Type Here to Get Search Results !

Our National Flag Paragraph with Bangla Translation

 

Our national flag paragraph,national flag paragraph,paragraph our national flag,paragraph national flag,our national flag paragraph for class 9-10

Our national flag paragraph

The national flag is the symbol of an independent and sovereign country. Every independent country in the world has a national flag. Bangladesh is one of the independent countries in the world.  So, Bangladesh also has a national flag.  We are the citizens of Bangladesh and we are proud of our national flag. The color of our national flag is a red circle in dark green. It looks exactly like a rectangle. Its green color indicates our nature and red color indicates our revolutionary consciousness.  At the cost of 9 months of bloody battle, 3 million lives of martyrs, and countless rapes of mothers and sisters, Bangladesh has been recognized as an independent country in the world and we got our national flag in 1971. Since 1971, our national flag has been a symbol of our independence and sovereignty. The national flag is hoisted on different national days of Bangladesh. Besides, national flags are hoisted daily in schools, colleges, madrasas, and universities including government offices. On our national day of mourning, the national flag is hoisted at half-mast. Famous Bangladeshi painter Kamrul Hasan is the designer of our national flag.  The length, width, and radius ratio of the red circle of our national flag is 5: 3: 1. The national flag has different sizes.  National flags of different sizes for use in buildings are 10 feet x 6 feet, 5 feet x 3 feet, 2.5 feet x 1.5 feet.  The international size of our national flag is 10: 6.  For centuries, our national flag will carry the identity of our independent and sovereign Bangladesh on the world map. We are really proud of our country and our national flag.

পড়তে পারেনঃ

Paragraph our national flag 

বাংলা অনুবাদঃ

জাতীয় পতাকা একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রতীক। বিশ্বের প্রতিটি স্বাধীন দেশের একটি জাতীয় পতাকা রয়েছে।  বাংলাদেশ বিশ্বের অন্যতম স্বাধীন দেশ। তাই বাংলাদেশেরও একটি জাতীয় পতাকা রয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক এবং আমাদের জাতীয় পতাকা নিয়ে আমরা গর্বিত। আমাদের জাতীয় পতাকার রঙ গাঢ় সবুজের মধ্যে একটি লাল বৃত্ত।  এটি দেখতে হুবহু একটি আয়তক্ষেত্রের মতো। এর সবুজ রঙ আমাদের প্রকৃতি নির্দেশ করে এবং লাল রঙ আমাদের বিপ্লবী চেতনা নির্দেশ করে। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহীদের জীবন এবং অসংখ্য মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে এবং ১৯৭১ সালে আমরা পেয়েছি আমাদের জাতীয় পতাকা।১৯৭১ সাল থেকে আমাদের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া, সরকারি অফিসসহ স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়।আমাদের জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে রাখা হয়।  বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার ডিজাইনার। আমাদের জাতীয় পতাকার লাল বৃত্তের দৈর্ঘ্য, প্রস্থ এবং ব্যাসার্ধের অনুপাত 5: 3: 1. জাতীয় পতাকার বিভিন্ন মাপ রয়েছে। ভবনে ব্যবহারের জন্য বিভিন্ন মাপের জাতীয় পতাকা হল ১০ ফুট x ৬ ফুট, ৫ ফুট x ৩ ফুট, .৫ ফুট x .৫ ফুট। আমাদের জাতীয় পতাকার আন্তর্জাতিক মাপ হল ১০: ৬. শতাব্দীর পর শতাব্দী ধরে, আমাদের জাতীয় পতাকা বিশ্বের মানচিত্রে আমাদের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের পরিচয় বহন করবে।  আমরা আমাদের দেশ এবং আমাদের জাতীয় পতাকা নিয়ে সত্যিই গর্বিত।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad