Right form of verb ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে Right form of verb করতে পারে না। অথচ জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিসিএস সহ সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পোলচারি Right form of verb থাকেই। তাই আজ আমি আমার এই আর্টিকেলে Right form of verb সবচেয়ে সহজ পদ্ধতিতে শেখার নিয়ম আপনার সামনে তুলে ধরব। আপনি সব নিয়মগুলো পড়লে কোন পরীক্ষায় কখনো Right form of verb এ ব্যর্থ হবেন না বরং ১০০% সঠিক উত্তর করতে পারবেন।
Right form of verb
Right form of verb বা Verb correction করার উপায়:
সাধারণত দুটি উপায়ে Verb correction করতে হয়।
a) Active
b) Passive
a) Active: কে বা কারা দ্বারা প্রশ্ন
করে Subject পাওয়া গেলে Active voice এ verb correction করতে হয়।
Active voice এ verb correction করার আবার ৩টি উপায় আছে।
i) Affirmative
ii) Negative
iii) Interrogative
i) Affirmative: Sentence এর প্রথমে Subject থাকলে, শেষে Full stop থাকলে এবং মাঝে not না থাকলে Affirmative sentence এ verb correction করতে হয়।
ii) Negative: Sentence এর প্রথমে Subject থাকলে, শেষে Full stop থাকলে এবং মাঝে not থাকলে Negative sentence এ verb correction করতে হয়।
iii) Interrogative: Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন
উল্লেখ থাকলে Interrogative sentence এ verb correction করতে হয়।
b) Passive:
b) Passive: কি বা কাকে দ্বারা প্রশ্ন
করে Subject পাওয়া গেলে Passive voice এ verb correction করতে হয়।
Right form of verb rules Bangla
1. কোন Sentence এ
generally, normally, sometimes, occasionally, daily, ordinarily, often,
regularly, always, now and then, every, usually, nowadays ইত্যাদি উল্লেখ থাকলে ঐ Sentence টি Present Indefinite Tense অনুযায়ী correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে
Subject পাওয়া গেলে--------------
i) Affirmative: v1 অথবা V+s/es
যেমন:
Akash.........(watch) TV
regularly.
Ans: watches.
ii) Negative: do not/does not +V1
যেমন:
Sometimes Sakib
not.........(take) care of his health.
Ans: does not take.
iii) Interrogative: Do/does + subject +V1+?
যেমন:
Sharmin........(come) to
college often?
Ans: Does Sharmin come?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে
Subject পাওয়া গেলে-----------
iv) Passive: am/are/is+V3
যেমন:
The work..........(do)
usually.
Ans: is done.
2. কোন
Sentence এ yesterday, ago, long since, long ago, last, in the past, previously,
before, back, in those days, past time ইত্যাদি উল্লেখ থাকলে ঐ Sentence টি Past Indefinite tense অনুযায়ী correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject
পাওয়া গেলে--------------
i) Affirmative: V2
যেমন:
Fahim...........(go) to
college yesterday.
Ans: went.
ii) Negative: did not+V1
যেমন:
Sumaiya not...........(sit
for) the examination last year.
Ans: did not sit for.
ii) Interrogative: Did + subject+V1+?
যেমন:
Shamima..........(come)
ten minutes ago?
Ans: Did Shamim come?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
iv) Passive: was/were +V3
যেমন:
The problem...........(solve)
yesterday.
Ans: was solved.
3. কোন Sentence এ tomorrow, next, later on, soon, in future, future
time ইত্যাদি উল্লেখ থাকলে ঐ Sentence টি
Future indefinite tense অনুযায়ী correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে--------------
i) Affirmative: shall/will+V1
যেমন:
Jim...........(come)
here tomorrow.
Ans: will come.
ii) Negative: shall/will + not +V1
যেমন:
Trishna not...........
(appear at) the examination next year.
Ans: will not appear at.
iii) Interrogative: Shall/Will+Sub+V1+?
যেমন:
Shima............(come)
round soon?
Ans: Will Shima come
round?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
iv) Passive: shall be/will be +V3
যেমন:
Lot of
trees...........(plant) next year.
Ans: will be planted
4. কোন sentence এ now, at this
moment, day by day, day after day, gradually, rapidly, continuously, at
present, চলমান সময় ইত্যাদি উল্লেখ থাকলে ঐ sentence টি
Present continuous tense অনুযায়ী Correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন টি অনুসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে------------
i) Affirmative: am/are/is.+verb+ing
যেমন:
Sormi............(read)
the book now.
Ans: is reading.
ii) Negative: am/are/ is+ not + verb + ing.
যেমন:
Soniya not ............(read) the text rapidly.
Ans: is not reading.
iii) Interrogative: Am/Are/Is + subject
+ verb + ing+?
যেমন:
Shahana............(change)
her behavior gradually?
Ans: Is Shahana
changing?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেলে----------------
iv) Passive: am/are/is+ being+V3
i) The book..........(print)
now.
Ans: is being printed.
5. কোন Sentence এ just,
just now, yet, ever, lately, recently, already ইত্যাদি থাকলে ঐ Sentence টি Present perfect tense অনুযায়ী Correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্নটি অনূসরণ করতে হয়।
কে বা কারা দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেল---------------
i) Affirmative: have/has +V3
যেমন:
Majeda
already.............(make) a plan.
Ans: has made.
ii) Negative: have/has + not+V3
যেমন:
She not............. yet
(finish) the work.
Ans: has not finished.
iii) Interrogative: Have/Has + subject +
V3+?
যেমন:
Nupur ever............
(be) to London?
Ans: Has Nupur been?
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে Subject পাওয়া গেল-----------------
iv) Passive: have been/has been +V3
যেমন:
The car............(sell)
just now.
Ans: has been sold.
6. কোন Sentence এ have/has/had এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি V3 হয়।
যেমন:
i) We have............
(make) him captain.
Ans: made.
ii) Munia
has............ (send) the message.
Ans: sent.
iii) Rajib had...........(write)
a letter.
Ans: written.
7. কোন Sentence এর মাঝে since থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb correction করতে হয়।
i) Present
indefinite/Present perfect + since + V2
যেমন:
It is many years since I............
(see) him.
Ans: saw.
b) V2+ since + had + V3
যেমন:
It was long since Rupa
.........(meet) me.
Ans: had met.
8. Since/for এর পরে সময় উল্লেখ থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb correction করতে হয়।
i)
have/has+been+verb+ing (অতীত বা ভবিষ্যৎ সময় উল্লেখ
না থাকলে)
যেমন:
It............(rain)
since morning.
Ans: has been raining.
ii) had been+verb+ing (অতীত সময় উল্লেখ থাকলে)
যেমন:
It............(rain)
since last morning.
Ans: had been raining.
iii) shall/will + have
been + verb + ing (ভবিষ্যৎ সময় উল্লেখ থাকলে)
যেমন:
It............(rain)
since next morning.
Ans: will have been raining.
We………..(learn) English for an hour.
Ans: have been/had been/will
have been learning.
9. কোন Sentence এ Before/after উল্লেখ থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb correction করতে হয়।
a) Verb + ing
(Before/after পরে Subject
না থাকলে)
যেমন:
(i) Before............
(go) home, she met me.
Ans: going .
(ii)
After..............(complete) the course, he will be a doctor.
Ans: completing
b) had + V3 + before +
V2 (Before এর পরে
Subject থাকলে)
যেমন:
The patient had died
before the doctor............ (come).
Ans: came
c) V2 + after + had + V3
(After এর পরে
Subject থাকলে)
যেমন:
The patient........(die)
after the doctor had come.
Ans: died.
10. একটি Sentence এ দুটি verb থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb Correction করতে হয়।
i) Verb + ing (বাক্যটি দ্বারা উদ্দেশ্য না বোঝাল)
যেমন:
I saw
him............(go).
Ans: going.
ii) To + V1 (বাক্যটি দ্বারা উদ্দেশ্য বোঝাল)
যেমন:
He came to
me.............(learn) English.
Ans: to learn.
Right form of verb rules
11. Modal auxiliaries যেমন: can, could, shall, should, will, would, may,
might, must, ought to, had better, had rather, would better, would rather, need, let, dare, be to ইত্যাদির পরে ( ) Verb
থাকলে ঐ ( ) Verb টি নিম্ন নিয়ম অনুযায়ী correction হয়।
i) V1 (কে বা কারা দ্বারা প্রশ্ন করে subject পাওয়া গেলে)
যেমন:
He can.............
(read) the book.
Ans: read
ii) be + V3 (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে subject পাওয়া গেলে)
যেমন:
The message
must............ (send) .
Ans: be sent.
12. Have, has, had, having, be, to be, being ও
been এর পরে ( ) verb থাকলে উক্ত () verb টি V3 হয়।
যেমন:
i) Urmila
has............. (perform) her duty.
Ans: performed.
ii) They have...........
(paint) the wall.
Ans: painted.
iii) She had...........
(post) the letter.
Ans: posted
iv) The sun
having............ (set), we returned home.
Ans: set
v) The picture has
been............. (draw) by him.
Ans: drawn.
vi) The principal
desired the notice to be.............(hang).
Ans: hung.
13. It is time/It is high time, fancy ও
wish এর পরে Subject থেকে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি V2 হয়। আর শুধুমাত্র wish এর পরে Subject থেকে ( ) এর মধ্যে be অথবা to be থাকলে উক্ত স্হানে were হয়।
যেমন:
i) It is high time Dolly..........(take)
a good decision.
Ans: took.
ii) I wish
I............(sing) a song.
Ans: sang.
iii) I wish
I............(to be) a king.
Ans: were.
14. It is time, It is high time এর পরে Subject না থেকে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি to+
V1 হয়।
যেমন:
i) It is
time...........(go) home.
Ans: to go.
ii) It is high
time............(read) more.
Ans: to read.
15. দুটি Sentence এর মাঝে as though/as if থাকলে নিম্ন নিয়ম অনুযায়ী verb Correction করতে হয়।
a) Present indefinite +
as though/as if + V2/were.
যেমন:
i) Shima speaks as though she.......... (know) all.
Ans: knew
ii) Sohag talks as if he............(to be) a leader.
Ans: were.
b) V2 + as though/as if
+ had + V3
যেমন:
Lubna spoke as
though she...........(know) all.
Ans: had known.
16. Have, has, had, get, got ও want +
object এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি v3 হয়।
যেমন:
i) Rumpa got her hair........... (dress).
Ans: dressed.
ii) Rupa got the
work............(do).
Ans: done.
17. While এর পরে subject না থেকে () verb থাকলে উক্ত ( ) verb এর সাথে ing যোগ করতে হয়। আর While এর পরে subject থেকে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি was/were + verb
+ ing হয়।
যেমন:
(i) While...........
(walk) on the road, I saw a dead cow.
Ans: walking.
(ii) While l............
(go) to the field, I saw a dead body.
Ans: was going.
18. With a view to, due to, owing to, look forward to, be used to, prefer
to, devoted to, addicted to, accustomed to, contribute to, worth, mind, past, would
you mind ও prepositions এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টির সাথে ing যোগ করতে হয়।
যেমন:
i) Rasel went to library
with a view to.......... (read) books.
Ans: reading,
ii) I was used
to............ (go) there.
Ans: going
iii) Farjana prefers
reading to........... (write).
Ans: writing.
19. Cannot help/could not help এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) verb এর সাথে ing যোগ করতে হয়। আর Cannot but/could not but এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি V1 হয়।
যেমন:
(i) He could not help............ (laugh).
Ans: laughing.
(ii) She cannot but.............. (laugh).
Ans: laugh
20. To, in order to ও used to এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি V1 হয়।
যেমন:
i) Raja decided
to........ (go) to college.
Ans: go.
ii) Nurul wants a pen in
order to............ (write) a letter.
Ans: write.
Rules of right form of verbs
21. By এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) Verb এর সাথে ing যোগ করতে হয়। আর By পূর্বে () Verb থাকলে উক্ত ( ) Verb টি tense অনুযায়ী to be verb + v3
হয়।
যেমন:
i) By.............(work)
hard, he made a good result.
Ans: working,
ii) The
picture..........(draw) by her.
Ans: is/was drawn.
22. Am/are/is/was/were এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি নিম্ন নিয়ম অনুযায়ী correction হয়।
a) Verb + ing (কে বা কারা দ্বারা প্রশ্ন করে subject পাওয়া গেলে)
যেমন:
i) Rafid is............ (play) football.
Ans: playing.
b) V3 (কি বা কাকে দ্বারা প্রশ্ন করে subject পাওয়া গেলে)
যেমন:
(ii) The book was.......... (publish) in 2020.
Ans- published
23. Do not, does not ও did not এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb V1 হয়।
i) She does
not.......... (sing) a song.
Ans: sing.
ii) He did
not........... (come) home.
Ans: come.
iii) I do
not............. (know) him.
Ans: know.
24.কোন Sentence এর প্রথমে would that থাকলে এবং Subject
এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি could + V1 হয়।
যেমন:
i) Would that I.........
(help) the poor.
Ans: could help
ii) Would that he..........
(enter) the room.
Ans: could enter.
25. Lest এর পরে
Subject থেকে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি should/might + V1 হয়।
যেমন:
i) Selim tried heart
and soul lest he.......... (fail)
in the examination.
Ans: should fail.
ii) Rubel walked fast
lest he.......... (miss) the train.
Ans: should miss.
পড়তে পারেনঃ
26. One of the এর পরে Noun টি Plural এবং ( ) verb টি Singular হয়।
যেমন:
i) One of the
students........... (be) absent today.
Ans: is.
ii) One of the
boys........... (be) present yesterday.
Ans: was.
27. দুটি Noun/Pronoun এর মাঝে as well as, along with, together with, in addition to, accompanied by থাকলে এই Phrase গুলির
পূর্ববর্তী word অনুযায়ী verb correction করতে
হয়।
যেমন:
i) Rasel as well as his
friends.......... (be) intelligent.
Ans- is/was.
ii) My friends
accompanied by Akash........... (be) there.
Ans- are/were.
28. কোন
Sentence এ ( ) এর মধ্যে be থাকলে উক্ত be এর স্হানে tense অনুযায়ী am/are/is অথবা was/were অথবা shall be/ will be হয়।
NB: Present Indefinite Tense হলে am/are/is, Past Indefinite Tense হলে
was/were আর Future Indefinite Tense হলে shall be/will be হয়।
যেমন:
i) The rich.............
(be) not always happy.
Ans- are.
ii) Sumon.............
(be) absent in the meeting yesterday.
Ans- was.
iii) You............(be)
happy in life in future.
Ans: will be.
29. দুটি
Sentence এর মাঝে Conjunction থাকলে ঐ conjunction এর প্রথম Verb
টি যে রূপে
থাকে দ্বিতীয় Verb টি ঐ রূপে হয়।
যেমন:
i) Brishti succeeded
because she.......... (work) hard.
Ans- worked.
ii) He came to me and
I........... (teach) him English.
Ans- taught.
30. So that + subject এর
পরে ( ) Verb থাকলে ঐ ( ) verb টি নিম্ন নিয়ম
অনুযায়ী Correction করতে হয়।
a) can/may + V1 ( So
that এর পূর্ব অংশ Present indefinite tense হলে )
যেমন:
i) We eat so that we......... (live).
Ans- may/can live
b) Could/might + V1 (So
that এর পূর্ব অংশ Past indefinite tense হলে)
যেমন:
ii) He studied well so
that he..........(make) a good result.
Ans-could/might make.
Right form of verbs
31. কোন
Sentence এর প্রথমে Subject না থেকে ( ) Verb থাকলে এবং
তারপরে ext + কমা থাকলে এবং তারপরে একটি Sentence থাকলে উক্ত ( ) Verb এর সাথে ing যোগ করতে হয়।
যেমন:
i) ..............(Do)
the work, he went to college.
Ans- Doing.
ii) ..............
(Take) the bag, she went way.
Ans- Taking.
32. কোন Sentence এর প্রথমে Subject না থেকে ( ) Verb থাকলে অথবা Subject ছাড়া ( ) এর পূর্বে adverb থাকলে এবং তারপরে ext + full stop থাকলে উক্ত ( ) verb টি V1 হয়।
যেমন:
i) .............(Close)
the door.
Ans: Close.
ii) ............(Study) more.
Ans: Study.
33. কোন
Sentence এর Subject এর পরে
( ) Verb থাকলে এবং দ্বিতীয় verb টি am, are, is, was, were হলে উক্ত ( ) verb এর সাথে ing যোগ করতে হয় অথবা V3 হয়।
যেমন:
i) The number of
English........... (speak) people is available in the world.
Ans- speaking.
ii) The
machine............ (make) in a local factory is working well.
Ans- made.
34. কোন Sentence
এ There এর পরে ( ) verb থাকলে এবং ( ) এর মধ্যে be থাকলে উক্ত () verb টি ( ) এর পরবর্তী word অনুযায়ী correction করতে হয়। এ ক্ষেত্রে নিম্ন নিয়ম টি অনুসরণ করতে হয়।
a) is/was (There এর পরবর্তী word টি singular হলে)
যেমন:
There............. (be) a flower garden front of this college.
Ans- is/was.
b) are/were (There এর পরবর্তী word টি plural হলে)
যেমন:
There............
(be) many students in our college.
Ans- are/ were.
35. If যুক্ত clause টি
Present indefinite tense হলে
এবং পরবর্তী clause এ Subject এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি can + V1 অথবা
V1 অথবা V + s/es হয়।
যেমন:
i) If you read more,
you...........(make) a good result.
Ans: can make.
ii) If you do the work,
you...........(get) money.
Ans: get.
36. If যুক্ত clause টি
Present indefinite tense হলে
এবং পরবর্তী clause এ Subject এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি shall/will + V1 হয়।
যেমন:
i) If you read
attentively, you.......... (pass) the examination.
Ans- will pass.
ii) If you run fast,
you........... (catch) the bus.
Ans- will catch.
37. If যুক্ত clause টি
Past indefinite tense হলে
এবং পরবর্তী clause এ Subject এর পরে () verb থাকলে উক্ত ( ) verb টি would/could/might + V1 হয়।
যেমন:
i)If you wanted, I ..........(go).
Ans- could/would/might go
ii) If he tried heart
and soul, he.......... (make) a good result.
Ans- would/could/might
make.
38. If যুক্ত clause টি
Past perfect tense হলে এবং
পরবর্তী clause এ Subject এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি would have/could have/might have + V3 হয়।
যেমন:
i) If you had seen him,
he......... (tell) him the matter.
Ans: could have/would
have/might have told.
ii) If he had worked
hard, he............ (succeed) in life.
Ans: could have/would
have/might have succeeded.
39. If যুক্ত clause এ মুল
verb টি were হলে এবং পরবর্তী clause এ Subject এর পরে ( ) verb থাকলে উক্ত ( ) verb টি would/could/might + V1 অথবা
would have/could have/might have + V3 হয়।
যেমন:
i) If I were a king,
I........... (help) the poor.
Ans- would/could/might
help.
ii) If I were rich,
I............. (establish) a college.
Ans: would have/could
have/might have helped.
40. কোন
clause "Had" দ্বারা
শুরু হলে এবং had এর অর্থ
"যদি" বোঝালে আর পরবর্তী clause এ
Subject এর পরে ( ) Verb থাকলে উক্ত ( ) Verb টি would have/could have/might have + V3 হয়।
যেমন:
i) Had he been a king,
he.......... (help) the poor.
Ans: would have/could
have/might have helped.
ii) Had he possessed a
vast property, he........... (establish) a college.
Ans: would have/could
have/might have established.
পরিশেষে বলা যায় যে যদি আপনি আমার লেখা Right form of verb এর সব নিয়ম গুলো পড়েন এবং নিয়মিত নিয়মগুলো অনুশীলন করেন তাহলে নিশ্চিত যেকোনো পরীক্ষায় আপনি Right form of verb সফলভাবে উত্তর দিতে পারবেন।
রিলেটেড পোস্টসঃ
একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।