Type Here to Get Search Results !

A Street Hawker Paragraph with Bengali Translation


A street hawker paragraph,street hawker paragraph,a street hawker,paragraph a street hawker

A street hawker paragraph

A street hawker is a traveling shopkeeper. He sells necessary things to people on the street or from one place to another. There is no specific shop to sell his goods. His whole body is his shop. Generally, a street hawker sells daily necessities of people like newspapers, pens, children's books, handkerchiefs, clothes, different kinds of fruits, sweets, interesting handicrafts, children's toys, etc.  In a word, a street hawker sells things that people need or people want to buy when they see them. He calls his goods by the name loudly. Many times a hawker sings songs and ghazels, dances, and acts in various ways to sell his goods. His main target is to draw the attention of the people to his goods and sell them to them. Actually, he is a very clever man. One should be aware while purchasing any item from him. If someone is a fool, he/she must be deceived for sure buying anything from him. However, a street hawker leads a miserable life. He is a poor man. He has to live from hand to mouth with what he earns by ferrying all day. He goes out early in the morning to sell his goods and returns home late at night. A street hawker lives in a hut or slum. It is not right to neglect any l street hawker. We should respect him for his hard work. After all, we should help a street hawker to maintain his family by buying his goods from him.

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

Street hawker paragraph

বাংলা অনুবাদ:

রাস্তার ফেরিওয়ালা একজন ভ্রাম‍্যমান দোকানদার। সে রাস্তায় রাস্তায় বা এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের প্রয়োজনীয় জিনিস বিক্রি করে বেড়ায়। তার পণ্য বিক্রির নির্দিষ্ট কোনো দোকান নেই। তার সারা শরীর হল তার দোকান। সাধারণত, একজন রাস্তার ফেরিওয়ালা মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খবরের কাগজ, কলম, শিশুদের বই, রুমাল, জামাকাপড়, বিভিন্ন ধরণের ফল, মিষ্টি, আকর্ষণীয় হস্তশিল্প, শিশুদের খেলনা ইত্যাদি বিক্রি করে। এক কথায়, একজন রাস্তার ফেরিওয়ালা এমন জিনিস বিক্রি করে যা মানুষের প্রয়োজন বা মানুষ যখন সেগুলো দেখে কিনতে চায়। সে তার পন‍্যের নাম ধরে জোরে ডাকে। অনেক সময় ফেরিওয়ালা তার পণ্য বিক্রির জন্য গান বা গজল গায়, নাচে এবং নানাভাবে অভিনয় করে। তার প্রধান লক্ষ্য হল তার পণ্যের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের কাছে পন‍্য বিক্রি করা। আসলে সে খুব চালাক মানুষ। তার কাছ থেকে যেকোনো জিনিস কেনার সময় সচেতন হওয়া উচিত। যদি কেউ বোকা হয়, তবে তার কাছ থেকে কিছু কিনে তাকে অবশ্যই প্রতারিত হতে হবে। যাহোক, একজন রাস্তার ফেরিওয়ালা মানবেতর জীবনযাপন করেন। সে একজন গরিব মানুষ। সারাদিন ফেরি করে যা রোজগার হয় তা দিয়েই তাকে কোনক্রমেই বাঁচতে হয়। সে তার জিনিসপত্র বিক্রি করতে খুব ভোরে বের হয় এবং গভীর রাতে বাড়ি ফেরে। একজন রাস্তার ফেরিওয়ালা কুঁড়েঘরে বা বস্তিতে থাকে। সুতরাং আমাদের কোনো রাস্তার হকারকে অবহেলা করা ঠিক নয়। তার কঠোর পরিশ্রমের জন্য আমাদের তাকে সম্মান করা উচিত। সর্বোপরি, আমাদের একজন রাস্তার ফেরিওয়ালাকে তার কাছ থেকে জিনিসপত্র কিনে তার সংসার চালানোর সহায়তা করা উচিত।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad