Transformation of sentences
Simple complex compound
Transformation of sentences এর চারটি গ্রুপের মধ্যে Simple complex compound একটু জটিল। প্রকৃতপক্ষে, জটিল না কিন্তু নিয়ম অনেক। তাই মনে রাখা একটু জটিল। যদি কেউ Transformation of sentences: Simple complex compound এর সব নিয়ম গুলো ভালো মত পড়ে এবং নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করে তাহলে সে Transformation of sentences এর Simple complex compound সহজে পরিবর্তন করতে পারবে এবং যেকোনো পরীক্ষায় সে এই বিষয়ে ভালো করতে পারবে। আপনার সুবিধার জন্য Transformation of sentences এর Simple complex compound এর পরিবর্তনের নিয়ম গুলো এখানে তুলে ধরা হলো।
Simple complex compound rules
Complex to Simple
Note
- 1: Since/as/when যুক্ত Complex Sentence এর দুটি sentence এর Subject এক হলে এবং উভয় Sentence এ মুল verb থাকলে simple করার নিয়ম:
i) Since/as/when বাদ যায়।
ii) প্রথম sentence এর subject উঠে যায়।
iii) প্রথম sentence এর মুল verb এর Present form এর সাথে ing যোগ করে কমা পর্যন্ত বসে।
iv) দ্বিতীয় sentence এর subject উঠে যায় এবং উক্ত স্হানে প্রথম sentence এর subject বসে।
v) বাকি অংশ বসে।
যেমন:
i) When the thief saw the police,
he went away.
Ans: Seeing the police, the
thief went away.
ii) Since the student
worked hard, he made a good result.
Ans: Working hard, the
student made a good result.
Note
- 2 : Since/As when যুক্ত complex
sentence এর দুটি sentence এর subject ভিন্ন হলে এবং প্রথম sentence এ auxiliary verb কে মুল verb হিসাবে দেখানো হলে Simple করার নিয়ম :
i) Since/As/When বাদ যায়।
ii) প্রথম Sentence এর Subject বসে।
iii) প্রথম sentence এর মুল verb এর Present form এর সাথে ing যোগ করে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসে।
যেমন:
i) As the water is very
salty, we cannot drink it.
Ans:: The water being very
salty, we cannot drink it.
ii) When the meeting was
over, they came back home.
Ans: The meeting being
over, they came back home.
Note
- 3: Since/as যুক্ত complex sentence এর দুটি sentence এর subject এক হলে এবং প্রথম sentence এ auxiliary verb কে মুল
verb হিসাবে
দেখানো হলে অথবা প্রথম Sentence দ্বারা "কারণ" বোঝালে simple করার
নিয়ম:
i) Since /as বাদ যায়।
ii) প্রথম sentence এর subject বাদ যায়।
iii) Because of বসে।
iv) প্রথম sentence এর subject কে pronoun করে তার possessive form বসে।
v) প্রথম sentence এর মুল verb সাথে ing যোগ করে কমা পর্যন্ত বসে।
vi) দ্বিতীয় sentence এর subject উঠে যায় এবং উক্ত স্হানে প্রথম sentence এর subject বসে।
vii) বাকি অংশ বসে।
N.B: Since/as দুটি sentence মাঝে থাকলে এ ক্ষেত্রে প্রথম sentence টি অপরিবর্তনীয় অবস্হায় বসে।
যেমন:
i) Since Puspitai was
meritorious, she made a good result.
Ans: Because of her being
meritorious, Puspitai made a good result.
ii) As the man has a lot of
wealth, he can lead a happy life.
Ans: Because of his having
a lot of wealth, the man can lead a happy life.
Note
- 4: Though/Although যুক্ত Complex sentence কে simple করার নিয়ম:
i) Though/although বাদ যায়।
ii) প্রথম sentence এর subject বাদ যায়।
iii) In spite of বসে।
iv) প্রথম sentence এর subject কে pronoun করে তার possessive form বসে।
v) প্রথম sentence এর মুল verb সাথে ing যোগ করে কমা পর্যন্ত বসে।
vi) দ্বিতীয় sentence এর subject উঠে যায় এবং উক্ত স্হানে প্রথম sentence এর subject বসে।
vii) বাকি অংশ বসে।
N.B: Though/although দুটি sentence মাঝে থাকলে এ ক্ষেত্রে প্রথম sentence টি অপরিবর্তনীয় অবস্হায় বসে।
যেমন:
i) Though the student
worked hard, he failed in the examination.
Ans: In spite of his
working hard, the student failed in the examination.
ii) Although Samsuddin has
vast wealth, he wants more.
Ans: In spite of his having
vast wealth, Samsuddin wants more.
Note
- 5: If যুক্ত complex sentence টি হ্যা বোধক হলে Simple করার
নিয়ম:
i) If ও subject বাদ যায়।
ii) By বসে।
iii) প্রথম sentence এর মুল verb এর সাথে ing যোগ করে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্হায় বসে।
যেমন:
i) If you work hard, you
can prosper in life.
Ans: By working hard, you
can prosper in life.
ii) If you read more, you
will make a good result.
Ans: By reading more, you
will make a good result.
Rules of transformation of sentences
Note
- 6: If যুক্ত complex sentence টি না বোধক হলে Simple করার নিয়ম:
i) If ও subject বাদ যায়।
ii) Auxiliary verb ও not বাদ যায়।
iii) Without বসে।
iv) প্রথম sentence এর মুল verb এর সাথে ing যোগ করে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্হায় বসে।
যেমন:
i) If you do not run fast,
you will not catch the bus.
Ans: Without running fast,
you will not catch the bus.
ii) If you do not help me,
I will not help you.
Ans: without helping me, I
will not help you.
Note
- 7: So that যুক্ত complex sentence কে simple করার নিয়ম:
i) প্রথম sentence টি অপরিবর্তনীয় অবস্হায় বসে।
ii) So that বাদ যায় এবং to বসে।
iii) দ্বিতীয় sentence এর মুল verb এর পূর্ব পর্যন্ত বাদ যায়।
iv) বাকি অংশ অপরিবর্তনীয় অবস্হায় বসে।
যেমন:
i) Mehedi reads more so that he
can make a good result.
Ans: Mehedi reads more to make a
good result.
ii) Pritom worked hard so
that he could pass in the examination.
Ans: Pritom worked hard to
pass in the examination.
Note
- 8: So ........ that যুক্ত complex sentence কে simple করার নিয়ম:
i) প্রথম sentence এর Subject ও verb বসে।
ii) So বাদ যায় এবং too বসে।
iii) that বাদ যায় এবং প্রথম sentence এর পূর্ব পর্যন্ত বসে।
iv) to বসে।
v) দ্বিতীয় sentence এর মুল verb এর পূর্ব পর্যন্ত বাদ যায়।
vi) মুল verb থেকে বাকি অংশ অপরিবর্তনীয় অবস্হায় বসে।
যেমন:
a) Abdullah is so weak that
he cannot walk.
Ans: Abdullah is too weak
to walk.
b) Protap is so foolish
that he cannot understand a simple matter.
b) Protap is too foolish to
understand a simple matter.
Note
- 9: Relative pronoun (who, which ও that) যুক্ত complex sentence কে simple করার নিয়ম:
i) Relative pronoun এর পূর্ব পর্যন্ত বসে।
ii) Relative pronoun বাদ যায়।
iii) তারপরে কোন সাহায্যকারী verb থাকলে তাও বাদ যায়।
iv) মুল verb এর সাথে ing যোগ করে বাকি অংশ বসে।
যেমন:
a) The student who works
hard can make a good result.
Ans: The student working
hard can make a good result.
b) I lived in a cabin which
belonged to the orphanage.
Ans: I lived in a cabin
belonging to the orphanage.
Note
- 10: When
যুক্ত complex sentence ঢিতে when এর পরবর্তী sentence টি দ্বারা সময় নির্দেশ করলে simple করার নিয়ম
i) When বাদ
যায়৷
ii) পরবর্তী subject ও verb বাদ যায়৷
iii) At/in /at the age of/at the time of বসে।
iv) বাকি অংশ বসে।
N.B: ছোট সময় বোঝালে at বড় সময় বোঝালে in , ঋতু বোঝালে in , বয়স বোঝালে at the age of এবং চলমান কাজ বোঝালে at the time of +verb+ing বসে।
যেমন:
a) When it was night, I
dreamt a bad dream.
Ans: At night, I dreamt a
bad dream.
b) When he was twenty, he
went to America.
Ans: At the age of twenty,
he went to America.
Simple to Complex
Note
- 1: কোন Simple sentence এর
প্রথমে মুল verb এর
সাথে ing যোগ
করা থাকলে complex করার
নিয়ম:
i) Since/As/When বসে।
ii) কমাৱ পরবর্তী subject টি বসে।
iii) প্রথম verb হতে ing উঠে যায় এবং দ্বিতীয় verb টি যে রূপে থাকে প্রথম verb সেই রূপে বসে।
iv) কমা পর্যন্ত বসে।
v) দ্বিতীয় sentence এর subject এর pronoun form বসে।
vi) বাকি অংশ বসে।
যেমন:
a) Going to college, Ashik
met his friend.
Ans: When Ashik went to
college, he met his friend.
b) Taking the bag, Talha
went away.
Ans: Since Talha took the
bag, he went away.
Note
- 2: কোন Simple sentence এর প্রথমে because of থাকলে complex করার নিয়ম:
i) Since/As বসে।
ii) Because of + Possessive case বাদ যায়।
iii) কমার পরবর্তী subject টি বসে।
iv) প্রথম verb হতে ing উঠে যায় এবং দ্বিতীয় verb টি যে রূপে থাকে প্রথম verb টি সেই রূপে বসে।
v) কমা পর্যন্ত বসে।
vi) কমার পরবর্তী subject এর Pronoun form হয়।
vii) বাকি অংশ বসে।
যেমন:
a) Because of his being
ill, Sumon did not go to college.
Ans: Since Sumon was ill,
he did not go to college.
b) Because of her having a
good qualification, Pritha got the job.
Ans: As Pritha had a good
qualification, she got the job.
Note
- 3: কোন simple sentence এর প্রথমে In spite of থাকলে complex করার নিয়ম:
i) Though/although বসে।
ii) In spite of + Possessive case বাদ যায়।
iii) কমার পরবর্তী subject টি বসে।
iv) প্রথম verb হতে উঠে যায় এবং দ্বিতীয় verb টি যে রূপে থাকে প্রথম verb টি সেই রূপে বসে।
v) কমা পর্যন্ত বসে।
vi) কমার পরবর্তী subject এর pronoun form বসে।
vii) বাকি অৎশ বসে।
যেমন:
a) In spite of his working
hard, Imran could not prosper in life.
Ans: Though Imran worked
hard, he could not prosper in life.
b) In spite of her being
ill, Suraiya came to college.
Ans: Although Suraiya was
ill, she came to college.
Note
- 4 : Too...............to যুক্ত Simple কে Complex করার
নিয়ম:
i) Too এর পূর্ব পর্যন্ত বসে।
ii) Too বাদ যায় এবং so বসে।
iii) To বাদ যায় এবং পূর্ব পর্যন্ত বসে।
iv) that বসে।
v) প্রথম Subject এর pronoun form বসে।
vi) cannot/could not বসে।
vii) বাকি অৎশ বসে।
N.B: Subject এর পরে মুল verb টি present হলে can হয় আর past হলে could হয়।
যেমন:
a) Akash is too weak to
walk.
Ans: Akash is so weak that
he cannot walk.
b) Surjo was too honest to
take bribe.
Ans: Surjo was so honest
that he could not take bribe
Note
- 5: কোন Simple sentence এর মধ্যে to + v1 থাকলে complex করার নিয়ম:
i) To এর পূর্ব পর্যন্ত বসে।
ii) To বাদ যায় এবং so that বসে।
iii) প্রথম subject এর pronoun form বসে।
iv) can / may অথবা could / mightবসে।
v) বাকি অংশ বসে।
N.B: Subject এর পরে মুল verb টি present হলে can / may হয় আর past হলে could / might হয়।
যেমন:
a) We eat to live.
Ans: We eat so that we may
live.
b) Mahbia came here to
learn English.
Ans: Mahbia came here so
that she could learn English.
পড়তে পারেনঃ
Transformation of sentences rules
Note
- 6 : By + gerund দ্বারা
শুরু simple sentence কে complex করার নিয়ম:
i) By বাদ যায়।
ii) মুল verb হতে ing বাদ যায়।
iii) If বসে।
iv) কমার পরবর্তী subject টি বসে।
iv) বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসে।
যেমন:
a) By reading more, you
will know more.
Ans: If you read more, you
will know more.
b) By learning English, you
can get the job.
Ans: If you learn English,
you can get the job.
Note
- 7: Without + Gerund দ্বারা
শুরু simple sentence কে complex করার নিয়ম:
i) Without বাদ যায়।
ii) মূল verb হতে ing বাদ যায়।
iii) If বসে।
iv) কমার পরবর্তী subject টি বসে।
v) do not/ does not বসে।
vi) বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসে।
যেমন:
a) Without running fast,
you will miss the bus.
Ans: If you do not run
fast, you will miss the bus.
b) Without working hard,
you cannot prosper in life.
Ans: If you do not work
hard, you cannot prosper in life.
Note
- 8: কোন simple sentence এর দুটি subject ভিন্ন হলে complex করার নিয়ম:
i) Since/as/when বসে।
ii) প্রথম subject টি বসে।
iii) প্রথম verb হতে ing উঠে যায় এবং দ্বিতীয় verb টি যে রূপে থাকে প্রথম verb টি সেই রূপে বসে।
iv) বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসে।
যেমন:
a) The weather being very
cold, we could not go out.
Ans: Since the weather was
very cold, we could not go out.
b) The sun having set, we
reached home.
Ans: When the sun had set,
we reached home.
Note - 9: কোন simple sentence subject + verb + object + Present participle এই structure এ থাকলে complex করার নিময়:
i) Sub + verb + object বসে।
ii) Who/which/that বসে।
iii) Auxiliary verb/verb বসে।
iv) বাকি অৎশ বসে।
যেমন;
a) I saw a bird flying.
Ans: I saw a bird which was
flying.
b) I saw the girl dancing.
Ans: I saw the girl who was
dancing.
Note
- 10 : কোন simple sentence subject + verb + a/an + adjective + noun এই Structure এ থাকলে complex করার নিয়ম:
i) Sub + verb + a/an + noun বসে।
ii) Who/which/that বসে।
iii) Auxiliary verb/verb বসে।
iv) বাকি অংশ বসে।
যেমন:
a) I saw a blind man.
Ans: I saw a man who was
blind.
b) I bought a very nice
phone.
Ans: I bought a phone which
was very nice.
Note - 11: কোন simple sentence subject + verb + compliment এই structure এই থাকলে অথবা object টি subject অনুযায়ী হলে complex করার নিয়ম:
i) It is বসে।
ii) Subject টি বসে।
iii) Who/which/that বসে।
iv) Auxiliary verb বসে।
v) বাকি অংশ বসে।
যেমন:
a) Knowledge is power.
Ans: It is knowledge which
is power.
b) Health is wealth.
Ans: It is health which is wealth.
Compound to Simple
Note
- 1: And যুক্ত compound sentence
এর দুটি sentence এর subject এক হলে এবং উভয় sentence এ মুূল verb থাকলে অথবা and এর পরে subject না
থাকলে simple করার
নিয়ম:
i) প্রথম sentence এর subject বাদ যায় ৷
ii) প্রথম sentence এর মূল verb এর Present form এর সাথে ing যোগ করে and এর পূর্ব পর্যন্ত বসে।
iii) and উঠে কমা বসে।
iv) প্রথম sentence এর subject টি বসে।
v) বাকি অংশ বসে।
যেমন:
a) Afroza came to college
and met her friend.
Ans: Coming to college,
Afroza met her friend.
b) Sumi completed the
course and got the job.
Ans: Completing the course,
Sumi got the job.
Note
- 2: And যুক্ত compound sentence
এর দুটি sentence এর Subject ভিন্ন হলে simple করার নিয়ম:
i) প্রথম sentence এর subject বসে।
ii) প্রথম sentence এর মুল verb এর সাথে ing যোগ করতে হয় ৷
iii) And এর পূর্ব পর্যন্ত বসে।
iv) And উঠে কমা বসে।
v) দ্বিতীয়
sentence টি
অপরিবর্তনীয় অবস্থায় বসে ৷
যেমন:
a) The tea was very hot and
we could not drink it.
Ans: The tea being very
hot, we could not drink it.
b) The sun had set and we
went home.
Ans: The sun having set, we went home.
Note
- 3: And যুক্ত compound sentence
এর দুটি sentence এর subject এক হলে এবং প্রথম sentence টিতে সাহায্যকারী verb কে মূল verb হিসাবে দেখানো হলে অথবা প্রথম sentence টি দ্বারা "কারণ" বুঝালে simple করার
নিয়ম:
i) Because of বসে।
ii) প্রথম sentence এর subject কে pronoun করে তার possessive form বসে।
iii) প্রথম verb এর সাথে ing যোগ করে and এর পূর্ব পর্যন্ত বসে।
iv) And উঠে কমা বসে।
v) দ্বিতীয় sentence এর subject টি বাদ যায় এবং উক্ত স্থানে প্রথম sentence এর subject টি বসে।
vi) বাকি অংশ বসে।
যেমন:
a) Mizan was weak and he
could not walk at all.
Ans: Because of his being
weak, Mizan could not walk at all.
b) Imran has much money and
he can buy a car.
Ans: Because of his having
much money, Imran can buy a car.
Note
- 4 : And যুক্ত Compound
sentence এর প্রথম sentence এর Subject না থাকলে Simple করার নিয়ম:
i) By বসে।
ii) প্রথম sentence এর মূল verb এর সাথে ing যোগ করে and এর পূর্ব পর্যন্ত বসে।
iii) And উঠে কমা বসে।
iv) বাকি অংশ বসে।
যেমন:
a) Read more and you will
know more.
Ans: By reading more, you
will know more.
b) Work hard and you will
prosper in life.
b) By working hard, you
will prosper in life.
Note
- 5: Or যুক্ত compound sentence
কে simple করার নিয়ম:
i) Without বসে।
ii) প্রথম sentence এর মূল verb এর সাথে ing যোগ করে or এর পূর্ব পর্যন্ত বসে।
iii) or উঠে
কমা বসে ৷
iv) বাকি অংশ বসে।
যেমন:
a) Run fast or you will
miss the bus.
Ans: Without running fast,
you will miss the bus.
b) Finish the work or you
will not get money.
Ans: Without finishing the
work, you will not get money.
Note
- 6: But যুক্ত compound Sentence
কে Simple করার নিয়ম:
i) In Spite of বসে।
ii) প্রথম sentence এর subject কে pronoun করে তার possessive form বসে।
iii) প্রথম verb এর সাথে ing যোগ করে but এর পূর্ব পর্যন্ত বসে।
iv) But উঠে কমা বসে।
v) দ্বিতীয় sentence এর subject টি উঠে যায় এবং উক্ত স্থানে প্রথম sentence এর subject টি বসে।
vi) বাকি অংশ বসে।
যেমন:
a) Mita is very intelligent
but she did not get the job.
Ans: In spite of her being
very intelligent, Mita did not get the job.
b) Sagorica ran fast but
she did not catch the train.
Ans: In spite of her
running fast, Sagorica did not catch the train.
Simple to Compound
Note
- 1 : কোন Simple sentence এর প্রথমে মূল verb এর সাথে ing যোগ করা থাকলে compound করার নিয়ম:
i) কমার পরবর্তী subject টি বসে।
ii) প্রথম verb হতে ing উঠে যায় এবং দ্বিতীয় verb টি যে রূপে থাকে প্রথম verb টি সেই রূপে বসে।
iii) কমা পর্যন্ত বসে।
iv) কমা উঠে and বসে।
v) কমাৱ পরবর্তী subject টি বাদ যায় এবং বাকি অংশ বসে।
যেমন:
a) Closing the door, the
man went back to work.
Ans: The man closed the
door and went back to work.
b) Working hard, Farjana
made a good result.
Ans: Farjana worked hard
and made a good result.
Note
- 2 : কোন Simple Sentence এর দুটি Subject ভিন্ন হলে compound করার নিয়ম:
i) প্রথম subject টি বসে।
ii) প্রথম verb হতে ing উঠে যায় এবং দ্বিতীয় verb টি যে রূপে থাকে প্রথম verb টি যেই রূপে বসে ৷
iii) কমার পূর্ব পর্যন্ত বসে।
iv) কমা উঠে and বসে।
v) বাকি অংশ বসে।
যেমন:
a) The milk being very hot,
we could not drink it.
Ans: The milk was very hot
and we could not drink it.
b) The weather being very
rough, we could not go out.
Ans: The weather was very
rough and we could not go out.
Note
- 3: কোন Simple sentence এর প্রথমে because of থাকলে compound করার নিয়ম:
i) কমার পরবর্তী Subject টি বসে।
ii) Because of + possessive case বাদ যায়।
iii) প্রথম verb হতে ing উঠে যায় এবং দ্বিতীয় verb টি যে রূপে থাকে প্রথম verb টি সেই রূপে বসে।
iv) কমার পূর্ব পর্যন্ত বসে।
v) কমা উঠে and বসে।
vi) কমার পরবর্তী subject এর Pronoun form বসে।
vii) বাকি অংশ বসে।
যেমন:
a) Because of her being intelligent,
Kashpia made a good result.
Ans: Kashpia was
intelligent and she made a good result.
b) Because of his having
much money. Kazol leads a happy life.
Ans: Kazol has much money
and he leads a happy life.
Note
- 4: কোন Simple sentence এর প্রথমে By + gerund থাকলে compound করা নিয়ম:
i) By বাদ যায়।
ii) মূল verb হতে ing বাদ যায় এবং কমার পূর্ব পর্যন্ত বসে।
iii) কমা উঠে and বসে।
iv) বাকি অংশ বসে।
a) By walking fast, you can
catch the bus.
Ans: Walk fast and you can
catch the bus.
b) By learning Enghsh, you
can get a good job.
Ans: Learn English and you
can get a good job.
Note
- 5: Too...............to যুক্ত simple
sentence কে compound করার
নিয়ম:
i) Subject ও verb বসে।
ii) too বাদ যায় এবং very বসে।
iii) to বাদ যায় এবং পূর্ব পর্যন্ত বসে।
iv) and বসে।
v) প্রথম Subject এর Pronoun form বসে।
vi) cannot / could not বসে।
vii) বাকি অৎশ বসে।
যেমন:
a) Smriti is too weak to walk.
Ans: Smriti is very weak and she cannot walk.
b) Mr. Kadir was too honest
to take bribe.
Ans: Mr. Kadir was very
honest and he could not take bribe.
Note
- 6: কোন Simple sentence এর প্রথমে Without + gerund থাকলে compound করার নিয়ম:
i) Without বাদ যায়।
ii) প্রথম verb হতে ing বাদ যায় এবং কমার পূর্ব পর্যন্ত বসে।
iii) কমা উঠে or বসে।
iv) বাকি অংশ বসে।
যেমন:
a) Without working hard,
you cannot prosper in life.
Ans: Work hard or you
cannot prosper in life.
b) Without doing, you will
die.
Ans: Do or you will die.
Note
- 7: কোন Simple sentence এর প্রথমে In spite of থাকলে compound করার নিয়ম:
i) কমার পরবর্তী subject টি বসে।
ii) In spite of + Possessive case টি বাদ যায়।
iii) প্রথম verb হতে ing উঠে যায় এবং দ্বিতীয় verb টি যে রূপে থাকে প্রথম verb টি সেই রূপে বসে।
iv) কমার পূর্ব পর্যন্ত বসে।
v) কমা উঠে but বসে।
vi) কমার পরবর্তী subject টি বাদ যায়।
vii) বাকি অংশ বসে।
যেমন:
a) In spite of his being
poor, Tariqul leads a happy life.
Ans: Tariqul is poor but
leads a happy life.
b) In spite of her having a
good result, Sharmin did not get the job.
Ans: Sharmin had a good result but did not get the job.
Complex to Compound
Note
- 1: Since/as/when যুক্ত complex sentence এর দুটি subject এক হলে এবং উভয় sentence এ মুল verb থাকলে compound করার নিয়ম:
i) Since/as/when বাদ
যায় ৷
ii) কমার পূর্ব পর্যন্ত বসে।
iii) কমা উঠে and বসে।
iv) কমার পরবর্তী subject টি বাদ যায়।
v) বাকি অংশ বসে।
যেমন:
a) Since Saiful went to
college, he met his friend.
Ans: Saiful went to college
and met his friend.
b) As Alamgir earned a lot
of money, he established a college.
Ans: Alamgir earned a lot
of money and established a college.
Note
- 2: Since/as/when যুক্ত complex sentence এর দুটি subject ভিন্ন হলে compound করার নিয়ম:
i) Since/as/when বাদ যায়।
ii) কমাৱ পূর্ব পর্যন্ত বসে।
iii) কমা উঠে and বসে।
iv) বাকি অংশ বসে।
যেমন:
a) When the meeting was
over, Billal went home.
Ans: The meeting was over
and Billal went home.
b) Since the coffee was
hot, we could not drink it.
Ans: The coffee was hot and
we could not drink it.
Note
- 3: If যুক্ত complex sentence টি হ্যা বোধক হলে compound করার নিয়ম:
i) If ও প্রথম sentence এর subject টি বাদ যায়।
ii) কমার পূর্ব পর্যন্ত বসে।
iii) কমা উঠে and বসে।
iv) বাকি অংশ বসে।
যেমন:
a) If you run fast, you
will catch the bus.
Ans: Run fast and you will
catch the bus.
b) If you work hard, you
can prosper in life.
Ans: Work hard and you can
prosper in life.
Note
- 4: If যুক্ত complex sentence টি না বোধক হলে compound করার নিয়ম:
i) If থেকে শুরু করে প্রথম sentence এর মূল verb এর পূর্ব পর্যন্ত বাদ যায।
ii) মূল verb থেকে কমার পূর্ব পর্যন্ত বসে।
iii) কমা উঠে or বসে।
iv) বাকি অংশ বসে।
যেমন:
a) If you do not play well,
you will not get the prize.
Ans: Play well or you will
not get the prize.
b) If you do not study
more, you will fail in the examination.
Ans: Study more or you will
fail in the examination.
Note
- 5: Though/although যুক্ত complex
sentence কে Compound করার নিয়ম:
i) Though/although বাদ যায।
ii) কমার পূর্ব পর্যন্ত বসে।
iii) কমা উঠে but বসে।
iv) বাকি অংশ বসে।
N.B: দুটি Subject এক জাতীয় but এর পরে subject বসতেও পারে নাও পারে।
যেমন:
a) Though Nilufa was
meritorious, she did not get the job.
Ans: Nilufa was meritorious
but she did not get the job.
b) Although Popy was weak,
she came to college.
Ans: Popy was weak but came
to college.
Compound to Complex
Note - 1 : And যুক্ত compound sentence এর দুটি subject এক হলে এবং উভয় sentence এ মূল verb থাকলে অথবা and এর পরে subject না থাকলে complex করার নিয়ম:
i) Since/as/when বসে।
ii) And এর পূর্ব পর্যন্ত বসে।
iii) And উঠে কমা বসে।
iv) প্রথম Subject এর Pronoun form বসে।
v) বাকি অংশ বসে।
যেমন
a) Rabeya came to college
and met her brother.
Ans: When Rabeya came to
college, she met her brother.
b) Urmi worked hard and
made a good result.
Ans: Since Urmi worked
hard, she made a good result.
Note
- 2: And যুক্ত Compound sentence
এর দুটি Sentence এর Subject ভিন্ন হলে Complex করার নিয়ম:
i) Since/as/when বসে।
ii) প্রথম sentence টি বসে।
iii) And উঠে কমা বসে।
iv) দ্বিতীয় sentence টি বসে।
যেমন:
a) The book was very costly
and we could not buy it.
Ans: Since the book was
very costly, we could not buy it.
b) The coffee is hot and I
cannot drink it.
Ans: As the coffee is hot,
I cannot drink it.
Note
- 3: And যুক্ত compound sentence
এর প্রথম sentence এর subject না থাকলে Complex করার নিয়ম:
i) If বলসে।
ii) and এর পরবর্তী subject টি বসে।
iii) And এর পূর্ব পর্যন্ত বসে।
iv) And উঠে কমা বসে।
v) বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসে।
যেমন:
a) Read attentively and you
will do well in the examination.
Ans: If you read
attentively, you will do well in the examination.
b) Run fast and you will
get the prize.
Ans: If you run fast, you
will get the prize.
Note
- 4: Or যুক্ত compound sentence কে complex করার নিয়ম:
i) If বসে।
ii) or এর পরবর্তী subject টি বসে।
iii) Subject অনুযায়ী do not/does not/did not বসে।
iv) or এর পূর্ব পর্যন্ত বসে।
v) or উঠে কমা বসে।
vi) বাকি অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসে।
যেমন:
a) Study more or you will
fail.
Ans: If you do not study
more, you will fail.
b) Work hard or you will
not prosper in life.
Ans: If you do not work
hard, you will not prosper in life.
Note
- 5: But যুক্ত compound sentence
কে Complex করার নিয়ম:
i) Though/although বসে।
ii) But এর পূর্ব পর্যন্ত বসে।
iii) But উঠে কমা বসে।
iv) প্রথম sentence এর subject এর Pronoun form হয়।
v) বাকি অংশ বসে।
যেমন:
a) Selim tried heart and
soul but could not pass.
Ans: Though Selim tried
heart and soul, he could not pass.
b) Dawn had a good
qualification but did not get the job.
Ans: Although Dawn had a
good qualification, he did not get the job.
Simple complex compound rules chart
Complex |
Compound |
Simple |
i) Since/as/when |
and |
প্রথমে verb + ing |
ii) Though/although |
but |
In spite of |
iii) If + affirmative |
and |
By + gerund |
iv) If + negative |
or |
without + gerund |
v) Since/as |
and |
Because of |
vi) So that |
and |
to + v1 |
vii) Relative pronoun |
and |
Subject / object এর পরে verb + ing |
সবশেষে বলা যায় যে যদি আপনি আমার Transformation of sentences এর Simple Complex Compound এর সবগুলো নিয়ম পড়েন তাহলে এসএসসি ও এইচএসসি সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি Transformation of sentences এর Simple Complex Compound পরিবর্তনে ভালো করতে পারবেন। তাই নিয়ম গুলো বার বার পড়ুন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করুন।
রিলেটেড পোস্টসঃ
একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
most valuable discuss. Thanks a lot.
উত্তরমুছুন