Type Here to Get Search Results !

Aim in Life Paragraph with Bangla Translation

 

Aim in life paragraph, my aim in life paragraph, paragraph aim in life, aim in life, my aim in life

Aim in life paragraph

Every person has a specific aim in life. No one can succeed in life without proper aim.  Like other people, I have an aim in life. My aim in life is to become an English teacher after completing my studies. The main reason I want to be an English teacher is that most of the students in our country are weak in English. They are afraid of English so much that they fail every exam in English. They also don't get any good jobs due to their poor English knowledge. After completing my studies, I will join a college as an English lecturer.  After joining, I will strengthen the students' foundation of English grammar.  I will start teaching the students from the root levels of English grammar.  I will teach those English by comparing it with Bangla Grammar so that they can learn English well.  I will teach the students English in such a way that they can fulfill their dreams.  In a word, I will make English-weak students proficient in my area so that they will never be afraid of English.  Finally, I will try my best to fulfill the aim of my life.

My aim in life paragraph

বাংলা অনুবাদ:

প্রতিটি মানুষের জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। সঠিক লক্ষ্য ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। অন্যান্য মানুষের মতো আমারও জীবনের একটা লক্ষ্য আছে। আমার জীবনের লক্ষ্য আমার পড়াশোনা শেষ করে একজন ইংরেজি শিক্ষক হওয়া। আমি ইংরেজির শিক্ষক হতে চাওয়ার মূল কারণ হলো আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল। তারা ইংরেজিকে এত ভয় পায় যে তারা ইংরেজিতে প্রতিটি পরীক্ষায় ফেল করে। ইংরেজি না জানার কারণে তারা কোনো ভালো চাকরিও পায় না। পড়ালেখা শেষ করে আমি একটি কলেজে একজন ইংরেজি প্রভাষক হিসাবে যোগ দিবো  যোগদানের পর আমি শিক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণের ভিত্তি মজবুত করব। আমি শিক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণের মূল স্তর থেকে শেখানো শুরু করব। আমি তাদেরকে বাংলা ব্যাকরণের সাথে তুলনা করে ইংরেজি শেখাব যাতে তারা ভালোভাবে ইংরেজি শিখতে পারে। আমি শিক্ষার্থীদের এমনভাবে ইংরেজি শেখাব যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এক কথায়, আমি আমার এলাকার ইংরেজি দুর্বল শিক্ষার্থীদের পারদর্শী করে তুলব যাতে তারা কখনই ইংরেজিকে ভয় না পায়।পরিশেষে, আমি আমার জীবনের লক্ষ্য পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।

 রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.