Type Here to Get Search Results !

Paragraph Load Shedding with Bangla

Load shedding paragraph,paragraph load shedding,load shedding paragraph ssc,load shedding paragraph বাংলা অর্থ সহ

Load shedding paragraph

Load shedding is one of the common problems in our daily life. This problem is very difficult to bear. Actually, load shedding means stopping the power supply for a short or long period. It is a national crisis in Bangladesh. There are many reasons for load shedding. The main reasons for load shedding are inadequate production of electricity supply, unplanned distribution of electricity, artificial shortage, illegal electricity connection electricity theft, etc.  Mills and factories remain closed for hours due to load shedding.  The wheels of the car do not turn. Electronic devices suddenly shut down while running.  The picture of load shedding at night is fully different. As soon as the electricity goes out, the world is plunged into darkness.  Not only this, the way of life has totally changed due to load shedding.  Students cannot study at night.  People can't bear the extreme heat and become restless. Besides, refrigerated food damages.  In a word, load shedding is massively disrupting factory production and hampering our national development. As a result, the economy of our country is being adversely affected.  So this load-shedding problem needs to be solved soon. If this situation continues, our country will never see the face of development due to lack of electricity.  So solving the load shedding problem is very important. And to solve this problem, we need to generate a lot of electricity and disconnect illegal power lines.  Only the government can solve the problem of load shedding. Along with the government, we all need to be aware and sincere about the problem of load shedding and draw the attention of the government to it. This load-shedding problem can be solved only if the government is a little sincere. After all, once the load-shedding problem is solved, we can all live in peace and our golden Bangladesh will continue to run like a horse on the path of progress.

Paragraph load shedding

বাংলা অনুবাদ:

লোডশেডিং আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ সমস্যা। এই সমস্যা সহ্য করা খুব কঠিন। প্রকৃতপক্ষে, লোডশেডিং মানে স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা। এটি বাংলাদেশের একটি জাতীয় সংকট।লোডশেডিংয়ের অনেক কারণ রয়েছে। লোডশেডিংয়ের প্রধান কারণগুলো হল বিদ্যুৎ সরবরাহের অপর্যাপ্ত উৎপাদন, বিদ্যুতের অপরিকল্পিত বিতরণ, কৃত্রিম ঘাটতি, অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুৎ চুরি ইত্যাদি। লোডশেডিংয়ের কারণে কল-কারখানা ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে।  গাড়ির চাকা ঘোরে না। ইলেকট্রনিক ডিভাইসগুলো চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়।  রাতে লোডশেডিংয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিদ্যুৎ চলে গেলেই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়। শুধু তাই নয়, লোডশেডিং-এর কারণে জীবনযাত্রা একেবারেই বদলে গিয়েছে। রাতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে না। মানুষ প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অস্থির হয়ে পড়ে। এছাড়া ফ্রিজে রাখা খাবারের নষ্ট হয়ে যায়। এক কথায়, লোডশেডিং ব্যাপকভাবে কারখানার উৎপাদন ব্যাহত করছে এবং আমাদের জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। ফলে আমাদের দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। তাই এই লোডশেডিং সমস্যার দ্রুত সমাধান করা দরকার। এ অবস্থা চলতে থাকলে বিদ্যুতের অভাবে আমাদের দেশ কখনো উন্নয়নের মুখ দেখতে পারবে না। তাই লোডশেডিং সমস্যার সমাধান করা খুবই জরুরি। আর এই সমস্যা সমাধানের জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে হবে এবং অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। লোডশেডিং সমস্যার সমাধান একমাত্র সরকারই করতে পারে। সরকারের পাশাপাশি আমাদের সকলকে লোডশেডিং সমস্যা সম্পর্কে সচেতন ও আন্তরিক হতে হবে এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সরকার একটু আন্তরিক হলেই এই লোডশেডিং সমস্যার সমাধান সম্ভব। সর্বোপরি, লোডশেডিং সমস্যার সমাধান হলে আমরা সবাই শান্তিতে থাকতে পারব এবং আমাদের সোনার বাংলাদেশ অগ্রগতির পথে ঘোড়ার মতো ছুটতে থাকবে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad