Type Here to Get Search Results !

Aim in Life Dialogue with Bangla

Aim in life dialogue,dialogue aim in life,dialogue about aim in life,a dialogue about aim in life,dialogue aim in life for class 8

Aim in life dialogue

Question:

Write a dialogue between two friends about aim in life.

Answer:

Joy: Good morning, Bijoy.

Bijoy: Good morning.

Joy: How are you?

Bijoy: I am fine by the grace of Almighty Allah.  But you?

Joy: I am fine too.  What are you thinking about your future plans?

Bijoy: I have fixed the aim of my future life.  Do you want to know about the aim of my life?

Joy: Yes, I want to know.

Bijoy: After completing my education,  I want to be a doctor.  But what do you want to be? 

Joy: I want to be a teacher.  Why do you want to be a doctor having so many professions?

Bijoy: First of all it is a noble profession. Moreover, most of the people in our country are poor.  They cannot get good treatment due to lack of money.  As a result, many poor people die every year due to a lack of proper treatment.  I want to serve all these helpless and poor people for free.

Joy: Very good.  May Allah fulfill your aim in life.

Bijoy: Listen more.

Joy: Go on telling.

Bijoy: After being a doctor, I will go back to my own village and establish a hospital. I will give free treatment and medicine to the poor patients in that hospital. Even if I work somewhere outside, I will come to my village hospital once every week to serve the poor patients of the village.

Joy: Your decision is really good. I pray for you that you will be successful in your aim in life.

Bijoy: Thanks a lot, friend.  May Allah also fulfill your aim in life.

Joy: Welcome.

পড়তে পারেনঃ

Dialogue aim in life

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

জীবনের লক্ষ্য সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখ।

উত্তর:

জয়: শুভ সকাল, বিজয়।

বিজয়: শুভ সকাল।

জয়: কেমন আছো?

বিজয়: মহান আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তুমি?

জয়: আমিও ভালো আছি। তুমি তোমার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কি ভাবছো?

বিজয়: আমি আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য ঠিক করে রেখেছি। তুমি কি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাও?

জয়: হ্যাঁ, আমি জানতে চাই।

বিজয়: পড়ালেখা শেষ করে আমি ডাক্তার হতে চাই। কিন্তু তুমি কি হতে চাও?

জয়: আমি শিক্ষক হতে চাই। এত পেশা থাকার পরেও কেন তুমি ডাক্তার হতে চাও?

বিজয়: প্রথমত এটি একটি মহৎ পেশা। তাছাড়া আমাদের দেশের অধিকাংশ মানুষই দরিদ্র। টাকার অভাবে তারা ভালো চিকিৎসা নিতে পারে না। ফলে প্রতি বছর অনেক দরিদ্র মানুষ সঠিক চিকিৎসার অভাবে মারা যায়। আমি এই সব অসহায় ও গরীব মানুষদের বিনামূল্যে সেবা করতে চাই।

জয়: খুব ভালো। আল্লাহ আপনার জীবনের লক্ষ্য পূরণ করুন।

বিজয়: আরো শোন।

জয়: বলে যাও।

বিজয়: ডাক্তার হওয়ার পর আমি নিজ গ্রামে ফিরে হাসপাতাল করব। ঐ হাসপাতালে আমি গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেব। আমি বাইরে কোথাও চাকরি করলেও প্রতি সপ্তাহে একবার আমার গ্রামের হাসপাতালে এসে গ্রামের দরিদ্র রোগীদের সেবা করব।

জয়: তোমার সিদ্ধান্ত সত্যিই ভালো। আমি তোমার জন্য প্রার্থনা করি যে তুমি জীবনে তোমার লক্ষ্যে সফল হবে।

বিজয়: অনেক ধন্যবাদ বন্ধু। আল্লাহ তোমার জীবনের লক্ষ্যও পূরণ করুক।

জয়: স্বাগতম।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.