Type Here to Get Search Results !

বাংলা অনুবাদ সহ Dialogue Importance of Reading Newspaper

  

Dialogue importance of reading newspaper, importance of reading newspaper dialogue

Dialogue importance of reading newspaper

Question:

Write a dialogue about importance of reading newspaper.

Answer:

Akash: Good afternoon, friend.  How are you?

Ashik: Good afternoon. I am fine.  But you?

Akash: I am also fine.  What are you doing now?

Ashik: I am going to the public library now.

Akash: Why?

Ashik: I am going to the library every afternoon to read the newspaper.

Akash: What is the importance of reading newspapers?

Ashik: What are you saying?  Don't you know the importance of reading the newspaper?

Akash: No, will you tell me about the importance of reading a newspaper?

Ashik: Why not?  Of course, I will tell you.  Then listen to the importance of reading a newspaper.

Akash: Tell me.  I am listening.

Ashik: The newspaper is the storehouse of knowledge and the mirror of the world.

Akash: What does it mean?  I don't understand. Explain it clearly.

Ashik: Ok. Listen to me deeply.

Akash: Ok.

Ashik: The newspaper is the storehouse of knowledge because all kinds of knowledge can be gained from a newspaper.  News about sports, business, literature, art, culture, films, jobs, etc. is known through the newspaper.

Akash: Is it so important?

Ashik: Yes, it is very important. Again, a newspaper is also called the mirror of the world because what is happening anywhere in the world is seen in the newspaper like a mirror the next day.

Akash: I am getting hung up listening to you?

Ashik: Listen more.

Akash: Tell me.  I am listening.

Ashik: Besides, there is no alternative to reading newspapers for job preparation and job news.

Akash: I didn't know the importance of reading a newspaper. Now I understand the importance of reading a newspaper. Thank you so much for making me understand the importance of reading newspapers well.

Ashik: Welcome.

পড়তে পারেনঃ

 Importance of reading newspaper dialogue

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে একটি সংলাপ লেখ।

উত্তর:

আকাশ: শুভ বিকাল, বন্ধু। তুমি কেমন আছো?

আশিক: শুভ বিকাল। আমি ভালো আছি।  কিন্তু তুমি?

আকাশ: আমিও ভালো আছি। তুমি এখন কি করছ?

আশিক: আমি এখন পাবলিক লাইব্রেরিতে যাচ্ছি।

আকাশ: কেন?

আশিক: আমি প্রতিদিন বিকেলে লাইব্রেরিতে সংবাদপত্র পড়তে যাই।

আকাশ: সংবাদপত্র পড়ে লাভ কি?

আশিক: কি বলছ তুমি?  তুমি সংবাদপত্র পড়ার গুরুত্ব জানো না?

আকাশ: না, সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে আমাকে বলবে?

আশিক: কেন নয়?  অবশ্যই বলবো। তাহলে  সংবাদপত্র পড়ার গুরুত্ব শোন।

আকাশ: বল। আমি শুনছি।

আশিক: সংবাদপত্র জ্ঞানের ভান্ডার এবং বিশ্বের আয়না।

আকাশ: এর মানে কি?  আমি বুঝতে পারছি না। পরিষ্কারভাবে ব্যাখ্যা কর।

আশিক: ঠিক আছে। আমার কথা গভীরভাবে শোন।

আকাশ: ঠিক আছে।

আশিক: সংবাদপত্র জ্ঞানের ভান্ডার কারণ সংবাদপত্র থেকে সব ধরনের জ্ঞান অর্জন করা যায়। খেলাধুলা, ব্যবসা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, চাকরি ইত্যাদির খবর সংবাদপত্রের মাধ্যমে জানা যায়।

আকাশ: এটা এত গুরুত্বপূর্ণ?

আশিক: হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার সংবাদপত্রকে পৃথিবীর আয়নাও বলা হয় কারণ পৃথিবীর কোন স্থানে কি ঘটছে তা পরের দিন সংবাদপত্রে আয়নার মতো দেখা যায়।

আকাশ: আমি তোমার কথা শুনতে হ‍্যাং হয়ে যাচ্ছি। 

আশিক: আরো শোন।

আকাশ: বল। আমি শুনছি।

আশিক: তাছাড়া চাকরির প্রস্তুতি ও চাকরির খবরের জন্য সংবাদপত্র পড়ার বিকল্প নেই।

আকাশ: আমি সংবাদপত্র পড়ার গুরুত্ব জানতাম না। এখন আমি সংবাদপত্র পড়ার গুরুত্ব বুঝতে পেরেছি। আমাকে সংবাদপত্র পড়ার গুরুত্ব ভালভাবে বোঝানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

আশিক: স্বাগতম।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad