Type Here to Get Search Results !

নির্ভূলভাবে Surah Mulk Bangla জানতে আমাকে ক্লিক করুন

 

সুরা মুলক বাংলা উচ্চারণ,সুরা মুলক এর ফজিলত, Surah mulk bangla, সুরা মুলক, surah mulk, sura mulk, surah mulk bangla uccharon

মৃত্যুর পর মানুষের প্রথম আশ্রয়স্হল হল কবর। যে ভাল আমল করবে না তাকে নিশ্চিত কবরের আযাব ভোগ করতে হবে। কেউ কবরের আযাব থেকে রেহাই পাবে না। তবে হ‍্যা, কবরের আযাব থেকে রেহাই পাওয়ার একটাই পথ আছে। আর তা হল নিয়মিত প্রতিদিন রাতে সুরা মুলক তেলাওয়াত করা। সুরা মুলকই কবরের আযাব রক্ষাকারী একমাত্র সুরা বা ঢাল যা আল্লাহ রব্বুল আলামীন তার প্রিয় বান্দাদের কবরের আযাব থেকে বাচানোর পবিত্র কোরআন শরীফে যুক্ত করেছেন। অনেকে আরবি না জানার কারণে সুরা মুলক আমল করতে পারে না। তাই এই আর্টিকেলে আমি ঐ সব আরবি না জানা ব‍্যক্তিদের জন্য Surah Mulk Bangla | সুরা মুলক বাংলা উচ্চারণফজিলত আপনার সামনে তুলে ধরব। আপনি নির্ভুলভাবে সুরা মুলক বাংলা উচ্চারণ শিখতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে পারেন।

সুরা মুলক
Surah Mulk

পবিত্র কোরআনের ১১৪ টি সুরার মধ্যে সুরা মুলক ৬৭ তম সুরা। এই সুরার আয়াত সংখ্যা হল ৩০ । সূরা মূলক এর আভিধানিক অর্থ হল রাজত্ব, কর্তৃত্ব ও ক্ষমতা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) বলেছেন যে সুরা মুলক কবরের আজাবের ঢালস্বরূপ। এটি পবিত্র কোরআনের একটি বিরাট ফজিলতপূর্ণ সূরা। নিয়মিত এই সুরার আমলকারিকে আল্লাহ রব্বুল আলামীন কবরে আযাব মাফ করে দিবেন। এছাড়া আল্লাহ রব্বুল আলামীন এই সুরার আমলকারিকে মাফ না করা পর্যন্ত সূরা মুলক আল্লাহর নিকট সুপারিশ ক‍রতে থাকবেন। এত ফজিলতপূর্ণ সুরা আমাদের প্রত‍্যেকের আমল করা উচিত। তাই আপনি যদি কবরের আযাব থেকে বাচতে চান তাহলে আরবি পড়তে না জানলেও আমার এই আর্টিকেল থেকে Surah Mulk Bangla মুখস্ত করুন এবং নিয়মিত সুরা মুলক আমল করুন।

সুরা মুলক বাংলা উচ্চারণ
Surah Mulk Bangla

১ম আয়াত: তাবা-রকাল্লাজী বিইয়াদিহিল মূলকু অহুওয়া আলাকুল্লি শাইয়িন ক্বদীর।

২য় আয়াত: আল্লাজী খলাক্বল মাওতা অল হা-ইয়া-তা লিইয়াব লুয়াকুম আই-য়‍্যুকুম আহসানু আমালা, অহুওয়াল আযীযুল গফুর।

৩য় আয়াত: আল্লাজী খলাক্ব সাবআ সামওয়াতিন তিবাক্ব, মা-তারঅ-ফী খলকির রহমানি মিন তাফাওয়ুত, ফারজ্বিঈল বাছোয়ারঅ হাল তারঅ-মিন ফুতুর।

৪র্থ আয়াত: ছুম্মার জ্বিঈল বাছোয়ারঅ কাররতাইনি ইয়ান ক্বলিব ইলাইকাল বাছোয়ারু খ-সিয়াও অহুওয়া হাসীর।

৫ম আয়াত: অলাক্বদ ঝাইয়‍্যান্নাস সামা-আদ দুনইয়া বিমাছয়াবীহা অজ্বা-আলনাহা রুজুমাল লিশ শাইয়াত্বীন, ওয়া আতাদনা লাহুম আজাবাস সাঈর।

৬ষ্ঠ আয়াত: অলিল্লাজীনা কাফারু বিরব্বিহিম আজা-বু জ্বাহান্নাম, অবি " সাল মাছীর।

৭ম আয়াত: ইজা-উলকুফীহা-সামি' উ-লাহা-শাহীক্বও অহিয়া তাফুর।

৮ম আয়াত: তাকা-দু তামাইয়‍্যাযু মিনাল গইজ্ব, কুল্লামা-উলক্বিয়া ফীহা- ফাওজুন সায়ালাহুম খযানাতুহা-আলাম ইয়াতিকুম নাজীর।

৯ম আয়াত: ক্বলুবালা-ক্বদজ্বা-য়ানা নাজীরুন ফাকাজ জাবনা অক্বুলনা-মা নাযযালাল্লা-হু মিন শাইয়ি, ইন আংতুম ইল্লা-ফী-দ্বোয়ালালিন কাবীর।

১০ম আয়াত: অক্বলু লাও কুন্না নাছমা'উ আও না'ক্বিলুমা-কুন্না ফি-আছহা-বিস সা'ঈর।

১১ তম আয়াত: ফা'তারাফু বিজামবিহিম ফা-সুহক্বল্লি আছহা-বিস সা'ঈর।

১২ তম আয়াত: ইন্নাল্লাজীনা ইয়াখশাওনা রব্বাহুম বিলগইবি লাহুম মাগফিরতুও-ওয়া আজ্বরুন কাবীর।

১৩তম আয়াত: ওয়া আছিররু-ক্বওলাকুম আওয়িজ্বহারু বিহ; ইন্নাহু আলিমুম বিজা-তিছ ছুদুর।

১৪তম আয়াত: আলা-ইয়া'লামু মান খলাক্ব অহুওয়াল লাত্বীফুল খবীর।

১৫তম আয়াত: হুওয়াল্লাজী জ্বা-আলা লাকুমুল আরদ্ব জালুলাং ফামশু ফীমানা-কিবিহা অকুলুমির রিযক্বিহ; অইলাইহিন নুশূর।

১৬তম আয়াত:. আ আমিনতুম মান ফিস সামা- য়ি আইয়্যাখসিফা বিকুমুল আরদ্বোয়া ফা ইযা-হিয়া তামুর।

১৭তম আয়াত: আম আমিনতুম মান ফিস সামা-য়ি আই ইয়ুরসিলা আলাইকুম হাছিবা, ফাসাতা'লামূনা কাইফা নাযীর।

১৮তম আয়াত: অলাক্বদ কাজ্জাবাল্লাজীনা মিন ক্ববলিহিম ফাকাইফা কা-না নাকীর।

১৯তম আয়াত: আওয়ালাম ইয়ারও ইলাত্ব- ত্বইরি ফাওক্বহুম ছোয়া-ফ ফাতিও অইয়াক বিদন,  মা-ইয়মসিকুহুন্না ইল্লার রহমান; ইন্নাহু বিকুল্লি শাইয়িম বাছীর।

২০তম আয়াত: আম্মান হা-জাল্লাজী হুওয়া জুনদুল্লাকুম ইয়ানছুরু-কুম মিন দুনির রহমান; ইনিল কা-ফিরুনা ইল্লাফি গুরুর।

২১তম আয়াত: আম্মান হা-জাল্লাজী ইয়ায়যুকুকুম ইন আমসাকা রিযকাহ, বাল লাজ্বাজুফী উতুবিও অনুফুর।

২২তম আয়াত: আফামাই ইয়ামশী মুকিব্বান আলা-ওয়াজ্বহিহী-আহদা-আম্মাই ইয়ামশী সাওবিয়‍্যান আলা-ছিরওত্বিম মুসতাক্বীম।

২৩তম আয়াত: কুলহুওয়াল্লাজী- আন শায়াকুম অজা আলা লাকুমুস সাম'আ অল আবছোয়ারা অল আফয়িদাতা; ক্বলীলাম মা- তাশকুরুন।

২৪তম আয়াত: কুলহুওয়াল্লাজী জারআ-কুম ফিল আরদ্বি অ-ইলাহী তুহশারুন।

২৫তম আয়াত: অ ইয়াকুলুনা মাতা- হা-জাল ওয়া'দু ইন কুনতুম ছোয়া- দিক্বীন।

২৬তম আয়াত: কুল ইন্নামাল ই'লমু ই'ন্দাল্লাহী ওয়া ইন্নামা- আনা নাজিরুম মুবীন।

২৭তম আয়াত: ফালাম্মা রআওহু যুলফাতান সী-য়াত উজুহুল্লাজীনা কাফারু অক্বীলা হা-জাল্লাজী কুনতুম বিহী তাদ্দা,উন।

২৮তম আয়াত: কুলআরঅআইতুম ইন আহলাকানিয়াল্লাহু অমাম মা'ইয়া আও রহিমানা- ফামাই ইউজ্বীরুল কা-ফিরীনা মিন আজা- বিন আলীম।

২৯তম আয়াত: কুল হুওয়ার রহমা-নু আ-মান্না বিহি অআলাইহি তাওয়াক্কালনা, -ফাসা তা'লামুনা মানহুয়া ফী দ্দোয়ালালিম মুবীন।

৩০তম আয়াত: কুল আরঅআইতুম ইন আছবাহা মা'য়ুকুম গওরং ফামাই ইয়া'তিকুম বিমায়িম মা'ঈন।

সূরা মূলক এর ফজিলত

সুরা মুলক সুরাটি কবরের আযাব রক্ষা করবে। কোরআন ও হাদিসে কবরে কঠিন আজাবের কথা বর্ণনা করা হয়েছে। আর এই আযাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হল রাতের শয়নকালে নিয়মিত সুরা মুলক তেলাওয়াত করা। শুধু এই নয়, কিয়ামতের কঠিন দিনে সুরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করে তার পাঠকারীকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবে। আসুন এখন হাদিসের আলোকে সূরা মূলক এর ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক।

১। রাসুল (সা:) বলেছেন, "যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে।" (তিরমিজি শৱীফ)

২। হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, রাসুল সা: বলেছেন,"কোরআন মাজিদে ৩০ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার পাঠকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আর সেই সূরাটি হল সুরা মুলক।"(তিরমিজি শরীফ)

৩। হযরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণিত, রাসূল সা: বলেছেন,"তোমরা সূরা মূলক শিখে নাও এবং নিজের স্ত্রী সন্তানদেরকেও শেখাও। এটা কবরের আযাব থেকে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে এই সূরা পাঠ কারীর পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে।"

৪।  অন্য এক হাদীসে রাসূল সা: বলেছেন,"আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয়ে যেন সূরা মূলক মুখস্ত থাকে।"

৫। ৪১ বার সুরা মুলক তেলাওয়াত করলে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়।

আলোচনার শেষ প্রান্তে বলা যায় যে প্রত্যেক মুসলমানের Surah Mulk Bangla | সুরা মুলক বাংলা উচ্চারণফজিলত জানা ও আমল করা উচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: রাতে সুরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না। আমরা সবাই তারই উম্মত। সুতরাং আমাদের সকলের প্রিয় নবীর আদর্শ অনুসরণ করে সুরা মুলক তেলাওয়াত এর মাধ্যমে কবরের কঠিন আযাব থেকে রক্ষা পাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সুরা মুলক আমল করার তৌফিক দান করুন, আমিন।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad