Type Here to Get Search Results !

My First Day at School Paragraph with Bangla Meaning

 

My first day at school paragraph,my first day at school,first day at school,first day at school paragraph

My first day at school paragraph

Every person has a memorable day or moment in life. Like others, I have a memorable day in my life too. And that memorable day of my life is my first day at school. On that day at 7 am my mother ordered me to take a bath and wear a new school dress. I took a bath and put on the new school dress as per my mother's order. Then my mother gave my father and me breakfast. After breakfast at 8 am, my father took me to my new school in a rickshaw. At 9 am my father and I reached my new school. My father first entered the Head Master's room with me. I entered the Head Master's room and saluted the Head Master. At that time I was afraid. He answered my greeting and asked me my name. I told him my name. Then he gave me some advice and told me to write down my class routine on the notice board.  My father took me to the notice board. I wrote down my class routine. It was almost 10 o'clock already. I bade my father goodbye and entered my classroom. At exactly 10 o'clock a gentleman dressed in white entered our class and introduced himself. He was our English teacher. He asked us to introduce ourselves one by one. At the end of the introduction, he left the class giving us a lot of advice. That day we had four classes in a row and our school was dismissed at 2 o'clock.  At the end of the class, I met and talked with many new friends. On that day I felt so happy in a new environment with new friends that I will never forget. I came back home from school and shared everything with my parents. I will never forget the day of my school life.  In fact, my first day at school will be forever etched in my memory.

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

My first day at school

বাংলা অনুবাদ:

প্রতিটি মানুষের জীবনে একটি স্মরণীয় দিন বা মুহূর্ত আছে। অন্যদের মতো আমার জীবনেও একটি স্মরণীয় দিন আছে।আর আমার জীবনের সেই স্মরণীয় দিনটি হল আমার স্কুলে প্রথম দিন। সেই দিন সকাল ৭টায় আমার মা আমাকে গোসল করে নতুন স্কুল ড্রেস পরার নির্দেশ দেন। আমি গোসল সেরে মায়ের আদেশ অনুযায়ী স্কুলের নতুন পোশাক পরলাম তারপর মা আমাকে আর বাবাকে নাস্তা দেন। সকাল ৮টায় নাস্তার পর বাবা আমাকে রিকশায় করে আমার নতুন স্কুলে নিয়ে গেলেন। সকাল ৯টায় আমার বাবা আর আমি আমার নতুন স্কুলে পৌঁছলাম। আমার বাবা আমাকে নিয়ে প্রথমে হেড মাস্টারের কক্ষে ঢুকলেন। আমি হেড মাস্টারের কক্ষে ঢুকে হেড মাস্টারকে সালাম দিলাম। তখন আমি ভয় পেয়েছিলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন এবং আমার নাম জিজ্ঞেস করলেন। আমি তাকে আমার নাম বললাম। তারপর তিনি আমাকে কিছু পরামর্শ দিলেন এবং নোটিশ বোর্ড থেকে আমার ক্লাসের রুটিন লিখে নিতে বললেন। আব্বা আমাকে নোটিশ বোর্ডে নিয়ে গেলেন। আমি আমার ক্লাসের রুটিন লিখে নিলাম ততক্ষণে প্রায় ১০টা বেজে গেছে। আমি বাবাকে বিদায় জানিয়ে আমার ক্লাস রুমে প্রবেশ করলাম। ঠিক১০টার দিকে সাদা পোশাক পরা এক ভদ্রলোক আমাদের ক্লাসে ঢুকে নিজের পরিচয় দিলেন। তিনি আমাদের তিনি আমাদের একে একে নিজেদের পরিচয় দিতে বললেন। পরিচয় শেষে তিনি আমাদের অনেক উপদেশ দিয়ে ক্লাস ত্যাগ করলেন। সেদিন আমাদের পরপর চারটি ক্লাস হয়েছিল এবং আমাদের স্কুলটি ২ টায় ছুটি দেওয়া হয়েছিল। ক্লাস শেষে অনেক নতুন বন্ধুর সাথে দেখা হলো এবং কথা হলো। সেই দিন আমি নতুন বন্ধুদের সাথে একটি নতুন পরিবেশে এত খুশি হয়েছিলাম যে আমি কখনই ভুলব না। আমি স্কুল থেকে বাড়ি ফিরে বাবা-মায়ের সাথে সবকিছু শেয়ার করলাম। আমি আমার স্কুল জীবনের দিনটি কখনও ভুলব না  মূলত, স্কুলে আমার স্কুলের প্রথম দিনটি চিরকাল আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.