Type Here to Get Search Results !

Dengue Fever Paragraph with Bengali Meaning

Dengue fever paragraph,paragraph dengue fever,dengue fever paragraph 200 words,dengue fever paragraph 150 words

Dengue fever paragraph

Dengue fever is a deadly viral disease. This disease is caused by the bite of a type of mosquito called Aedes.  When the Aedes mosquito bites a healthy person, that person is infected with dengue disease. And when that person is bitten by another mosquito that mosquito carries the dengue virus from that person, and when that mosquito bites another person, that person also is infected with dengue disease. This is how the dengue virus spreads from one person to another through mosquitoes. And when a person is infected with dengue disease, some special symptoms are seen in him. The main symptoms of dengue disease are high fever, severe headache, pain behind the eyes, nausea, vomiting, muscle and joint pain, rash, etc. When these symptoms are seen in a person, the person is infected with dengue disease certainly. In this condition, it is not right to keep the dengue patient at home. He should be taken to the nearest hospital as soon as possible. Besides, there are some other serious symptoms of dengue disease such as bleeding and dengue shock syndrome. If these symptoms are seen in any person, that person must be taken to the hospital quickly. Otherwise, the dengue patient may die. There is only one way to prevent this dengue disease. And the way is to take the necessary steps. To prevent the dengue virus, first of all, we have to keep our environment neat and clean. We have to keep a close eye so that dengue mosquitoes can’t settle around our houses. Dengue mosquitoes mainly breed in standing and clean water. So, if there is water in any container around our houses, we have to throw it away. The surroundings of the houses should always be kept neat and clean. To avoid dengue disease, it is necessary to prevent the spread of dengue virus-carrying mosquitoes. And, for this reason, along with the people, the municipality and the city corporation have to take strict steps to prevent the spread of dengue mosquitoes. Finally, everyone should be made aware of dengue virus to prevent dengue disease or dengue virus or dengue fever.

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

Paragraph dengue fever

বাংলা অনুবাদ:

ডেঙ্গু জ্বর একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এডিস নামক এক ধরনের মশার কামড়ে এই রোগ হয়। এডিস মশা যখন কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। আর সেই ব্যক্তিকে যখন অন্য মশা কামড়ায় তখন সেই মশা সেই ব্যক্তির কাছ থেকে ডেঙ্গু ভাইরাস বহন করে এবং সেই মশা যখন অন্য ব্যক্তিকে কামড়ায়, তখন সেই ব্যক্তিও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। এভাবেই মশার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়ায়। আর কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তার মধ্যে বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। ডেঙ্গু রোগের প্রধান লক্ষণগুলো হলো তীর্ব জ্বর, প্রচন্ড মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, বমি বমি ভাব, বমি, পেশী ও জয়েন্টে ব্যথা, ফুসকুড়ি ইত্যাদি। এই লক্ষণগুলো যখন কোনো ব্যক্তির মধ্যে দেখা যায়, তখন নিশ্চিত হওয়া যায় যে ঐ ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত। এ অবস্থায় ঐ ডেঙ্গু রোগীকে বাড়িতে রাখা ঠিক নয়। তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া ডেঙ্গু রোগের আরও কিছু গুরুতর লক্ষণ যেমন রক্তপাত এবং ডেঙ্গু শক সিনড্রোম রয়েছে। এই লক্ষণগুলি কারো দেখার সাথে সাথে ঐ ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। তা না হলে ঐ ডেঙ্গু রোগীর মৃত্যু হতে পারে। এই ডেঙ্গু রোগ প্রতিরোধের একটাই উপায় আছে। আর সেই উপায়চি হৱ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। ডেঙ্গু ভাইরাস প্রতিরোধ করতে হলে সবার আগে আমাদের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু মশা যাতে আমাদের বাড়ির আশেপাশে বসতি স্থাপন করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। ডেঙ্গু মশা প্রধানত বদ্ধ এবং পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। তাই আমাদের বাড়ির আশেপাশে কোন পাত্রে পানি থাকলে তা ফেলে দিতে হবে। বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু রোগ থেকে বাঁচতে হলে ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার বিস্তার রোধ করা প্রয়োজন। আর এ কারণে ডেঙ্গু মশার বিস্তার রোধে জনগণের পাশাপাশি পৌরসভা ও সিটি করপোরেশনকেও কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিশেষে, ডেঙ্গু রোগ বা ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গু জ্বর প্রতিরোধে সবাইকে ডেঙ্গু ভাইরাস সম্পর্কে সচেতন করতে হবে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad