Tense Bangla to English
ইংরেজি গ্রামার এর মধ্যে Tense একটি গুরুত্বপূর্ণ টপিক। যদি কেউ ইংরেজি গ্রামার শিখতে চায় তাহলে তাকে Tense শিখতে হবে। Tense ছাড়া ইংরেজি গ্রামার শেখা আদৌ সম্ভব নয়। এটা ইংরেজি গ্রামারের ফাউন্ডেশন। তাই আজ আমি এই আর্টিকেলে Tense কাকে বলে | Tense Bangla to English নিয়ে আলোচনা করব। যদি কেউ আমার এই আর্টিকেলটি পড়ে তাহলে সে সহজেই বাংলায় ও ইংরেজিতে Tense নির্ণয় করতে পারবে। চলুন তাহলে এখন মূল আলোচনায় আসা যাক।
Tense কাকে বলে
ক্রিয়ার কাজ সম্পাদন হওয়ার সময়কে Tense বলে। অথবা ক্রিয়ার কালকে Tense বলে। সাধারণত Tense ৩ প্রকার। এই ৩ প্রকার Tense এর প্রত্যেক প্রকারের আবার ৪ টি করে ভাগ আছে। তাই সব মিলে Tense ১২ প্রকার। এখন এই ৩ প্রকার Tense এর ১২ প্রকার ভাগগুলো দেখে নেওয়া যাক।
তিন প্রকার tense:
1. Present tense
2. Past tense
3. Future tense
Present tense এর চারটি ভাগ:
1. Present indefinite
tense
2. Present continuous
tense
3. Present perfect
tense
4. Present perfect continuous tense
Past tense এর চারটি ভাগ:
1. Past indefinite
tense
2. Past continuous
tense
3. Past perfect
tense
4. Past perfect continuous tense
Future tense এর চারটি ভাগ:
1. Future indefinite
tense
2. Future continuous
tense
3. Future perfect
tense
4. Future perfect continuous
tense
Tense Bangla
উপরে তিন প্রকার Tense এর ১২ টি ভাগ দেখানো হয়েছে। এখন Tense এর এই ১২ টি ভাগ সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করা যাক।
Present tense
Present tense কাকে বলে:
বর্তমান কালে কোনো কাজ হয় বা ঘটে অথবা হইয়াছে বা ঘটিয়াছে অথবা হইতেছে বা ঘটিতেছে অথবা একটি নির্দিষ্ট সময় ধরে হইতেছে বা ঘটিতেছে এরূপ বোঝালে তাকে Present tense তাকে বলে।
যেমন:
1. আমি ইংরেজি শিখি।
➸I learn English.
2. আমি ইংরেজি শিখিয়াছি।
➸I have learnt
English.
3. আমি ইংরেজি শিখিতেছি।
➸I am learning English.
4. আমি এক ঘন্টা যাবৎ ইংরেজি শিখিতেছি।
➸I have been learning
English for an hour.
Present indefinite tense
Present indefinite tense কাকে বলে
বর্তমান কালে কোনো কাজ হয়, ঘটে, চিরন্তন, সত্য
ও অভ্যাসগত বোঝালে তাকে Present indefinite
tense বলে।
Present indefinite tense
বাংলায়
চিনিবার নিয়ম: বাংলা বাক্যের ক্রিয়া পদটি সব সময় মূল রূপে থাকে অর্থাৎ ক্রিয়া পদের সাথে কোন কিছু সুযোগ থাকে না। আবার কখনও কখনও বাংলা
বাক্যে কোন ক্রিয়াপদই থাকে না।
Present indefinite tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে মূল Verb টি V1 থাকে অথবা মূল verb এর সাথে s/es যুক্ত থাকে অথবা do/does থাকে অথবা am/are/is + V3 থাকে।
Present indefinite tense structure
Present indefinite tense
এর
গঠন:
❖❖ বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া
পদ না থাকলে -----------------
1. Subject + am/are/is + ext.
যেমন:
i) আব্দুল্লাহ একজন নিয়মিত ছাত্র ৷
➸Abdullah is a regular
student.
ii) যৌতুক একটি সামাজিক ব্যাধি ৷
➸Dowry is a social
malady.
iii) জনসংখ্যা আমাদের দেশে একটি
বড় সমস্যা।
➸Population is a great
problem in our country.
iv) সে খুব মেধাবী।
➸He is very meritorious.
v) তিনি বাংলাদেশের একজন বড় কবি।
➸He is a great poet of
Bangladesh.
❖❖ বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া পদ থাকলে -----------------
2. Subject + V1 অথবা V + s/es + ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) আমরা প্রতিদিন ইংরেজী শিখি।
➸We learn English every
day.
ii) ফাতেমা তাড়াতাড়ি বাড়ী
যায় ৷
➸Fatema goes home
quiqkly.
iii) নিশি ভাল গান গায়।
➸Nishi sings well.
iv) মিতা সকালে হাটতে যায় ৷
➸Mita goes out for a walk
in the morning.
v) মেহেদী প্রতিদিন নদীতে সাতার কাটে।
➸Mehedi swims in the
river every day.
3. Subject + am/are/is + V3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) পরিবেশ বিভিন্ন ভাবে দূষিত হয়।
➸Environment is polluted
in many ways.
ii) বর্ষাকালে প্রচুর গাছ লাগানো
হয়।
➸A lot of trees are
planted in the rainy Season.
iii) তাকে যথেষ্ট শাস্তি দেওয়া
হয়।
➸He is punished enough.
iv) এই বছর বইটি প্রকাশিত হয়।
➸The book is
published this year.
v) প্রতিদিন সকালে যথাযথভাবে কাজটি করা হয়।
➸The work is done
properly in every morning.
Present continuous tense
Present continuous tense কাকে বলে
বর্তমান কালে কোন কাজ হইতেছে, ঘটিতেছে ও চলিতেছে এরূপ বোঝালে তাকে Present continuous tense বলে।
Present continuous tense বাংলায় চিনিবার নিয়ম: বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছেন ইত্যাদি উল্লেখ থাকে।
Present continuous tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে am/are/is উল্লেখপূর্বক মূল verb এর সাথে ing যুক্ত থাকে অথবা am being/are being/is being উল্লেখপূর্বক মূল verb টি V3 থাকে।
Present continuous tense structure
Present continuous tense এর গঠন:
1. Subject + are/are/is + verb + ing + ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) সাইফুল ও সেলিম মাঠে খেলা করিতেছে।
➸Saiful and Selim are playing in the field.
ii) মুনিয়া এখন ইংরেজী শিখিতেছে।
➸Muniya is learning English now.
iii) মুন্নী এখন কলেজে যাইতেছে।
➸Munni is going to College now.
iv) মাহবিয়া ইংরেজি পড়িতেছে।
➸Mahbia is reading English.
v) কাজল নদীতে সাতার কাটিতেছে।
➸Kazol is swimming in the river.
2. Subject + am/are/is + being + v3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) এখন কাজটি করা হইতেছে।
➸Now the work is being done.
ii) বইটি দ্রুত লেখা হইতেছে।
➸The book is being written rapidly.
iii) তাকে সাহায্য করা হইতেছে।
➸He is being helped.
iv) মোবাইল ফোনটি বিক্রয় করা হইতেছে।
➸The mobile phone is being sold.
v) সংবাদটি এখন পাঠানো হইতেছে।
The message is being sent.
Present perfect tense
Present perfect tense কাকে বলে
কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল
এখনো বিদ্যমান আছে এরূপ বোঝালে তাকে Present perfect tense বলে।
Present perfect tense বাংলায় চিনিবার নিয়ম: বাংলা ক্রিয়া পদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, নি, নাই ইত্যাদি উল্লেখ থাকে।
Present perfect tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে have/has উল্লেখপূর্বক মূল verb টি V3 থাকে
অথবা have been/has been উল্লেখপূর্বক মূল verb টি V3 থাকে।
Present perfect tense structure
Present perfect tense এর গঠন:
1. Subject + have/has
+ V3 + ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) সেলিনা এই মাত্র এখানে আসিয়াছে।
➸Selina has come here
just now.
ii) জান্নাতুল সম্প্রতি একটি ফোন
কিনিয়াছে।
➸Recently Jannatul has
bought a phone.
iii) রাজিব বাড়িটি বিক্রয়
করিয়াছা।
➸Rajib has sold the
building.
iv) মোহনা এইমাত্র ব্যাচে
আসিয়াছে।
➸Mohona has come to batch
just now.
v) ফারজানা ভালভাবে প্রস্ততি নিয়াছে।
➸Farjana has taken a good
preparation.
2. Subject + have/has + been + v3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) নাটকটি ভালভাবে লেখা হইয়াছে।
➸The drama has been
written well.
ii) নূপুরকে সংবাদটি পাঠানো
হইয়াছে।
➸Nupur has been sent the
message.
iii) বইগুলো প্রকাশিত হইয়াছে।
➸The books have been
published.
iv) সংবাদটি পাঠানো হইয়াছে।
➸The message has been
sent.
v) মোবাইল ফোনটি ঢাকা থেকে ক্রয় করা হইয়াছে।
➸The mobile phone has been bought from Dhaka.
Present perfect continuous tense
Present perfect continuous tense কাকে বলে
বর্তমান কালে নির্দিষ্ট সময় ধরে কোন কাজ হইতেছে, ঘটিতেছে
ও চলিতেছে এরূপ বোঝালে তাকে
Present perfect continuous tense বলে।
Present
perfect continuous tense বাংলায় চিনিবার নিয়ম: সময় উল্লেখ পূর্বক বাংলা বাক্যের মধ্যে তেছি, তেছো, তেছেন
ইত্যাদি উল্লেখ থাকে।
Present
perfect continuous tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে have been/has been উল্লেখপূর্বক মূল verb এর সাথে ing যুক্ত থাকে।
Present perfect continuous tense structure
Present
perfect continuous tense এর গঠন:
Subject+ have been/has been
+ verb + ing + for/since + time
NB: নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে For এবং অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে Since বসে।
যেমন:
i) আমি এক ঘন্টা যাবৎ ইংরেজি শিখিতেছি।
➸I have been learning
English for an hour.
ii) সে
দুইদিন যাবৎ কাজটি করিতেছে।
➸He has been doing the
work for two days.
iii) এক সপ্তাহ যাবৎ বৃষ্টি
হইতেছে।
➸It has been raining for
a week.
iv) সকাল থেকে বৃষ্টি হইতেছে।
➸It has been raining
since morning.
v) বিকাল থেকে সে খেলা করিতেছে।
➸He has been playing
since afternoon.
Past tense
Past tense কাকে বলে
অতীত কালে কোন কাজ হয়েছিল বা ঘটেছিল অথবা হইতেছিল বা ঘটিতেছিল অথবা একটি
নির্দিষ্ট সময় ধরে হইতেছিল বা ঘটিতেছিল এরূপ বোঝালে তাকে Past tense তাকে বলে।
যেমন:
1. আমি ইংরেজি শিখেছিলাম।
➸I learnt English.
2. সে আসার পূর্বে আমি ইংরেজি শিখেছিলাম।
➸I had learnt English
before he came
3. আমি ইংরেজি শিখিতেছিলাম।
➸I was learning English.
4. আমি এক ঘন্টা যাবৎ ইংরেজি শিখিতেছিলাম।
➸I had been learning English for an hour.
Past indefinite tense
Past indefinite tense কাকে বলে
অতীত কালে কোন কাজ হয়েছিল বা ঘটেছিল বুঝলে তাকে Past indefinite tense বলে।
Past indefinite tense বাংলায় চিনিবার নিয়ম: বাংলা ক্রিয়া পদের শেষে ল, লো, লেন, লাম, নি, নাই ইত্যাদি উল্লেখ থাকে।
Past indefinite tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে মূল Verb টি V2 থাকে অথবা did + V1 থাকে অথবা was/were + V3 থাকে।
Past indefinite tense structure
Present indefinite tense
এর
গঠন:
❖❖ বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াপদ না থাকলে অথবা ক্রিয়াপদ ছাড়া ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি উল্লেখ থাকলে -----------------
1. Subject + was/were
+ ext.
যেমন:
i) তালহা খুব মেধাবী ছিল।
➸Talha was very
meritorious.
ii) সাইফুল সাহেব খুব বুদ্ধিমান
ছিলেন।
➸Mr. Saiful was very
intelligent.
iii) গতকাল মেয়েটি অসুস্ত ছিল।
➸The girl was ill
yesterday.
iv) পর্ণা জীবনে অসুখী ছিল।
➸Porna was unhappy in
life.
v) অতীতে আমাদের কলেজের ক্যাম্পাস খুব সুন্দর ছিল।
➸The campus of our college was very beautiful in the past.
❖❖ বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া পদ থাকলে ------------
2. Subject. + V2 +ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) রিমা তাকে শাস্তি দিয়েছিল।
➸Rima punished him.
ii) তাপস সময় মত কলেজে এসেছিল।
➸Tapos came to college
timely.
iii) সে ইংরেজিতে ফেল করেছিল।
➸He failed in English.
iv) আমি তাকে সাহায্য করেছিলাম।
➸I helped him.
v) গোপী জীবনে উন্নতি করতে পরিশ্রম করেছিল।
➸Gopi worked hard to prosper
in life.
3. Subject + was/were + V3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) বইটি গত বছর প্রকাশিত
হয়েছিল।
➸The book was published
last year.
ii) শারমিনকে যথেষ্ট শাস্তি
দেওয়া হয়েছিল।
➸ Sharmin was punished
enough.
iii) আমার বইটি গতকাল চুরি
হয়ে্ছিল।
➸My book was stolen
yesterday.
iv) আমি একটি মোবাইল ফোন
কিনেছিলাম।
➸I bought a mobile phone.
v) হালিমা তার বন্ধুর সাথে দেখা করেছিল।
➸Halima met his friend.
Past continuous tense
Past continuous tense কাকে বলে
অতীত কালে কোন কাজ হইতেছিল, ঘটিতেছিল ও চলিতেছিল এরূপ বোঝালে তাকে Past continuous tense বলে।
Past continuous tense বাংলায় চিনিবার নিয়ম: বাংলা ক্রিয়া পদের শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি উল্লেখ থাকে।
Past continuous tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে was/were উল্লেখপূর্বক মূল verb এর সাথে ing যুক্ত থাকে অথবা was being/were being উল্লেখপূর্বক মূল verb টি V3 থাকে।
Past continuous tense structure
Past continuous tense এর গঠন:
1. Subject + was/were + verb + ing + ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) সাইফুল ও সেলিম মাঠে খেলা করিতেছিল।
➸Saiful and Selim were playing in the field.
ii) মুনিয়া ইংরেজী শিখিতেছিল।
➸Muniya was learning English.
iii) মুন্নী কলেজে যাইতেছিল।
➸Munni was going to College.
iv) মাহবিয়া ইংরেজি পড়িতেছিল।
➸Mahbia was reading English.
v) কাজল নদীতে সাতার কাটিতেছিল।
➸Kazol was swimming in the river.
2. Subject + was/were + being + v3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) কাজটি করা হইতেছিল।
➸ The work was being done.
ii) বইটি লেখা হইতেছিল।
➸The book was being written.
iii) তাকে সাহায্য করা হইতেছিল।
➸He was being helped.
iv) মোবাইল ফোনটি বিক্রয় করা হইতেছিল।
➸The mobile phone was being sold.
v) সংবাদটি পাঠানো হইতেছিল।
The message was being sent.
Past perfect tense
Past perfect tense কাকে বলে
পূর্বে বা পরে উল্লেখপূর্বক অতীতকালে দুটি কাজ একসাথে হয়েছিল বা ঘটেছিল বুঝলে তাকে Past perfect tense বলে।
Past perfect tense বাংলায় চিনিবার নিয়ম: বাক্যের মধ্যে পূর্বে বা পরে উল্লেখপূর্বক বাংলা ক্রিয়া পদের শেষে ল, লো, লেন, লাম, নি, নাই ইত্যাদি উল্লেখ থাকে।
Past perfect tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে before/after উল্লেখপূর্বক এক অংশের মূল verb টি had + V3 থাকে এবং অপর অংশেৱ মূল verb টি V2 থাকে। Before/after উল্লেখ না থেকে মূল had + V3 অথবা had been + V3 থাকলেও
Past prefect tense হয়।
পড়তে পারেনঃ
Past perfect tense structure
Past perfect tense এর গঠন:
❖❖
পূর্বে উল্লেখ থাকলে—----
1.Subject + had + V3 +
ext + before + subject + V2 + ext
যেমন:
i) ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল।
➸The patient had died
before the doctor came.
ii) সে আসার আগে আমি কলেজে
পৌছালাম।
➸I had reached college
before he came.
❖❖ পরে উল্লেখ থাকলে—----
2. Subject + V2 +
ext + after + subject + had + V3 + ext
যেমন:
i) ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল।
➸The patient died
after the doctor had come.
ii) সে আসার পরে আমি কলেজে
পৌছালাম।
➸I reached college after
he had come.
❖❖ পূর্বে বা পরে উল্লেখ না থাকলে—----
3.Subject + had + V3 + ext. কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) রোগীটি মারা গেল।
➸The patient had
died.
আমি
কলেজে পৌছালাম।
➸I had reached college.
4. Subject + had been + V3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) গাছটি কেটে ফেলা হল।
➸The tree has been cut
down
ii) তাকে শাস্তি দেওয়া হল।
➸He had been punished.
Past perfect continuous tense
Past perfect continuous tense কাকে বলে
অতীত কালে নির্দিষ্ট সময় ধরে কোন কাজ হইতেছিল, ঘটিতেছিল ও চলিতেছিল এরূপ বোঝালে তাকে Past perfect continuous tense বলে।
Past
perfect continuous tense বাংলায় চিনিবার নিয়ম: অতীত সময় উল্লেখ পূর্বক বাংলা
বাক্যের মধ্যে তেছিল, তেছিলে,
তেছিলেন, তেছিলাম
ইত্যাদি উল্লেখ থাকে।
Past
perfect continuous tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে had been উল্লেখপূর্বক মূল verb এর সাথে ing যুক্ত থাকে।
Past perfect continuous tense structure
Past
perfect continuous tense এর গঠন:
Subject+ had been + verb
+ ing + for/since + time
NB: নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে For এবং অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে Since বসে।
যেমন:
i) আমি এক ঘন্টা যাবৎ ইংরেজি শিখিতেছিলাম।
➸I had been learning
English for an hour.
ii) সে দুইদিন যাবৎ কাজটি
করিতেছিল।
➸He had been doing the
work for two days.
iii) এক সপ্তাহ যাবৎ বৃষ্টি
হইতেছিল।
➸It had been raining for
a week.
iv) সকাল থেকে বৃষ্টি হইতেছিল।
➸It had been raining
since morning.
v) বিকাল থেকে সে খেলা করিতেছিল।
➸He had been playing
since afternoon.
Future tense
Future tense কাকে বলে
ভবিষ্যৎ কালে কোন কাজ হইবে বা ঘটিবে
অথবা হইতে থাকিবে বা ঘটিতে থাকিবে অথবা একটি নির্দিষ্ট সময় ধরে হইতে থাকিবে বা
ঘটিতে থাকিবে এরূপ বোঝালে তাকে
Future tense তাকে
বলে।
যেমন:
1. আমি ইংরেজি শিখব।
➸I will learn
English.
2. সে আসার পূর্বে আমি ইংরেজি শিখব
➸I will have learnt
English before he comes/will come.
3. আমি ইংরেজি শিখিতে থাকিব।
➸I will be learning
English.
4. আমি এক ঘন্টা যাবৎ ইংরেজি শিখিতে থাকিব।
➸I will have been
learning English for an hour.
Future indefinite tense
Future indefinite tense কাকে বলে
ভবিষ্যৎ কালে কোন কাজ হইবে বা ঘটিবে বুঝলে তাকে Future indefinite tense বলে।
Future indefinite tense বাংলায় চিনিবার নিয়ম: বাংলা ক্রিয়া পদের শেষে বে, বো, বা, বেন, ইত্যাদি উল্লেখ থাকে।
Future indefinite tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে shall/will উল্লেখ পূর্বক মূল Verb টি V1 থাকে অথবা
shall be/will be উল্লেখ
পূর্বক মূল Verb টি V3 থাকে।
Future indefinite tense structure
Future indefinite tense এর গঠন:
❖❖ বাক্যের মধ্যে ক্রিয়াপদ না
থাকলে অথবা ক্রিয়াপদ ছাড়া হব,
হবে, হবেন ইত্যাদি উল্লেখ থাকলে--------
1. Subject + shall/will + be +ext.
যেমন:
i) শিল্পী একজন গায়ক হবে।
➸Shilpi will be a
singer.
ii) শম্পা জীবনে সুখী হবে।
➸Shampa will be happy in
life.
iii) ছেলেটি ভবিষ্যতে বুদ্ধিমান
হবে।
➸The boy wii be
intelligent in future.
iv) সাথী এটা শুনে খুশি হবে।
➸Sathi will be happy
to hear/on hearing this.
v) যুদ্ধে আমরা জয়ী হব।
We will be victorious in
the war.
❖❖ বাংলা বাক্যের মধ্যে
ক্রিয়া পদ থাকলে -----------------
2. Subject + shall/will+ V1 + ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) আশিক এবছর পরীক্ষা দিবে।
➸Ashik will sit for the
examination this year.
ii) রত্না ভাল ফলাফল করবে।
➸Ratna will make a good
result.
iii) সে পরীক্ষায় ফেল করবে।
➸He will fail in the
examination.
iv) পূজা শিউলিকে সাহায্য করবে।
➸Puja will help Seuli.
v) আমি তোমাদের ইংরেজি শেখাব।
➸I will teach you
English.
3. Subject + shall be/will be + V1 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) বইটি আগামী বছর প্রকাশিত হবে।
➸The book will be
published next year.
ii) ফাতেমাকে ভালভাবে শেখানে়া
হবে।
➸ Fatema will be taught
well.
iii) হালিমাকে শাস্তি দেওয়া হবে।
➸Halima will be punished.
iv) গাছটি কাটা হবে।
➸The tree will be cut
down.
v) আগামী বছর বইটি প্রকাশিত হবে।
➸The book will be
published next year.
Future continuous tense
Future continuous tense কাকে বলে
ভবিষ্যৎকালে কোন কাজ হইতে থাকিবে, ঘটিতে থাকিবে ও চলিতে থাকিবে এরূপ বোঝালে তাকে Future continuous tense বলে।
Future continuous tense বাংলায় চিনিবার নিয়ম: বাংলা ক্রিয়া পদের শেষে তেথাকিবে, তেথাকিবো, তেথাকিবা, তেথাকিবেন ইত্যাদি উল্লেখ থাকে।
Future continuous tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে shall be/will be উল্লেখপূর্বক মূল verb এর সাথে ing যুক্ত থাকে অথবা shall be being/will be being উল্লেখপূর্বক মূল verb টি V3 থাকে।
Future continuous tense structure
Future continuous tense এর গঠন:
1. Subject + shall be/will be + verb + ing + ext. (কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) সাইফুল ও সেলিম মাঠে খেলা করিতে থাকিবে।
➸Saiful and Selim will be playing in the field.
ii) মুনিয়া ইংরেজী শিখিতে থাকিবে।
➸Muniya will be learning English.
iii) মুন্নী কলেজে যাইতে থাকিবে।
➸Munni will be going to College.
iv) মাহবিয়া ইংরেজি পড়িতে থাকিবে।
➸Mahbia will be reading English.
v) কাজল নদীতে সাতার কাটিতে থাকিবে।
➸Kazol will be swimming in the river.
2. Subject + shall be/will be + being + v3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) কাজটি করা হইতে থাকিবে।
➸ The work will be being done.
ii) বইটি লেখা হইতে থাকিবে।
➸The book will be being written.
iii) তাকে সাহায্য করা হইতে থাকিবে।
➸He will be being helped.
iv) মোবাইল ফোনটি বিক্রয় করা হইতে থাকিবে।
➸The mobile phone will be being sold.
v) সংবাদটি পাঠানো হইতে থাকিবে।
➸The message will be being sent.
Future perfect tense
Future perfect tense কাকে বলে
পূর্বে বা পরে উল্লেখপূর্বক ভবিষ্যৎকালে দুটি কাজ একসাথে হইবে বা ঘটিবে বুঝলে তাকে Future perfect tense বলে।
Future prefect tense বাংলায় চিনিবার নিয়ম: বাক্যের মধ্যে পূর্বে বা পরে উল্লেখপূর্বক বাংলা ক্রিয়া পদের শেষে বে, বো, বা, বেন ইত্যাদি উল্লেখ থাকে।
Future perfect tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে before/after উল্লেখপূর্বক এক অংশের মূল verb টি Shall have/will have + V3 থাকে এবং অপর অংশেৱ মূল verb টি Shall/will + V1 অথবা V1 অথবা
V1 + s/es থাকে। Before/after উল্লেখ না থেকে মূল Shall have/will have + V3 অথবা Shall have been /will have been + V3 থাকলেও Future prefect tense হয়।
Future perfect tense structure
Future perfect tense এর গঠন:
❖❖ পূর্বে উল্লেখ থাকলে—----
1.Subject + shall
have/will have + V3 + ext + before + subject + shall/will + V1 অথবা অথবা
V+ s/es + ext.
যেমন:
i) ডাক্তার আসার আগে রোগীটি মারা যাবে।
➸The patient will have
died before the doctor will come/comes.
ii) সে আসার আগে আমি কলেজে
পৌঁছাব।
➸I will have reached
college before he will come/comes.
❖❖ পরে উল্লেখ থাকলে—----
2. Subject + shall/will
+ V1 অথবা
V+ s/es + ext + after + subject + shall have/will have + V3 + ext.
যেমন:
i) ডাক্তার আসার পরে রোগীটি মারা যাবে।
➸The patient will
die/dies after the doctor will have come.
ii) সে আসার পরে আমি কলেজে
পৌছাব।
➸I will reach/reach
college after he will have come.
❖❖ পূর্বে বা পরে উল্লেখ না থাকলে—----
1.Subject + shall have/will have + V3 + ext. কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) এতক্ষণ রোগীটি মারা যাবে।
➸The patient will have
died by this time.
আমি
১০ মিনিটের মধ্যে কলেজে পৌছাব।
➸I will have reached
college within 10 minutes.
2. Subject + shall have
been/will have been + V3 + ext. (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে)
যেমন:
i) গাছটি কেটে ফেলা হবে
➸The tree will have been
cut down
তাকে শাস্তি দেওয়া হবে
➸He will have been punished.
Future perfect continuous tense
Future perfect continuous tense কাকে বলে
ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ হইতে থাকিবে, ঘটিতে
থাকিবে ও চলিতে থাকিবে এরূপ বোঝালে তাকে Future perfect continuous tense বলে।
Future
perfect continuous tense বাংলায় চিনিবার নিয়ম: ভবিষ্যৎ সময় উল্লেখ পূর্বক বাংলা বাক্যের শেষে
তেথাকিবে, তেথাকিবো, তেথাকিবা, তেথাকিবেন
ইত্যাদি উল্লেখ থাকে।
Future
perfect continuous tense ইংরেজিতে চিনিবার নিয়ম: Sentence এর মধ্যে shall have been/will have been উল্লেখপূর্বক মূল verb এর সাথে ing যুক্ত থাকে।
Future perfect continuous tense structure
Future
perfect continuous tense এর গঠন: Subject+ shall have
been/will been + verb + ing + for/since + time
NB: নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে for এবং অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে since বসে।
যেমন:
i) আমি এক ঘন্টা যাবৎ ইংরেজি শিখিতে থাকিবো।
➸I will have been
learning English for an hour.
ii) সে দুইদিন যাবৎ কাজটি করিতে থাকিবে।
➸He will have been doing
the work for two days.
iii) এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হইতে
থাকিবে।
➸It will have been
raining for a week.
iv) সকাল থেকে বৃষ্টি হইতে
থাকিবে।
➸It will have been
raining since morning.
v) বিকাল থেকে সে খেলা করিতে থাকিবে।
➸He will have been
playing since afternoon.
পরিশেষে বলা যায় যে যদি কোন ছাত্র-ছাত্রী আমার লেখা Tense কাকে বলে | Tense Bangla to English আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে তাহলে সে নিশ্চিত বাংলায় ও ইংরেজিতে Tense সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারবে। আর Tense সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারলে ইংরেজি যেকোন গ্রামাটিক্যাল টপিক তার কাছে সহজ হয়ে যাবে। সুতরাং ইংরেজির ফাউন্ডেশন মজবুত করতে আমার এই আর্টিকেলটি বার বার পড়তে হবে। একসময় You must be expert in English.
রিলেটেড পোস্টসঃ
একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।