Type Here to Get Search Results !

Who will Bell the Cat Story with Bangla

 

Who will bell the cat story, who will bell the cat, who will bell the cat completing story, story who will bell the cat

Who will bell the cat story?

Once upon a time, there lived a rich man whose house was very much infested with rats.  The house became like the town of Hamelin. The rats were very annoying in the house of the rich man. They cut clothes, dug holes everywhere, snatched food and even bit children often. Everyone in the house was fed up with the disturbance of the rats. No one in the house could sleep well because of the rats. Unable to bear the disturbance of the rats, the rich man hit upon a plan to buy a cat. According to the plan, he at last bought a cat to kill the rats. Once coming home, the cat launched a rat-killing campaign and killed many rats. As a result, all the rats became frightened and could not move freely as before. In this situation, all the rats called a meeting to get rid of the cat. Many proposals were raised in the meeting but none was accepted. Finally, a rat stood up and said that they would tie a bell around the cat's neck. When the cat would come, they would hear the bell and run away. All the rats thanked him for his good proposal. But an old rat said, "Of course, the proposal is no doubt good. But who will bell the cat?"  Hearing this, all the rats became silent. Finally, the rats left the rich man's house to save their lives.

Who will bell the cat story moral: Excess of anything is very bad.

পড়তে পারেনঃ

Who will bell the cat completing story?

বাংলা অনুবাদ:

এক সময় এক ধনী লোক বাস করতেন যার বাড়িতে ইঁদুরের উপদ্রব ছিল। বাড়িটা হ্যামেলিন শহরের মতো হয়েগিয়েছিল।ধনী লোকের বাড়িতে ইঁদুরগুলো খুব বিরক্ত করত। তারা জামাকাপড় কাটত, যেখানে সেখানে গর্ত খনন করত, খাবার ছিনিয়ে নিত এবং মাঝে মাঝে বাচ্চাদের কামড় দিত। বাড়ির সবাই ইঁদুরের অত্যাচারে বিরক্ত হয়েগিয়েছিল। ইঁদুরের কারণে বাড়ির কেউ ভালোভাবে ঘুমাতে পারত না। ইঁদুরের অত্যাচার সহ্য করতে না পেরে ধনী লোকটি একটি বিড়াল কেনার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক তিনি শেষ পর্যন্ত ইঁদুর মারার জন্য একটি বিড়াল কেনেন। একবার বাড়িতে এসে বিড়ালটি ইঁদুর নিধন অভিযান শুরু করে এবং অনেক ইঁদুর মেরে ফেলে। ফলে সব ইঁদুর ভয় পেয়ে গেল এবং আগের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না। এমতাবস্থায়, বিড়ালকে তাড়ানোর জন্য সব ইঁদুর বৈঠক বসে।বৈঠকে অনেক প্রস্তাব উত্থাপিত হলেও কোনোটিই গৃহীত হয়নি। অবশেষে, একটি ইঁদুর উঠে দাঁড়িয়ে বলল যে তারা বিড়ালের গলায় একটি ঘণ্টা বেধে দিবে। যখন বিড়াল আসবে তখন ঘণ্টার শব্দ শুনে তারা পালিয়ে যাবে। সমস্ত ইঁদুর তার ভাল প্রস্তাবের জন্য তাকে ধন্যবাদ জানাল। কিন্তু একটা বৃদ্ধ ইঁদুর বলল, "অবশ্যই প্রস্তাবটা ভালো। কিন্তু বিড়ালকে ঘণ্টাটা বাধবে কে?" একথা শুনে সব ইঁদুর চুপ হয়ে গেল। অবশেষে, ইঁদুরগুলো তাদের জীবন বাঁচাতে ধনী ব্যক্তির বাড়ি ছেড়ে চলে গেল।

কে বিড়ালের ঘন্টা বাধবে গল্পের নৈতিক: আতিরিক্ত কোন কিছু খুব খারাপ।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad