Special uses of some words and phrases rules
Special uses of some words and phrases ইংরেজি গ্রামারের একটি সংক্ষিপ্ত
গ্রামাটিক্যাল টপিক। শুধুমাত্র এইচএসসি লেভেলের ছাত্র-ছাত্রীদের জন্য ইংরেজি
গ্রামারের সিলেবাসে এই টপিকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। Special uses of some words and phrases টপিকটি মোটেই কঠিন নয়। তবে নতুন বটে কারণ জেএসসি ও এসএসসি তে এই টপিকটি নাই।
তারপরেও যদি কোন ছাত্র-ছাত্রী Special uses of some words and phrases rules নিয়ে একটু চেষ্টা করে তাহলে এই গ্রামাটিক্যাল টপিকে সে ভালো করতে পারে। আমি এখন ছাত্রছাত্রীদের সুবিধার্থে Special uses of some words and phrases এর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। চলুন তাহলে এখন আলোচনায় যাওয়া যাক।
Use of Be born
Note: Be born
অর্থ জন্ম গ্রহণ করা। Present Tense
এ am born/is born/are born
হয়। আর Past Tense
এ was born
বা were born
হয় ৷ মায়ের গর্ভে জন্ম নেওয়া, কোন ধারণা প্রতিষ্ঠা বা অনুভূতি সৃষ্টি বা অস্তিত্ব
লাভ, কোন গুণ, মেধা বা বৈশিষ্ট্য নিয়ে জন্ম অর্থে be
born ব্যবহৃত হয়। এক কথায়, জন্ম তারিখ ও জন্ম স্থান উল্লেখ থাকলে be born ব্যবহৃত হয়।
যেমন:
i) Asad .................in a poor family.
Ans : was born.
Ans : is born.
ii) His friends …………… in Khulna.
Ans : were born.
iii) He ……………… to serve the poor.
Ans : was born.
iv) Ashik …………………… with a golden spoon in his mouth.
Ans
: was born.
Use of Have to/has to/had to/will have to/shall have to
Note:
কোন কাজ করার বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা ও উপদেশ প্রদান ইত্যাদি অর্থে Have to/Has to/Had to ব্যবহৃত হয়। Present Tense এ Have to/Has to, Past tense এ
Had to এবং Future Tense এ Shall have to/Will have to ব্যবহৃত হয়।
Subject Singular
হলে Has to এবং Subject Plural হলে Have to বসে। Have to ও has to Affirmative, Negative এবং Interrogative Sentence এ ব্যবহৃত হতে পারে।
Affirmative Sentence: Affirmative Sentence এ Subject এর পরে have to/has to বসে।
যেমন:
i) Students …. ……………… … respect their teachers.
Ans : have to.
ii) He……………………… obey his parents.
Ans: has to.
ii) Monir ……………… complete the task last year.
Ans : had to.
iv) He …………………………… perform his duty next.
Ans : will have to
Negative Sentence:
Negative Sentence
এ have to/has to
এর পূর্বে tense অনুযায়ী don’t, doesn’t ও didn’t বসে।
যেমন:
i) You .................. not complete the course.
Ans: don’t have to.
ii) Rakesh............ not help me.
Ans : doesn’t have
to.
Interrogative
Sentence: Interrogative Sentence এ have to/has to ব্যবহার করার সময় Subject এর পূর্বে tense অনুযায়ী Do/Does/Did বসে এবং Subject
এর পরে have to
বসে।
যেমন:
i) ……………… Salam help me?
Ans : Dose Salam have to.
ii) ........... Sumon study more?
Ans : Did Sumon have to.
Use of Had better
Note: Had better একটি Model auxiliary verb. এই Model auxiliary Verb ঢি Present অথবা Future tense এর অর্থ প্রকাশ করে। কোন কিছু বলা
বা করা ভাল এমন অর্থে had better
ব্যবহৃত হয় ৷
যেমন:
i) You ………………………… read more.
Ans : had better.
ii) He ……………………… go home.
Ans : had better.
iii) You.............not fail in the examination.
Ans : had better.
N:B: Negative Sentence এর ক্ষেত্রে better এর পরে not
বসে।
Special words and phrases HSC
Use of Would rather
Note: Would rather একটি Modal auxiliary verb. ইহা Present
form এর আগে বসে। দুটি কাজ বা অবস্থার মধ্যে দুটিই কঠিন ,তার মধ্যে থেকে একটি
পছন্দনীয় হলে Would rather
বসে। সাধারনত: Would rather
এর পরে Than থাকে ।
যেমন:
i) He ………. starve than steal.
Ans: would rather
ii) I ………..die than beg.
Ans: would rather
Use of Let Alone
Note: কোন
কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না এমন অর্থে Let alone ব্যবহৃত হয় ৷ Let alone এর এক পাশে কম আর অপর পাশে বেশী হয়
অথবা এক পাশে ছোট আর অপর পাশে বড় হয়।
যেমন
:
i) He does not get B …………… A+.
Ans : let alone.
ii) She cannot walk a kilometer ………………… 10 kilometers.
Ans : let alone
পড়তে পারেনঃ
Use of What
if
Note: What if সাধারণত “যদি তাই হয় বা যদি এমনই
হয় তাহলে কি হবে” অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। আবার কোন কিছু ঘটার ভয় প্রকাশ, মতামত
জানা ও পরিণাম জানা এ অর্থে What if
ব্যবহৃত হয়। What if
এর পরে Sub + verb +ext
হয়।
যেমন
:
i) …………………… the message is true.
Ans : What if.
ii) I don’t waste time .............. I fail in the
examination.
Ans : what if.
Use of As if/As though
Note: As if/As though "যেন" অর্থ
প্রকাশ করতে ব্যবহৃত হয়। As if/As though
এর পূর্বের অংশ Present Indefinite tense
হলে পরবর্তী অংশ Past indefinite tense
হয়। আবার পূর্বের অংশ Past Indefinite tense
হলে পরবর্তী অংশ Past perfect Tense
হয।
যেমন:
i) He speaks …………………………… he knew everything.
Ans : as if/as though.
ii) He talked……………...he had known all.
Ans: as if/as though
iii) He talks……………. he were a mad.
Ans: as if/as though
Special uses of words and phrases
What's.....like/What does...look like
Note: What's.....like/What does...look like
কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোন অনুভূতি
বা কাল্পনিক কিছু দেখতে ইত্যাদি সমন্ধে জানার
জন্য Whats....like/What does..look like
ব্যবহৃত হয়।
যেমন:
i)..............
your sister ?
Ans:
What's.....like
ii)........a
ghost………..?
Ans:
What does...look like
Use of As soon as
Note: কোন
একটি ঘটনা ঘটার সাথে সাথে আর একটি ঘটনা ঘটা বোঝাতে As
soon as
ব্যবহত হয়।
যেমন:
i)............. the thief saw the
police, he fled away.
Ans: As soon as
ii)……...his father came back, he was very pleased.
Ans: As soon as
Use of Used to
Note:
অতীতের অনিয়মিত অভ্যাস বুঝাতে সকল Person
এ Used to
ব্যবহৃত হয়।
যেমন:
i) I…………. swim in the river.
Ans: used to
ii) He………..smoke in the past.
Ans: used to
Use of It is time/It is high time
Note: কোনো
কাজ করার সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু
করা উচিত এরুপ বুঝালে It is time/It is high time-এর
ব্যবহার হয়।
যেমন :
i)
……………..he made a plan.
Ans: It is time/It is high time
ii)
…………….we changed our bad habits.
Ans: It is high time/It is high time
N:B : It is time/It is high time এর পর verb সাধারণত
Past tense
হয়।
Use of No sooner had ........ than, Scarcely had....... when, hardly had ........when
Note: No sooner had........than, Scarcely had.......when,
hardly had........when
এ জাতীয় Structure দ্বারা “যেতে
..... না যেতে” “খেতে.......না খেতে'' ‘পোঁছাইতে .........না পোঁছাইতে” ইত্যাদি অর্থ প্রকাশ পায়। এ ক্ষেত্রে than
বা when পূর্ব অংশ Past Perfect tense এবং পরের অংশ Past Indefinite
হয়।
যেমন
:
i) ………... I started my journey than he came.
Ans: No sooner had
ii) ………...He reached the station when the train left.
Ans: Scarcely had
iii) ………..he reached the college when the examination began.
Ans: Hardly had
Special uses of some words and phrases HSC Practice
Use of Introductory There
Note: Introductory
শব্দের বাংলা অর্থ সূচনামূলক। শুধুমাত্র Sentence
শুরু করার জন্য "There" ব্যবহৃত
হয় বলে একে Introductory "There"
বলে । Introductory "There" দিয়ে sentence
শুরু হলে উক্ত sentence-এ
verb, Subject
এর আগে বসে । Present Tense
এ কোন sentence যদি
There দ্বারা শুরু হয়
এবং তারপর যদি Singular Noun
থাকে তবে এ ক্ষেত্রে Be verb "is"
বসে। Past Tense
এর ক্ষেত্রে Be verb 'was'
বসে এবং মূল verb এর ক্ষেত্রে verb এর Past
tense বসে আর There এর পরে Plural number থাকলে Present Tense এর ক্ষেত্রে Be verb 'are' বসে এবং Past tense এর ক্ষেত্রে Be verb "were' বসে। আবার Like, live, exist, remain, come, arise, appear, enter,
follow, see, happen ইত্যাদি verb
-এর সাথে "There"
ব্যবহৃত হয়। আবার কোন sentence এর
Subject
যদি Some, any, no, somebody, anybody,
nobody, something, anything, nothing হয় সেক্ষেত্রে অধিকাংশ
সময় "There "
দ্বারা Sentence
শুরু হয়।
যেমন:
:
i) …………. Lived a king.
Ans:
There
ii).................. was nobleman
Ans: There
Use
of Introductory
It
Note: There ন্যায় It
ও যখন Sentence
এর শুরুতে বসে তখন তাকে Introductory It
বলে। Subject কে
Introduce
করতে, পূর্বের উল্লেখিত Subject
নির্দেশ করতে, জড় পদার্থ, ছোট শিশু এবং ইতর বা নিম্ন শ্রেণীর প্রাণীর পরিবর্তে,পূর্বের
বক্তব্যকে পরে উল্লেখ করতে এবং পরের বক্তব্যের পূর্বাভাস দিতে, পরবর্তী কোন Noun or Pronoun এর উপর জোর Emphasis দিতে ও Impersonal verb এর সাথে অনির্দিষ্ট Subject হিসেবে It ব্যবহৃত হয়।
যেমন
:
i) I forgot to give him to my address. ……………. was a mistake.
Ans: It
ii) We ate pizza last night. …………...was delicious.
Ans: It
iii) Yesterday he bought a pen. …………... was costly.
Ans: It
iv) The cat was looking very weak. ………... had not eaten for
two days.
Ans: It
v) ………….. is you who have broken my glass.
Ans: It
আলোচনার শেষ প্রান্তে বলা যায় যে আমার লেখা Special uses of some words and phrases rules গুলো পড়লে যে কোন ছাত্র-ছাত্রী খুব সহজেই Special uses of some words and phrases এ 5 এর মধ্যে 5 কিংবা 10 এর মধ্যে 10 পেয়ে যাবে। তাই নিয়মগুলো বার বার পড়তে হবে এবং বেশি বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে।
রিলেটেড পোস্টসঃ
- বাংলায় বিস্তারিতভাবে Finite Verb Classification আলোচনা
- Auxiliary Verb Classification সম্পর্কে বিস্তারিত আলোচনা
- 100 Transitive and Intransitive Verb Examples with Answers
একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Thanks a lot
উত্তরমুছুন