Type Here to Get Search Results !

সহজেই WH Question Rules in Bangla শিখতে আমাকে ক্লিক দিন

 

Wh question rules, Wh question rules in Bangla, wh question and answer class 5, wh question তৈরির নিয়ম, wh question for class 5

WH question ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রী ও অনার্স লেভেলের ইংরেজি সিলেবাসে WH question আছে। অথচ সব লেভেলের ছাত্রছাত্রীরা WH question এ দুর্বল। তারা পরীক্ষায় WH question উত্তর করতে পারেনা। তার একটাই কারণ Tenses সম্পর্কে তাদের ভাল অভিজ্ঞতা নেই। এছাড়া WH question করার যে নিয়ম আছে তাও তারা জানেনা। তারা আন্দাজে পরীক্ষায় WH question উত্তর করে। ফলে বেশির ভাগ উত্তর ভুল হয়ে যায়। তাই WH question শিখতে হলে সর্বপ্রথম Tense identification শিখতে হবে। তারপর WH question rules in Bangla জানতে হবে। এগুলো জানার পর যে কেউ সহজেই WH question করতে পারবে। আপনি যদি ইংরেজিতে Tenses নির্ণয় করতে না জানেন তাহলে লিংকের ক্লিক করে জেনে নিন।

আজ আর্টিকেলে আমি WH question এর গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনার সামনে তুলে ধরব। আপনি নিয়মগুলো পড়লে সহজে যেকোনো পরীক্ষায় WH question উত্তর করতে পারবেন। চলুন তাহলে WH question এর নিয়মগুলো দেখা যাক।

WH question rules in Bangla

Who দ্বারা প্রশ্ন করার নিয়ম

Rule-1: কোন বাক্যের Subject ব্যক্তিবাচক হলে Who দ্বারা প্রশ্ন করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি
অনুসরণ করতে হয়
i) Who বসে
ii) Subject উঠে যায়
iii) প্রশ্নের বাকী অংশ বসে
iv) প্রশ্ন বোধক চিহ্ন বসে
যেমন-
i) Salma helped to me.
Ans- Who helped to you?
ii) Rupa is an intelligent girl.
Ans- Who is an intelligent?

Rule-2: কোন বাক্যের Subject Everybody, everyone all হলে Who দ্বারা প্রশ্ন করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) Everybody, everyone all বাদ যায়

ii) Who বসে

iii) Tense অনুযায়ী don't/doesn't/didn't/auxiliary+n't বসে

v) প্রশ্নের বাকী অংশ বসে

iv) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-
i) Everybody respects an honest man.

Ans- Who doesn't respect an honest man?

ii) Everyone loved him.

Ans- Who didn't love him?

N: B: মুল Verb এর সাথে s বা es থাকলে বাদ যায় এবং মুল Verb টি V2 থাকলে v1 হয়

Rule-3: কোন বাক্যের Subject Nobody, no one none হলে Who দ্বারা প্রশ্ন করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) Nobody, no one none বাদ যায়

ii) Who বসে

iii) প্রশ্নের বাকী অংশ বসে

iv) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-
i) No one  will help you.

Ans- Who will help you?

ii) None respected the man.

Ans- Who respected the man?

Whom দ্বারা প্রশ্ন করার নিয়ম

Rule-1: কোন বাক্যের Object ব্যক্তি বাচক হলে Whom দ্বারা প্রশ্ন করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি
অনুসরণ করতে হয়
i) Whom বসে
ii) Tense অনুযায়ী সাহায্যকারী verb বসে
iii) Subject বসে
iv) মূল Verb বসে
v) প্রশ্নের বাকী অংশ বসে
vi) Object টি উঠে যায়
vii) বাকী অংশ ও প্ৰশ্নবোধক চিহ্ন বসে

N: B:- প্রশ্ন করার সময় First Person 2nd Person এ পরিণত হয় আর বাক্যের মধ্যে মূল Verb Free থাকলে তার সাহায্যকারী verb do, মূল Verb এর সাথে s/es থাকলে তার সাহায্যকারী verb does আর মূল verb টি V2 থাকলে তার সাহায্যকারী Verb did হয়
For example:
i) Send = do+send
ii) Sends = does+send
iii) Sent = did+send

যেমন-

i) Sumaiya knows him.
Ans- Whom does Sumaiya know?
ii) I taught him English.
Ans- Whom did you teach English?

Rule-2: কোন বাক্যের Object ব্যক্তি বাচক হলে এবং ঐ object এর পূর্বে কোন Preposition থাকলে ঐ Preposition টি Whom এর পূর্বে প্রথমে বসে অতঃপর Whom এর প্রধান নিয়মটি অনুসরণ করতে হয়

যেমন-

i) Fazlu lives with his brothers
Ans- With whom does Fazlu live?
ii) Sumon went to the Principal.
Ans- To whom did Sumon go?

Whose দ্বারা প্রশ্ন করার নিয়ম

Rule-1: কোন বাক্যে Subject এর পূর্বে Possessive Case যেমন- my, our, your, his, her, their, its, one’s এবং name’s থাকলে whose দ্বারা প্রশ্ন করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) Whose বসে

ii) Possessive Case টি উঠে যায়

iii) বাকী অংশ অপরিবর্তনীয় অবস্থায় বসে

iv) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-

i) Saiful's pen has been lost.

Ans- Whose pen has been lost?

ii) Her mobile phone is very costly.

Ans- Whose mobile phone is very fine?

WH question rules

Rule-2: কোন বাক্যের Object এর পূর্বে Possessive case থাকলে whose দ্বারা প্রশ্ন করতে হয়  ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়

i) Whose বসে

ii) Possessive Case টি উঠে যায়

iii) Object টি বসে

iv) Tense অনুযায়ী সাহায্যকারী verb বসে

v) Subject টি বসে

vi) মূল Verb টি বসে

vii) বাকী অংশ বসে

viii) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন
i) Rifad knows his cousin.

Ans- Whose cousin does Rifad know?

i) I met his brother.

Ans- Whose brother did you meet?

When দ্বারা প্রশ্ন করার নিয়ম

Rule: কোন বাক্যে সময় উল্লেখ থাকলে When দ্বারা প্রশ্ন করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) When বসে
ii) Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসে
iii) Subject টি বসে
iv) মূল Verb টি বসে
v) সময় নিদের্শক অংশটি বাদ যায়
vi) বাকী অংশ বসে
vii) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-

i) Tamanna went to college yesterday.
Ans- When did Tamanna go to college?
ii) Rayhan will come tomorrow.
Ans- When will Rayhan  come?

Where দ্বারা প্রশ্ন করার নিয়ম

Rule: কোন বাক্যে স্থান উল্লেখ থাকলে where দ্বারা প্রশ্ন করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) Where বসে
ii) Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসে
iii) Subject টি বসে
iv) মূল verb টি বসে
v) স্থান নিদের্শক অংশটি বাদ যায়
vi) বাকী অংশ বসে
vi) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন
i) Raju went to Khulna.
Ans- Where did Raju go?
ii) Salma resides in a brick-built house.
Ans- Where does Salma reside?

পড়তে পারেনঃ

How দ্বারা প্রশ্ন করার নিয়ম

Rule-1: কোন বাক্যে by/by dint of/with যোগে উল্লেখ থাকলে এক কথায়, দ্বারা/দিয়া/কর্তৃক উল্লেখ থাকলে How দ্বারা প্রশ্ন করতে হয়এ ক্ষেত্রে নিম্ন নিয়ম অনুসরণ করতে হয়

i) How বসে

ii) Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসে

iii) Subject বসে

iv) মূল Verb টি বসে

v) by/ by dint of with নিদের্শক অংশটি উঠে যায়

vi) বাকী অংশ বসে ও প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-
i) Akash went to Chittagong by bus.
Ans- How did Akash go to Chittagong?
iii) Sumon prospered in life by dint of hard work.
Ans- How did Sumon prosper in life?
Rule-2:
কোন বাক্যের শেষে Adjective/Adverb থাকলেও How দ্বারা প্রশ্ন দ্বারা করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) How বসে
ii) Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসে
iii) Subject বসে
iv) মূল Verb থাকলে বসে,না থাকলে বসে না
v) Adjective/Adverb টি বাদ যায়
vi) বাকী অংশ বসে ও প্রশ্ন বোধক চিহ্ন বসে
যেমন:
i) Ripa is ugly.

Ans- How is Ripa?

iii) Riya is beautiful.

Ans- How is Riya?

Rule-3: কোন বাক্যের শেষে Adverb + Adjective থাকলেও How দ্বারা প্রশ্ন করতে হয়এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) How বসে
ii) Adjective টি বসে
iii) Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসে
iv) Subject টি বসে
v) মূল Verb থাকলে বসে না থাকলে বসে না
vi) Adverb টি বাদ যায়
vii) বাকী অংশ বসে
viii) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-

i) Sujon is very short.

Ans- How short is Sujon?

ii) Rakesh is very intelligent.

Ans- How intelligent is Rakesh?

What দ্বারা প্রশ্ন করার নিয়ম

Rule-1: কোন বাক্যের Subject বস্তু বাচক হলে What দ্বারা প্রশ্ন করতে হয় এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়

i) What বসে

ii) Subject টি বাদ যায়

iii) বাকী অংশ বসে

vi) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-
i) The news gave him pleasure.

Ans- What gave him pleasure?

ii) The message makes him sad.

Ans- What makes him sad?

WH question and answer class 5

Note-2: কোন বাক্যের Object বস্তু বাচক হলেও What দ্বারা প্রশ্ন করতে হয়এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) What বসে
ii) Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসে
i) Subject বসে
iv) মূল verb টি বসে
v) বস্তু বাচক Object টি উঠে যায়
vi) বাকী অংশ বসে
vii) প্রশ্ন বোধক চিহ্ন বসে
যেমন
i) He sends a news.
Ans- What does he send?
ii) Alok bought a mobile phone.
Ans- What did Alok buy?
Rule-3:
কোন বাক্যের Object যদি Subject এর পেশা হয় তাহলে What দ্বারা প্রশ্ন করতে হয়এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) What বসে
i) সাহায্যকারী Verb বসে
iii) Subject বসে
iv)
মূল Verb থাকলে বসে, না থাকলে বসে না
v) পেশা নিদের্শক শব্দটি উঠে যায়
vi) বাকী অংশ বসে
vii) প্রশ্ন বোধক চিহ্ন বসে
যেমন-
i) Rabiul is a manager.
Ans- What is Rabiul?
ii) Mamun is a doctor.
Ans- What is Mamun?
Rule-4: কোন বাক্যে Age (বয়স), Depth (গভীরতা, Height (উচ্চতা), Length (দৈর্ঘ্য) এবং width (প্রস্থ) উল্লেখ থাকলেও What দ্বারা প্রশ্ন করতে হয়এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) What বসে
ii) Age/Depth/Height/Length/Width বসে
ii) সাহায্যকারী Verb বসে
iv) Subject বসে
v) সংখ্যা/পরিমাণ নিদের্শক শব্দটি বাদ যায়
vi) বাকী অংশ বসে
vii) প্রশ্ন বোধক চিহ্ন বসে
যেমন-
i) Ripon was twenty two
Ans-What age was Ripon?
ii) Sakibul is five feet.
Ans-What hieght is Sakibul?

Which দ্বারা প্রশ্ন করার নিয়ম

Rule-1: কোন বাক্যের Subject বস্তু বাচক হলে আর ঐ বস্তুবাচক Subject পূর্বে Adjective/Noun Adjective থাকলে Which দ্বারা প্রশ্ন করতে হয়এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) Which বসে
ii) Adjective/Noun Adjective টি উঠে যায়
iii)
বাকী অংশ বসে
iv) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-
i) Green mangoes taste sour.
Ans- Which mangoes taste sour?
ii) Eagle coach will arrive now.
Ans- Which coach will arrive now?

তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্ন উত্তর

Rule-2: কোন বাক্যের Object বস্তু বাচক হলে এবং ঐ বস্তু বাচক Object এর পূর্বে Adjective/Noun Adjective থাকলেও Which দ্বারা প্রশ্ন করতে হয়এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়
i) Which বসে
ii) Adjective/Noun Adjective টি উঠে যায়
ii) Object টি বসে
iv) Tense অনুযায়ী সাহায্যকারী Verb বসে
v) Subject বসে
vi) মূল Verb বসে
vii) বাকী অংশ বসে
viii) প্রশ্ন বোধক চিহ্ন বসে
যেমন:
i) Asha likes color dress.
Ans- Which dress does Asha like?
ii) Biman will buy a grammar book.
Ans- Which book will Biman buy?

Why দ্বারা প্রশ্ন করার নিয়ম

Note: কোন বাক্যের শেষে Because/as/since/because of/ for/due to/owing to  to+ V1 যোগে কারণ উল্লেখ থাকলে Why দ্বারা প্রশ্ন করতে হয়এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়

i) Why বসে

ii) Tense অনুযায়ী সাহায্যকারী verb বসে

iii) Subject বসে

iv) মূল Verb টি বসে

v) Because/as/since/because of/ for/due to/owing to  to+ V1 সহ কারণ অংশটি বাদ যায়

vi) বাকী অংশ বসে

vii) প্রশ্ন বোধক চিহ্ন বসে

যেমন-
i) Nurul Amin failed for his rough behavior.

Ans- Why did Nurul Amin fail?

ii) Sonjoy will pass because of hard work.
Ans- Why will Sonjoy pass?

আলোচনা শেষ প্রান্তে বলা যায় যে WH question এর নিয়ম ইংরেজি অন্যান্য গ্রামার এর তুলনায় খুব কম। যদি কোন ছাত্র-ছাত্রী আমার লেখা WH question rules in Bangla আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে তাহলে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি ও অনার্স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় সহজেই WH question উত্তর করতে পারবে। তাই বারবার নিয়মগুলো পড়ুন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করুন। অবশ্যই পরীক্ষায় WH question এ ভালো নম্বর ক্যারি করতে পারবেন।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad