Type Here to Get Search Results !

Tree Plantation Paragraph

 

Tree plantation paragraph,tree plantation,paragraph tree plantation,tree plantation paragraph for class 9-10

Tree plantation paragraph

Trees are the most important element of our environment. Without trees, the existence of humans and animals is not possible in this world. Actually, planting trees is called tree plantation. Tree plantation is one of the best works in our society. Every year we should plant more trees for our existence because trees give us oxygen without which we can’t live a single moment. Besides, they give us shade and protect us from the burning sun. They also take in carbon dioxide, decrease world temperature, and save the world from climate change. Apart from this, trees help us to cook food, make buildings, and cure incurable diseases. Actually, the importance of trees can’t be described in words. Really, trees are our best friends. They protect us from natural disasters and maintain ecological balance. In addition, they provide us with food, medicine, and shelter. But it is a matter of great sorrow that at present, many dishonest people are cutting down trees at random. If the situation is going on in this way, there will be no trees in the world at all and the world will turn into a desert. In recent years, the world temperature has increased at an alarming rate and the world's climate has already changed due to the shortage of trees. For this climate change, we are facing many problems. There are natural disasters like floods, drought, and famine every year due to the lack of trees. There is no rain for want of necessary trees and we are passing rainless days even in the rainy season. However, immediately necessary strong steps must be taken to stop cutting down trees indiscriminately. And, a lot of trees must be planted along the roadsides, mountain slopes, by the river sides, in the educational institutions, and in the open fields every year to save our environment. Above all, only tree plantation can save us from natural disasters and climate change. So, we should plant more and more trees every year thinking about the existence of our next generation.

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

Paragraph tree plantation

 বাংলা অনুবাদ:

গাছ আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। বৃক্ষ ছাড়া এই পৃথিবীতে মানুষ ও প্রাণীর অস্তিত্ব একেবারেই সম্ভব নয়। প্রকৃতপক্ষে, গাছ লাগানোকে বৃক্ষরোপণ বলে। বৃক্ষরোপণ আমাদের সমাজের অন্যতম সেরা কাজ। প্রতি বছর আমাদের অস্তিত্বের জন্য অধিক পরিমাণে গাছ লাগাতে হবে কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় যা ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না। এছাড়াও, তারা আমাদের ছায়া দেয় এবং জ্বলন্ত সূর্য থেকে আমাদের রক্ষা করে। তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, বিশ্বের তাপমাত্রা হ্রাস করে এবং বিশ্বকে জলবায়ু পরিবর্তন থেকে বাঁচায়। এছাড়া গাছ আমাদের খাবার রান্না করতে, ভবন তৈরি করতে এবং দুরারোগ্য রোগ নিরাময়ে সাহায্য করে। প্রকৃতপক্ষে, গাছের গুরুত্ব ভাষায় বর্ণনা করা যায় না। সত্যিই, গাছ আমাদের সেরা বন্ধু। তারা আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। উপরন্তু, তারা আমাদের খাদ্য, ওষুধ এবং আশ্রয় প্রদান করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বর্তমানে অনেক অসাধু লোক বেপরোয়াভাবে গাছ কেটে ফেলছে। এভাবে চলতে থাকলে পৃথিবীতে একদিন কোন গাছ থাকবে না, পৃথিবী পরিণত হবে মরুভূমিতে। সাম্প্রতিক বছরগুলিতে, গাছের অভাবে বিশ্বের তাপমাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের জলবায়ু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে। এই জলবায়ু পরিবর্তনের জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এখন গাছের অভাবে প্রতিবছর বন্যা, খরা, দুর্ভিক্ষের মতো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। প্রয়োজনীয় গাছের অভাবে বৃষ্টি হচ্ছে না এবং বর্ষাকালেও আমরা বৃষ্টিহীন দিন পার করছি। তবে অবিলম্বে নির্বিচারে গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় জোরালো পদক্ষেপ নিতে হবে। আর আমাদের পরিবেশ বাঁচাতে প্রতিবছর রাস্তার পাশে, পাহাড়ের ঢালে, নদীর ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে ও খোলা মাঠে প্রচুর গাছ লাগাতে হবে। সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে একমাত্র বৃক্ষরোপণই আমাদের রক্ষা করতে পারে। তাই আমাদের আগামী প্রজন্মের অস্তিত্বের কথা চিন্তা করে প্রতি বছর বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad