Type Here to Get Search Results !

Transformation of Sentences: Changing Sentence Rules Bangla

 

Changing sentence, transformation of sentences, changing sentence rules, changing sentence for ssc, changing sentence rules bangla

Transformation of sentences

Changing sentence

Transformation of sentences ইংরেজি গ্রামার এর একটি বড় চ্যাপ্টার। চারটি গ্রামাটিক্যাল টপিক মিলে Transformation of sentences টপিকটি তৈরি করা হয়েছে। টপিকগুলো হলো- Five kinds of sentences, Three kinds of sentences, Voice  Degree. একসাথে Transformation of sentences এর অনেক নিয়ম। তাই অনেকে মনে রাখতে পারে না। তবে যদি কেউ নিয়মিত অনুশীলন করে তাহলে তার কাছে Transformation of sentences খুব সহজ। আজ আমার এই আর্টিকেলে Transformation of sentences এর Changing sentence (Five kinds of sentences) নিয়ে আলোচনা করবো

Affirmative to negative 

Note-1: কোন Affirmative sentence  alone থাকলে Negative করার নিয়ম:

i) None but বসে।

ii) Sentence এর মধ‍্যে থেকে alonউঠে যায়।

iii) বাকি অংশ বসে।

N.B: Alone যেখানে থাকুক না কেন none but বাক‍্যের প্রথমে বসে।

যেমন:

i) Alone Allah can help us. 

None but Allah can help us.

b) Imran was alone alive.

None but Imran was alive.

Note-2: কোন Affirmative sentence  only থাকলে Negative করার নিয়ম:

i) Only এর পরিবর্তে none but/nothing but/not more than বসে।

ii) বাক‍্যের মধ‍্যে থেকে only উঠে যায় এবং বাকি অংশ অপরিবর্তনীয় অবস্হায় বসে।

N.B: Only ব্যক্তির পূর্বে থাকলে none butবস্তুর পূর্বে থাকলে Nothing but এবং বয়স বা সংখ্যার পূর্বে থাকলে Not more than বসে। আর only যেখানে থাকে পরিবর্তিত শব্দগুলি ঠিক সেখানে বসে।

যেমন:

i) Only Allah can help us.  

None but Allah can help us.

ii) Sumon has only a few toys.

Sumon has nothing but a few toys.

iii) Faruq is only twenty two.          

Faruq is not more than twenty two.

Note-3: কোন Affirmative sentence এর প্রথমে every থাকলে Negative করার নিয়ম:

i) Every বাদ যায়।

ii) There is no বসে।

iii) Every এর পরবর্তী শব্দটি বসে।

iv) but বসে।

v) বাকি অংশ বসে।

যেমন:

i) Every mother loves her child.

There is no mother but loves her child.

ii) Everybody hates a liar.

There is no body but hates a liar.

Note-4: কোন Affirmative sentence এর মধ‍্যে Must থাকলে Negative করার নিয়ম:

i) Subject বসে।

ii) Must বাদ যায়।

iii) Cannot but/cannot help বসে।

iv) বাকি অংশ বসে।

N.B: Cannot but এর পরে মুল Verb টি v1 হয় আর cannot help এর পরে মূল Verb এর সাথে ing যোগ করতে হয়।

যেমন:

i) Dipongkar must do the work.

Diponkar cannot but do the work.

ii) Prodip must obey his parents.

Prodip cannot help obeying his parents.

Changing sentence rules Bangla

Note-5: কোন Affirmative Sentence এর প্রথমে As soon as থাকলে Negativকরার নিয়ম:

i) As soon as বাদ যায়।

ii) No sooner had বসে।

iii) Subject বসে।

iv) মূল Verb টি v3 হয়।

v) কমার পূর্ব পর্যন্ত বসে।

vi) কমা উঠে than বসে।

vii) বাকি অংশ বসে।

যেমন:

i)As soon as the thief saw the police, he ran away.

No sooner had the thief seen the police than he ran away.

ii) As soon as the teacher entered the room, the students stood up.

No soon had the teacher entered the room than the students stood up.

Note-6: Superlative Degree যুক্ত Affirmative sentence কে Negative করার নিয়ম:

i) No other বসে।

ii) Degree এর পরবর্তী অংশ বসে।

iii) Verb বসে।

iv) So/as বসে।

v) Superlative Degree টি Positive রূপ হয়।

vi) as বসে।

vii) Subject বসে।

যেমন:

i) Sujon is the shortest boy in our college.

No other boy in our college is as short as Sujon.

ii) Suma is the most intelligent girl in our college.

No other girl in our college is as intelligent as Suma.

Note-7: Too ............. to যুক্ত Affirmative sentence কে Negative করার নিয়ম:

i) Subject  Verb বসে।

ii) Too উঠে যায় এবং So বসে।

iii) Adjective টি বসে।

iv) That বসে।

v) Subject + can/could + not + v1 + ext বসে।

vi) to উঠে যায়।

যেমন:

i) Afroza is too weak to walk.

Afroza is so weak that she cannot walk.

ii) Sumi was too short to touch the roof.

Sumi was so short that she could not touch the roof.

Note-8: কিছু কিছু Affirmative sentence কে সাহায্যকারী Verb এর পরে not যোগ করে এবং মূল শব্দের বিপরীত শব্দ বসাইয়া Negative করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।

i) Subject বসে।

ii) সাহায্যকারী Verb বসে।

iii) not বসে।

iv) মূল Verb থাকলে বসে না থাকলে বসে না।

v) মূল শব্দের বিপরীত শব্দ বসে।

vi) ext বসে।

N.B: কোন Affirmative sentence  always থাকলে Negative করার সময় always এর পরিবর্তে never হয়।

যেমন:

i) Hasan is honest.  

Hasan is not dishonest.

ii) Sourab is active.

Sourab is not inactive.

iii) Mita likes gardening.

Mita never dislikes gardening.

পড়তে পারেনঃ

Assertive to interrogative

Note-1: হা বোধক Assertive sentence কে Interrogative করার নিয়ম:

i) Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসে।

ii) n't বসে।

iii) Subject বসে।

iv) বাকি অংশ বসে।

v) প্রশ্নবোধক চিহ্ন বসে।

N.B: Do/does/did সাহায্যকারী Verb হলে উহাৱ পারে মূল Verb টি সব সময় v1 হয়।

যেমন:

i) We play football.  

Don't we play football?

ii) Minakhe sings a song.  

Doesn't Minakhe sing a song?

iii) Piya worked hard.

Didn't Piya work hard?

iv) Munni is very sincere?  

Isn't Munni very sincere?

Note - 2: না বোধক Assertive sentence কে Interrogative করার নিয়ম:

i) সাহায‍্যকারী Verb টি বসে।

ii) not বাদ যায়।

iii) Subject বসে।

iv) বাকি অংশ বসে।

v) প্রশ্ন বোধক চিহ্ন বসে।

যেমন:

i) Sermin cannot speak English.

Can Sermin speak English?

ii) Rakes does not study more.

Does Rakes study more?

iii) We do not help them.  

Do we help them?

iv) Mousumi did not finish the task.

Did Mousumi finish the task?

v) Sima will not buy a phone.

Will Sima buy a phone?

Note-3: কোন Assertive sentence এর প্রথমে Everybody, Everyone  All থাকলে Interrogative করার নিয়ম:

i) Who বসে।

ii) Tense অনুযায়ী সাহায্যকারী Verবসে।

iii) n't বসে।

iv) Everybody/Everyone/All বাদ যায়।

v) বাকি অংশ বসে।

vi) প্রশ্নবোধক চিহ্ন বসে।

যেমন:

i) Everybody hates a liar.  

Who doesn't hate a liar?

ii) Everyone joined the meeting.

Who didn't join the meeting?

iii) All will help you.  

Who won't help you?

Note-4:  Assertive sentence এর প্রথমে Nobody/No one /None থাকলে Interrogative করার নিয়ম:

i) Nobody/No one/None বাদ যায়।

ii) Who বসে।

iii) বাকি অংশ বসে।

iv) প্রশ্নবোধক চিহ্ন বসে।

যেমন:

i) Nobody loves him.

Who loves him?

ii) No one can do this.

Who can do this?

i) None can deny it.

Who can deny it?

Exclamatory to assertive

Note-1: কোন Exclamatory Sentence এর প্রথমে what থাকলে Assertive করার নিয়ম:

i) Subject  Verb বসে।

ii) a বসে।

iii) Very/great বসে।

iv) What বাদ যায় এবং বাকি অৎশ বসে।

v) Exclamatory চিহ্ন বাদ যায় এবং Full stop বসে।

N.B: A/an এরপরে Free noun থাকলে great হয় আর a/an এর পরে Adjective+noun থাকলে very হয়।

যেমন:

i) What a fine bird it is!

It is a very fine bird.

ii) What a big river the Padma is!

The Padma is a very big river.

iii) What an idiot you are!

You are a great idiot.

Note-2: কোন Exclamatory sentence এর প্রথমে How থাকলে Assertive করার নিয়য:

i) Subject  verb বসে।

ii) Very বসে।

ii) How বাদ যায়।

iv) বাকি অংশ বসে।

v) Exclamatory চিহ্নটি বাদ যায় এবং Full stop বসে

যেমন:

i) How beautiful Shapna is!

Shapna is very beautiful.

ii) How talkative the lady was!

The lady was very talkative.

Note-3: কোন Exclamatory Sentence এর প্রথমে Hurrah থাকলে Assertive করার নিয়ম:

i) Hurrah বাদ যায়।

ii) It is a matter of joy that বসে।

iii) বাকি অংশ বসে।

যেমন:

i) Hurrah! We are victorious.

It is a matter of joy that we are victorious.

ii) Hurrah! We have won the game.

It is a matter of joy that we have won the game.

Note-4: কোন exclamatory sentence এর প্রথমে Alas থাকলে Assertive করার নিয়ম:

i) Alas বাদ যায়।

ii) It is a matter of sorrow that বসে।

iii) বাকি অংশ বসে।

যেমন:

i) Alas! I am undone.

It is a matter of sorrow that I am undone.

ii) Alas! Her father has died.

It is a matter of sorrow that her father has died.

Changing sentence for SSC

Note-5: If দ্বারা কোন Explanatory sentence শুরু হলে Assertive করার নিয়ম:

i) If বাদ যায়।

ii) Subject টি বসে।

iii) Wish/wishes বসে।

iv) আবার Subject বসে।

v) বাকি অংশ বসে।

যেমন:

i) If I were a bird!

I wish I were a bird.

ii) If I were a child again!

I wish I were a child again.

Note-6: Had দ্বারা কোন exclamatory sentence শুরু হলে Assertive করার নিয়ম:

i) Subject বসে।

ii) Wish/wishes বসে।

iii) আবার Subject বসে।

iv) Had বসে।

v) বাকি অংশ বসে।

যেমন:

i) Had I been a king!

I wish I had been a king.

ii) Had I the wings of a bird !

I wish I had the wings of a bird.

Note - 7: Would that দ্বারা কোন exclamatory sentence শুরু হলে Assertive করার নিয়ম:

i) Would that বাদ যায়।

ii) Subject বসে।

iii) Wish/wishes বসে।

iv) আবার Subject বসে।

v) বাকি অংশ বসে।

যেমন:

i) Would that I could enter the room !

I wish I could enter the room.

ii) Would that I could be a child again!

I wish I could be a child again.

Assertive to exclamatory

Note-1: কোন Assertive Sentence এর Verb এর পরে a/an থাকলে exclamatory করার নিয়ম:

i) What বসে।

ii) A/an বসে।

iii) Very/great থাকলে বাদ যায়।

iv) A/an এর পরবর্তী অংশ বসে।

v) Subject বসে।

vi) Verb বসে।

vii) Exclamatory চিহ্ন বসে।

যেমন:

i) It was an exciting game.

What an exciting game it was!

ii) It is a very interesting book.

What an interesting book it is!

Note-2: কোন Assertive sentence এর Verb এর পরে Very অথবা Adjective/ Adverb থাকলে exclamatory করার নিয়ম:

i) How বসে।

ii) Very থাকলে বাদ যায়।

iii) Adjective/Adverb টি বসে।

iv) Subject বসে।

v) verb বসে।

vi) Exclamatory চিহ্ন বসে।

যেমন:

i) The girl is very talkative.

How talkative the girl is!

ii) The lady was beautiful.

How beautiful the lady was!

Note-3: কোন Assertive sentence এর প্রথম Subject এর পরে Wish/wishes এবং  দ্বিতীয় Subject এর পরে were থাকলে Exclamatory করার নিয়ম :

i) If বসে।

ii) প্রথম Subject ও wish/wishes বাদ যায়।

iii) বাকি অংশ বসে।

iv) Exclamatory চিহ্ন বসে।

যেমন:

i) I wish I were a poet.

If I were a poet!

ii) I wish I were a Minister.

If I were a Minister!

Note-4: কোন Assertive sentence এর প্রথম Subject এর পরে Wish/wishes এবং দ্বিতীয় Subject এর পরে had থাকলে exclamatory করার নিয়ম:

i) প্রথম Subject  wish/wishes বাদ যায়।

ii) Had বসে।

iii) Subject বসে।

iv) বাকি অংশ বসে।

v) Exclamatory চিহ্ন বসে।

যেমন :

i) I wish I had been a president.  

Had I been a president!

ii) I wish I had possessed a lot of property.

Had I possessed a lot of property!

Note-5: কোন Assertive sentence এর প্রথম Subject এর পরে Wish/wishes এবং দ্বিতীয় Subjecএর পরে could + v1 থাকলে Exclamatory করার নিয়ম:

i) Would that বসে।

ii) প্রথম Subject  wish/wishes বাদ যায়।

iii) বাকি অংশ বসে।

iv) Exclamatory চিহ্ন বসে।

যেমন:

i) I wish I could fly in the sky.

Would that I could fly in the sky

ii) I wish I could help the poor.

Would that I could help the poor.

আপনি আর্টিকেলটি সুন্দরভাবে পড়লে Transformation of sentences affirmative to negative, assertive to interrogative, assertive to exclamatory এবং exclamatory to assertive  ভালোভাবে শিখতে পারবেন। তাই আমার লেখা নিয়মগুলো পড়ুন এবং সাথে সাথে এক্সারসাইজ প্র্যাকটিস করুন। অবশ্যই একসময় Transformation of sentences এর Changing sentence আপনার মাথার মধ্যে ঢুকে যাবে।

    রিলেটেড পোস্টসঃ

    আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    একটি মন্তব্য পোস্ট করুন

    1 মন্তব্যসমূহ
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad