Type Here to Get Search Results !

A Thirsty Crow Completing Story with Bengali Translation

A thirsty crow completing story,a thirsty crow story,completing story a thirsty crow,thirsty crow story,a thirsty crow completing story for hsc

A thirsty crow completing story

Question:

Write a story about a thirsty crow.

Answer:

Once a crow was very thirsty on a very hot summer day. It flew from one place to the other to drink water. But there was no water anywhere around. Finding no water anywhere, it did not lose hope. It flew away. It believed that no effort goes in vain. According to its belief, it finally saw a jar in the distance. It was very happy to see the jar. Then it flew to the jar to drink water.  But there was a small amount of water in the jar and it was also beyond its reach. There was little water at the bottom of the jar. It repeatedly went to the jar to drink water but failed to drink water, flew away and came back again. It kept trying like this but could not find any way to drink water. As a result, the crow became a little hopeless and wondered how it would drink this water. At last, it was flying away in frustration because it found no way to drink water. While flying away, it found a pile of pebbles nearby. The crow was very clever. It discovered a fantastic way to drink water in a moment with its ready wit. It took the pebbles one by one in its beaks and started entering them into the jar. As a result, little by little, the water in the jar began to rise to the top. Once when the water reached the brim of the jar, the crow drank the water to its heart's content and flew away.  After all, the strong willpower of the crow helped it quench its thirst.

A thirsty crow story moral: Where there is a will, there is a way/Necessity is the mother of invention

পড়তে পারেনঃ

Completing story where there is a will there is a way

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

একটি তৃষ্ণার্ত কাক সম্পর্কে একটি সম্পূর্ণ গল্প লেখ।

উত্তর:

একবার প্রচণ্ড গরমের দিনে একটি কাক খুব তৃষ্ণার্ত হয়েছিল। সে পানি পান করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াচ্ছিল। কিন্তু আশেপাশে কোথাও পানি ছিল না। কোথাও পানি না পেয়ে সে আশা হারায়নি। সে উড়েই চলল। সে বিশ্বাস করত যে কোন প্রচেষ্টাই বৃথা যায় না। তার বিশ্বাস অনুসারে, অবশেষে সে দূরে একটি কলস দেখতে পেল।  কলসটি দেখে সে খুব খুশি হল।  তারপর পানি পান করার জন্য কলসের কাছে উড়ে গেল। কিন্তু কলসে অল্প পরিমাণ পানি ছিল এবং তাও তার নাগালের বাইরে ছিল। আসলে, কলসের নিচে সামান্য পানি ছিল। পানি পান করার জন্য সে বারবার কলসের কাছে গেল কিন্তু ব্যর্থ হয়ে উড়ে গেল এবং আবার ফিরে এল। এভাবে সে চেষ্টা করতে থাকল কিন্তু পানি পান করার কোন উপায় পেল না। ফলে কাকটি একটু আশাহত হয়ে ভাবতে লাগল কিভাবে এই পানি পান করবে। শেষ পর্যন্ত পানি পান করার উপায় না পাওয়ায় সে হতাশ হয়ে উড়ে চলে যাচ্ছিল। উড়ে যাওয়ার সময় কাছেই সে একটি নুড়ির স্তূপ দেখতে পেল। কাকটি খুব চালাক ছিল। সে তার উপস্থিত বুদ্ধি দিয়ে মুহূর্তের মধ্যে পানি পান করার একটি চমৎকার উপায় আবিষ্কার করল। সে একটি করে নুড়ি তার ঠোঁটে নিয়ে কলসের মধ্যে ঢুকাতে লাগল। ফলে ধীরে ধীরে কলসের পানি উপরে উঠতে থাকল। একবার পানি যখন কলসের কানায় পৌঁছে গেল তখন কাকটি তার হৃদয়ের তৃপ্তির সহকারে পানি পান করে উড়ে চলে গেল। সর্বোপরি, কাকের দৃঢ় ইচ্ছাশক্তি তাকে তার তৃষ্ণা মেটাতে সাহায্য করেছিল।

একটি তৃষ্ণার্ত কাকের গল্পের নৈতিকতা: ইচ্ছা থাকলে উপায় হয়/প্রয়োজনীয়তাই উৎপত্তির জননী।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad