Type Here to Get Search Results !

Bad Effect of Smoking Dialogue with Bangla

 

Bad effect of smoking dialogue, dialogue bad effect of smoking, dialogue bad effect of smoking for class 7

Bad effect of smoking dialogue

Question:

Write a dialogue between two friends about the bad effect of smoking.

Answer:

Selim: Hello, Dalim. How are you?

Dalim: Selim, I am not well at all.

Selim: Why? What's the problem?

Dalim: I am suffering from respiratory problems.

Selim: How do you have respiratory problems?

Dalim: I am addicted to smoking. Smoking is the main cause of my respiratory problems.

Selim: I told you many times to give up smoking but you didn't listen to me.

Dalim: Friend, I am mistaken. Tell me what to do now?

Selim: Yes, I will tell you. But listen to me.

Dalim: Tell me. I am listening.

Selim: Now you only have respiratory problems. Next, you will suffer from many serious diseases including lung cancer, heart attack, and bronchitis from smoking.

Dalim: So, what is the way to save me?

Selim: First give up smoking if you want to live.

Dalim: I feel restless without smoking.

Selim: Nothing to do. You must avoid smoking. If you don't avoid smoking, you will have to leave this beautiful world prematurely. Besides, smoking has no benefit except harm.

Dalim: You are right, friend. I will give up smoking from today.

Selim: You won't be able to give up smoking at once. At first smoke occasionally rather than regularly. Then after a week or two, give up smoking altogether. So, it will not be difficult to give up smoking.

Dalim: Thank you very much for giving me such good advice.

Selim: Welcome.

পড়তে পারেনঃ

Dialogue bad effect of smoking

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখ।

উত্তর:

সেলিম: হ্যালো, ডালিম। তুমি কেমন আছো?

ডালিম: সেলিম, আমি মোটেও ভালো নেই।

সেলিম: কেন?  সমস্যা কি?

ডালিম: আমি শ্বাসকষ্টে ভুগছি।

সেলিম: তোমার শ্বাসকষ্ট কিভাবে হল? 

ডালিম: আমি ধূমপানে আসক্ত। ধূমপান আমার শ্বাসকষ্টের প্রধান কারণ।

সেলিম: আমি তোমাকে অনেকবার ধূমপান ছেড়ে দিতে বলেছিকিন্তু তুমি আমার কথা শোননি।

ডালিম: দোস্ত, আমি ভুল করছি। এখন কি করব বল?

সেলিম: হ্যাঁ, বলব। কিন্তু আমার কথা শোন।

ডালিম: বল। আমি শুনছি।

সেলিম: এখন তোমাকে শুধুমাত্র শ্বাসকষ্ট হচ্ছে। এরপর তুমি ধূমপানের কারণে পরবর্তীতে ফুসফুসের ক্যান্সার, হার্ট অ্যাটাক এবং ব্রঙ্কাইটিস সহ অনেক গুরুতর রোগে ভুগবে।

ডালিম: তাহলে আমাকে বাঁচানোর উপায় কী?

সেলিম: বাঁচতে চাইলে আগে ধূমপান ছেড়ে দাও।

ডালিম: ধূমপান ছাড়া আমার অস্থির লাগে।

সেলিম: কিছু করার নেই। তোমাকে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। ধূমপান পরিহার না করলে তোমাকে অকালে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এছাড়া ধূমপানের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই।

ডালিম: ঠিক বলেছ বন্ধু। আজ থেকে আমি ধূমপান ছেড়ে দেব।

সেলিম: তুমি একবারে ধূমপান ছেড়ে দিতে পারবেন না। প্রথমে নিয়মিত না করে মাঝে মাঝে ধূমপান করবে। তারপর এক বা দুই সপ্তাহ পরে, ধূমপান পুরোপুরি ছেড়ে দিবে। তাহলে ধূমপান বাদ দেওয়া কঠিন হবে না।

ডালিম: এত ভালো পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

সেলিম: স্বাগতম।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.