Type Here to Get Search Results !

A School Library Paragraph with Bengali Meaning


A school library paragraph, school library paragraph, our school library paragraph, a school library paragraph for ssc

A school library paragraph 

A school library is a part and parcel of a school.  It is a room or building where students and teachers study and borrow books.  Every school has a library.  Our school also has a library. Our school library is on the fourth floor of the academic building of our school.  It's very beautiful. There are many bookshelves for storing books, some big tables, and many chairs for students and teachers to sit and read.  Each bookshelf is arranged with thematic books. Some bookshelves are arranged with class-based books, some are arranged with books of poets and writers, some are arranged with books on freedom fighters and some are arranged with general knowledge books. Basically, a school library is the storehouse of knowledge and the best place to satisfy the thirst for knowledge.  Our library has a librarian and an assistant librarian. They always perform their duties with awareness. They are very efficient. They keep a close eye on the students. Our library has a catalog of all books for reading and borrowing. Students and teachers look at this catalog and collect books from the bookshelves like others. Our library is very wide. Fifty students or teachers can study together here. The students who don't have classes come to the library and start studying without wasting time.  And, some students borrow books and leave the library.  Those who borrow books from the library are fined if they don't return the books within the specified time. Our library environment is very nice.  No one talks or disturbs in the library while reading. Everyone keeps quiet at the time of studies in the library. Indeed, a school library plays an important role in satisfying the thirst for knowledge of students and teachers.

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

School library paragraph

বাংলা অনুবাদ:

একটি স্কুল লাইব্রেরি হল একটি স্কুলের অবিচ্ছেদ্য অংশ। এটি একটি কক্ষ বা ভবন যেখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অধ্যয়ন করে এবং বই ধার করে। প্রতিটি স্কুলে একটি লাইব্রেরি আছে। আমাদের স্কুলেও একটি লাইব্রেরি আছে।আমাদের স্কুল লাইব্রেরি আমাদের স্কুলের একাডেমিক ভবনের চতুর্থ তলায়। এটা খুব সুন্দর। এখানে বই রাখার জন্য অনেক বইয়ের তাক, কিছু বড় টেবিল এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের বসার ও পড়ার জন্য অনেক চেয়ার রয়েছে। প্রতিটি বইয়ের তাক বিষয়ভিত্তিক বই দিয়ে সাজানো। কোনো বইয়ের তাক শ্রেণিভিত্তিক বই দিয়ে সাজানো, কোনোটি কবি-সাহিত্যিকদের বই দিয়ে সাজানো, কোনোটিতে মুক্তিযোদ্ধাদের বই দিয়ে সাজানো আবার কোনোটি সাধারণ জ্ঞানের বই দিয়ে সাজানো।মূলত, একটি স্কুল লাইব্রেরি হল জ্ঞানের ভান্ডার এবং জ্ঞানের তৃষ্ণা মেটানোর সর্বোত্তম স্থান। আমাদের লাইব্রেরিতে একজন লাইব্রেরিয়ান এবং একজন সহকারী লাইব্রেরিয়ান আছে। তারা সর্বদা সচেতনতার সাথে তাদের দায়িত্ব পালন করে। তারা খুবই দক্ষ। তারা শিক্ষার্থীদের উপর কড়া নজর রাখে। আমাদের লাইব্রেরিতে বই পড়া এবং ধার নেওয়ার জন্য সমস্ত বইয়ের একটি ক্যাটালগ রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা এই ক্যাটালগটি দেখে এবং অন্যদের মতো বইয়ের তাক থেকে বই সংগ্রহ করে। আমাদের লাইব্রেরি অনেক প্রশস্ত। এখানে পঞ্চাশজন ছাত্রছাত্রী বা শিক্ষক একসঙ্গে পড়তে পারে।যে সকল ছাত্রছাত্রীর ক্লাস থাকে না তারা সময় নষ্ট না করে লাইব্রেরীতে এসে পড়াশুনা শুরু করে। আর কিছু শিক্ষার্থী বই ধার করে লাইব্রেরি ছেড়ে চলে যায়। যারা লাইব্রেরি থেকে বই ধার নেয় তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বই ফেরত না দিলে জরিমানা করা হয়। আমাদের লাইব্রেরির পরিবেশ খুবই সুন্দর। পড়ার সময় লাইব্রেরিতে কেউ কথা বলে না বা বিরক্ত করে না। সবাই লাইব্রেরিতে চুপচাপ পড়াশুনা করে। প্রকৃতপক্ষে, একটি স্কুল লাইব্রেরি ছাত্র এবং শিক্ষকদের জ্ঞানের তৃষ্ণা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad