকাশনা। এটি প্রতি বছর প্রকাশিত হয়। এটি ছোটগল্প, প্রবন্ধ, একক নাটক, কৌতুক এবং একটি বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিবেদনের লেখা সমষ্টি। আসলে, এটি একটি স্কুলের একটি  অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি নামকরা স্কুল প্রতি বছর একটি স্কুল ম্যাগাজিন প্রকাশ করে। স্কুল ম্যাগাজিন প্রকাশ করা খুবই কঠিন কাজ। স্কুল ম্যাগাজিন প্রকাশের জন্য প্রথমে একটি কমিটি গঠন করা হয়। কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ঐ ম্যাগাজিন কমিটির সদস্য। শিক্ষকদের মধ্যে একজনকে ম্যাগাজিন সম্পাদনার জন্য সম্পাদক করা হয় এবং প্রধান শিক্ষক এই কমিটির প্রধান। তবে ম্যাগাজিনটি প্রকাশের জন্য দিনরাত পরিশ্রম করে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। প্রথমে একজন সম্পাদকীয় শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে লেখার জন্য আমন্ত্রণ জানান এবং একটি নির্দিষ্ট দিনের মধ্যে ম্যাগাজিন কমিটির কাছে লেখা জমা দিতে বলেন। শিক্ষকরাও লেখালেখিতে অংশগ্রহণ করেন। শিক্ষক ও শিক্ষার্থীরা লেখা জমা দেওয়ার পর লেখাগুলো সংশোধন করে স্কুলে একটি ম্যাগাজিন আকারে প্রকাশ করা হয়। আর এটাই হল একটি স্কুল ম্যাগাজিন। আসলে, একটি স্কুল ম্যাগাজিন শিক্ষার্থীদের পড়া ও লেখার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে তাদের সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি হয়। এটি তাদের কল্পনাশক্তিও বৃদ্ধি করে এবং তাদের সৃজনশীলতা বিকাশ করে। এটি একটি বিদ্যালয়ের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে। অবশেষে, একটি স্কুল ম্যাগাজিন একটি স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের সুপ্ত সৃজনশীলতা প্রকাশ করে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad