Type Here to Get Search Results !

A Liar Cowboy Story with Bangla

A liar cowboy story,nobody believes a liar,a liar shepherd,a liar shepherd story,nobody believes a liar story,a liar cowboy completing story

 A liar cowboy story

Once upon a time, there lived a cowboy in a village. There was a forest near the village. The cowboy used to graze the cows in the field near the forest. He was very naughty. He used to fool people by telling lies. While grazing the cows, he almost shouted and said, "Wolf! Wolf! Help! Help!" On hearing his shouting, the easy and simple-minded villagers rushed to the spot to help him. When they went to the spot, they found no wolf. However, when the villagers approached him, the cowboy laughed at them and made fun. In this way, the cowboy made fun of the villagers twice in a row. At this, the villagers were very dissatisfied with the cowboy and forbade him to indulge in such fun.  But one day a real wolf came to him and started killing his cows one by one. Then the cowboy was very frightened. When he found the wolf, he cried out as before and said, "Wolf! Wolf! Help! Help!" On that day the villagers also heard his shouting but no one came to help him because they thought the cowboy was making fun of them again.  Meanwhile, the wolf killed many of his cows and then killed the cowboy. In fact, the cowboy had to die prematurely on that day because of telling lies.

A liar cowboy story moral: Nobody believes a liar.

পড়তে পারেনঃ

Nobody believes a liar story

বাংলা অনুবাদ:

এক সময় এক গ্রামে এক রাখাল বালক বাস করত। গ্রামের পাশেই ছিল একটি জঙ্গল। রাখাল বালকটি বনের কাছে মাঠের মধ্যে গরু চরাত। সে খুব দুষ্টু ছিল। সে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানাতো। গরু চরানোর সময় সে প্রায় চিৎকার করে বলত, "নেকড়ে! নেকড়ে! সাহায্য কর! সাহায্য কর!" তার চিৎকার শুনে সহজ সরল মনের গ্রামবাসীরা তাকে সাহায্য করতে ঘটনাস্থলে ছুটে যেতো। ঘটনাস্থলে যেয়ে তারা কোন নেকড়েকে দেখতে পেত না। যাইহোক, গ্রামবাসীরা তার কাছে পৌছানোর পর রাখাল বালকটি তাদেরকে দেখে হাসত এবং তাদেল সাথে মজা করত। এভাবে পরপর দুইবার রাখাল বালকটি গ্রামবাসীদের সাথে মজা করল। এতে গ্রামবাসীরা রাখাল বালকটির প্রতি খুবই অসন্তুষ্ট হল এবং তাকে এমন মজা করতে নিষেধ করল। কিন্তু একদিন সত্যিকারের নেকড়ে তার কাছে এসে একে একে তার গরু মারতে শুরু করল। তারপর নেকড়েটিকে দেখে রাখাল বালকটি খুব ভয় পেয়ে গেল। সে আগের মতই চিৎকার করে বলতে লাগল, "নেকড়ে! নেকড়ে! সাহায্য কর! সাহায্য কর!" সেদিন গ্রামবাসীরা তার চিৎকার শুনেছিল কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি কারণ তারা ভেবেছিল রাখাল বালকটি আবার তাদের সাথে মজা করছে। এদিকে নেকড়েটি তার অনেক গরু মেরে ফেলল এবং তারপর রাখাল বালকটিকে মেরে ফেলল। আসলে, মিথ্যা বলার কারণে রাখাল বালকটিকে সেদিন অকালে জীবন দিতে হল।

একজন মিথ্যাবাদী রাখাল বালকের গল্প নৈতিক: কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না।

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.