Type Here to Get Search Results !

Price Hike Paragraph Bengali Meaning

 

Price hike paragraph,price hike,price hike paragraph hsc 2024,paragraph price hike,price hike paragraph for hsc 

Price hike paragraph

The price hike is a great problem in Bangladesh as well as in the world. This problem is getting worse day by day. Actually, a price hike means an unusual increase in the prices of daily necessities. There are many causes of price hikes. The main causes of the price hikes are activities of the market syndicates, dishonesty of the traders, insufficient agricultural production,   want of a speedy communication system, political instability, shortage of raw materials, money inflation, etc. Price hike has a great impact on daily lives of both the rich and the poor. The poor suffer more because of the price hike. They can't buy their daily necessary commodities due to the excessive rise in the price level. Their income is limited and fixed. With this limited and fixed income, it becomes very difficult for them to maintain their family. However, the price hike is a long-term problem. It can't be solved overnight. Only the government can solve the problem. To solve the problem of price hikes, the government should take strong steps against the price hikes. Firstly, the syndicates of the traders must be suppressed boldly. If necessary, traders should be brought under the law and they should be punished. Secondly, money inflation should be controlled at any cost. Thirdly, agricultural production should be increased by giving priority to the agricultural sector in the annual budget. At the same time, public awareness should be increased against price hikes. If the government takes these steps against price hikes, the price hike problem will be solved step by step and people will lead peaceful lives in the country.  So, we should come forward to prevent price hike along with the government.

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

Paragraph Price hike

বাংলা অনুবাদ:

মূল্যবৃদ্ধি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের একটি বড় সমস্যা। এই সমস্যা দিন দিন খারাপ হচ্ছে। আসলে, মূল্যবৃদ্ধি মানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি। দাম বৃদ্ধিমূল্যবৃদ্ধির অনেক কারণ আছে। মূল্যবৃদ্ধির প্রধান কারণগুলো হল বাজার সিন্ডিকেটের তৎপরতা, ব্যবসায়ীদের অসাধুতা, অপর্যাপ্ত কৃষি উৎপাদন, দ্রুত যোগাযোগ ব্যবস্থার অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, কাঁচামালের ঘাটতি, মুদ্রাস্ফীতি ইত্যাদি। মূল্যবৃদ্ধি ধনী এবং গরীব উভয়ের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলে। মূল্যবৃদ্ধির কারণে দরিদ্ররা বেশি ক্ষতিগ্রস্ত হয়। মূল্যবৃদ্ধির কারণে তারা তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে না। তাদের আয় সীমিত এবং নির্দিষ্ট। এই সীমিত ও নির্দিষ্ট আয়ে তাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ে। তবে মূল্যবৃদ্ধি একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এটা রাতারাতি সমাধান করা যায় না। একমাত্র সরকারই পারে এ সমস্যার সমাধান করতে। মূল্যবৃদ্ধির সমস্যা সমাধানে সরকারকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। প্রথমত, ব্যবসায়ীদের সিন্ডিকেটকে সাহসিকতার সঙ্গে দমন করতে হবে। প্রয়োজনে ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতি যেকোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত, বার্ষিক বাজেটে কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। সরকার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এসব পদক্ষেপ নিলে ধাপে ধাপে মূল্যবৃদ্ধির সমস্যা সমাধান হবে এবং মানুষ দেশে শান্তিপূর্ণ জীবনযাপন করবে। তাই সরকারের পাশাপাশি মূল্যবৃদ্ধি প্রতিরোধে আমাদের এগিয়ে আসা উচিত।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.