Type Here to Get Search Results !

ইংরেজিতে Sentences, Tenses and Verbs চেনার সহজ উপায়

 

Classification of sentence tense and verb, sentence classification, classification of tense, classification of verb, finite verb, verb কাকে বলে

Identification of Sentences, Tenses and Verbs in English

Sentences, Tenses and Verbs হল ইংরেজি গ্রামারের ফাউন্ডেশন। যদি কেউ ইংরেজি গ্রামার শিখতে চায় তাহলে তাকে সর্বপ্রথম Sentences, Tenses and Verbs identification করতে শিখতে হবে। Identification of sentences, tenses and verbs শেখা ছাড়া ইংরেজি গ্রামার শেখা আদৌ সম্ভব নয়। তাই ছাত্র-ছাত্রীদের ইংরেজি গ্রামারের ফাউন্ডেশন তৈরি করতে এই আর্টিকেলে Identification of sentences, tenses and verbs in English বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

Sentence classification

প্রত্যেক প্রকার Sentence ইংরেজীতে চিনিবার নিয়ম:

5 kinds of sentences

❖❖Assertive sentence ইংরেজীতে চিনিবার নিয়ম: Assertive sentence এর প্রথমে Subject এবং শেষে Full stop (.) থাকে বাক্যের মধ্যে not থাকতেও পারে নাও পারে

যেমন-

i) Talha is a good student.

ii) Smoking is not beneficial to health.

❖❖Interrogative sentence ইংরেজীতে চিনিবার নিয়ম: Interrogative sentence এর প্রথমে Auxiliary + Subject অথবা WH words + auxiliary verb + Subject থাকে এবং শেষে প্রশ্ন বোধক চিহ্ন (?) থাকে

যেমন-

i) Do you know Jannatul?

ii) When will Puspita come to batch?

❖❖Imperative sentence ইংরেজীতে চিনিবার নিয়ম: Imperative sentence এর প্রথমে v1 অথবা Adverb + v1 অথবা Do not/don’t অথবা Let থাকে এবং শেষে Full stop (.) থাকে

যেমন-

i) Learn English attentively.

ii) Always speak the truth.

iii) Don't waste time.

iv) Let me do the work.

❖❖Optative sentence ইংরেজীতে চিনিবার নিয়ম: Optative sentence এর প্রথমে May অথবা Long live থাকে এবং শেষে Full stop (.) থাকে

যেমন-

i) May Allah help you.

ii) Long live our prime minister.

❖❖Exclamatory sentence ইংরেজীতে চিনিবার নিয়ম: Exclamatory sentence এর প্রথমে What +a/an অথবা How + adjective অথবা If/Would that/Had থাকে এবং শেষে Note of Exclamation (!) থাকে। আবার প্রথমে Hurrah/Alas/Bravo/Oh/Ah/Fie fie থাকে + (!) থাকে এবং তারপরে একটি Assertive sentence থাকে

যেমন-

i) What a fine bird it is !

ii) How beautiful Pritha is!

iii) If I were a Prime Minister Bangladesh!

iv) Would that  I could be a child again !

v) Had I been an English teacher!

vi) Hurrah ! we are victorious !

3 kinds of sentences

❖❖Simple sentence ইংরেজীতে চিনিবার নিয়ম: সাধারণত Simple sentence কোন conjunctions থাকে না আর Sentence এর মধ্যে একটি মাত্র Finite verb থাকে

যেমন-

i) I saw him going.

ii) Having done the work, he went away.

❖❖Compound sentence ইংরেজীতে চিনিবার নিয়ম: Compound sentence সাধারণত and, but or দ্বারা যুক্ত থাকে

যেমন-        

i) I went to college and met him.

ii) He is poor but honest.

ii) Learn English or you will fail in the examination.

❖❖Complex sentence ইংরেজীতে চিনিবার নিয়ম: Complex sentence and, but or বাদে অন্য Conjunctions যেমনঃ since, as, because, though, although, before, after, while, when, where, who, why, how, what, which, that, so that, if ইত্যাদি দ্বারা যুক্ত থাকে

যেমন-

i) Since the student is meritorious, he/she will make a good result.

ii) Though the man has vast property, he leads a poor life.

iii)The patient died after the doctor had come.

iv) While I was going to College, I saw a man cow.

v) We worked hard so that we could prosper in life.

Classification of tense

প্রত্যেক প্রকার Tense ইংরেজীতে চিনিবার নিয়ম:

12 kinds of tenses

1. Present indefinite tense: বাক্যের মধ্যে মূল Verb টি v1 অথবা মূল verb এর সাথে s/es যোগ অথবা do/does অথবা am/are/ is + v3  উল্লেখ থাকে

যেমন-

i) We learn English.

ii) Smriti reads a book.

iii) I do not read Bangla.

iv) Ratna does not sing well.

v) The message is sent by him.

2. Past indefinite tense: বাক্যের মধ্যে মূল Verb টি v2 অথবা did not + v1 অথবা was/were + v3 উল্লেখ থাকে

যেমন-

i) Fatema finished the work.

ii) Halima did not come timely.

iii) Cricket was played by Trina.

3. Future indefinite tense: বাক্যের মধ্যে shall/will + v1 অথবা shall be/will be+ v3/Noun/Adjective উল্লেখ থাকে 

যেমন-

i) Munni will help Selina.

ii) The song will be sung by Jannatul.

iii) Talha will be a teacher.

iv) Sathi will be happy in life.

4. Present continuous tense: বাক্যের মধ্যে Am/are/is + verb + ing অথবা am/are/is + being + v3 উল্লেখ থাকে

যেমন-

i) Selim is learning English.

ii) The message is being sent by Porna.

5. Past continuous tense:  বাক্যের মধ্যে was/were + verb + ing অথবা was/were + being + v3 উল্লেখ থাকে

যেমন-

i) Suraiya was working in the field.

ii) The work was being done by Polly.

6. Future continuous tense বাক্যের মধ্যে shall be /will be + verb + ing অথবা shall be/will be + being + v3 উল্লেখ থাকে

যেমন-

i) Kazol will be helping Gopi.

ii) The movie will be being watched by Farjana.

7. Present perfect tense: বাক্যের মধ্যে Have/has + v3 অথবা have/has + been + v3 উল্লেখ থাকে

যেমন-

i) Pritha has completed the course.

ii) Puja and Urmi have been punished enough.

8. Past perfect tense:  বাক্যের মধ্যে had + v3 উল্লেখ থাকে

যেমন-

i) Mojammel had dug a canal before you came.

ii) Mahbia learnt English after she had come to me.

9. Future Perfect tense:  বাক্যের মধ্যে shall have/will have + v3 উল্লেখ থাকে

যেমন-

i) We will have done the work before you come.

ii) They will meet me after she will have gone.

10. Present perfect continuous tense: বাক্যের মধ্যে Have been/has been + verb + ing উল্লেখ থাকে

যেমন-

i) It has been raining since morning.

ii) We have been learning English for an hour.

11. Past perfect continuous tense:  বাক্যের মধ্যে had been + verb + ing উল্লেখ থাকে

যেমন-

i) Khadiza had been doing the work since last evening.

ii) Mita had been reading the drama for last two days.

12. Future perfect continuous tense:  বাক্যের মধ্যে shall have been/will have been + verb + ing উল্লেখ থাকে

যেমন-

i) Sharmin will have completing the course since next year.

ii) Muniya will have been learning English for next two years.

Finite verb and non finite verb, strong verb weak verb, gerund কাকে বলে, infinitive কাকে বলে, finite verb কাকে বলে, finite verb কাকে বলে

Classification of verb

Verb কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়

যথা:

1. Finite verb

2. Non-finite verb

Finite Verb

যে Verb বাক্যের অর্থ বা ভাব রিপূর্ণ রূপে সমাপ্ত করে তাকে Finite verb বা সমাপিকা ক্রিয়া বলে

যেমন:

We tried to learn English.

এখানে tried finite verb.

Non finite Verb

যে Verb বাক্যে কোন কাজ পরিপূর্ণ রূপে সম্পন্ন করে না বা বাক্য সমাপ্ত করে না তাকে Non finite Verb বা অসমাপিকা ক্রিয়া বলে

যেমন:
We tried to learn English.

এখানে to learn non finite verb.

Finite verb কে দুই ভাগে ভাগ করা যায়

যথা:

1. Principal verb

2. Auxiliary verb

Principal Verb

যে Verb অন্য verb এর সাহায্য ছাড়া একা একা বাক্যে অর্থ সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে তাকে Principal Verb বলে

যেমন:

We learn English.

এখানে learn principal verb.

Auxiliary Verb

যে সকল Verb Principal verb এর যথার্থ অর্থ প্রকাশে সাহায্য করে তাকে তাকে Auxiliary Verb বলে

যেমন:

We are learning English.

এখানে are auxiliary verb.

Principal Verb কে দুই ভাগে ভাগ করা যায়

যথা:

1. Transitive verb

2. Intransitive verb

Transitive Verb

যে Verb এর Object থাকে তাকে Transitive Verb বলে

যেমনঃ

We learn English.

এখানে learn transitive verb.

Intransitive Verb

যে Verb এর object থাকে না তাকে Intransitive Verb বলে

যেমনঃ We sleep at night.

এখানে sleep intransitive verb.

Auxiliary verb কে দুই ভাগে ভাগ করা যায়

যথা:

1. Primary auxiliary

2. Secondary/Model auxiliary

Primary auxiliary verb

Do, have be কে Primary auxiliary বলে

Do এর তিনটি form.

Do, does did.

Have এর চারটি form.

Have, has, had having.

Be এর আটটি form.

Be, am, are, is, was, were, being been.

Secondary/Model auxiliary verb

Do, have be বাদে বাকি সব auxiliary verb গুলোকে Secondary/Model auxiliary বলে

যেমন:

Can, could, shall, should, will, would, may, might, must, ought to, had better, had rather, would better, would  rather, need, let, dare, be to ইত্যাদি

Non finite verb

Non finite verb কে তিন ভাগে ভাগ করা যায়

যথা:

1. Gerund

2. Participle

3. Infinitive

Gerund

Verb এর শেষে ing যোগ করে যদি একই সাথে Verb Noun এর কাজ করে তাকে Gerund বলে

যেমন:

Walking is good for health.

Participle

Verb এর সাথে ing যুক্ত হয়ে অথবা verb এর Past participate অথবা having + v3 যদি একই সাথে Verb Adjective এর কাজ করে তাকে Participle বলে

যেমন:

This is a teaching center.

Infinitive

To যুক্ত Verb কে Infinitive বলে কখনও কখনও to উহ্য থাকে তখন উহাকে bare Infinitive বলে

যেমন:

I told him to go.

Participle এর ব্যবহার

Participle কে তিন ভাগে ভাগ করা যায়

যথা:

1. Present participle

2. Past participle

3. Perfect participle

Present participle

Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে Verb Adjective এর কাজ করে তাকে Present participle বলে

যেমন:

I saw a running boy.

Past participle

Verb এর Past participle form যদি একই সাথে Verb Adjective এর কাজ করে তাকে past participle বলে

যেমন:

Polluted water is harmful.

Perfect participle

Having+v3 যদি একই সাথে Verb Adjective এর কাজ করে তাকে Perfect participle বলে

যেমন:

Having completed the course, he went to America.

আবার বিভিন্ন Form এর গঠন বিচারে Verb দুই প্রকার যথাঃ

1. Strong Verb        

2. Weak Verb.

Strong verb

যে সকল Verb এর Vowel পরিবর্তন করে বা পুরো Word কে বদলে দিয়ে Past Form বা Past participle form গঠন করা হয় তাকে Strong Verb বলে

যেমন: Write, wrote, written বা go, went, gone.

Weak verb

যে সকল Verb এর সাথে ed যোগ করে অতি সহজেই Past বা Past participle form করা হয় তাকে Weak verb বলে

যেমনঃ Work, worked, worked.

পরিশেষে বলা যায় যে ছাত্রছাত্রীরা যদি আমার লেখা Identification of sentences, tenses and verbs in English টপিকটি সুন্দর ভাবে পড়ে তাহলে তাদের ইংরেজি গ্রামারের ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে। ফলে তারা ইংরেজি গ্রামারের যেকোন গ্রামাটিক্যাল টপিক অতি সহজে বুঝতেও শিখতে পারবে।

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.