Type Here to Get Search Results !

Dialogue Importance of Learning English with Bangla

Dialogue importance of learning english, importance of learning english, importance of learning english dialogue, learning english dialogue

Dialogue importance of learning English 

Question:

Write a dialogue about importance of learning English.

Answer:

Sujon: Hi Bijon. How are you, friend?

Bijon: I am fine. And you?

Sujon: I am fine too. What are you doing now?

Bijon: I am studying Bengali now.

Sujon:  How is your preparation in English?

Bijon: Not good at all.

Sujon: Why?

Bijon: I study English very little. What is the benefit of learning English?

Sujon: How are you talking? Don't you know the importance of learning English?

Bijon: No. English is very difficult for me. So, I don't study or try to learn English.

Sujon: You are making a great mistake without learning English. You will be in a lot of trouble for not learning English in the future.

Bijon: Why? What is the benefit of learning English? There is no job without bribery in the country.  

Sujon:  This is your misconception. If you learn English well, you can get a good job nowadays without bribery. Now, the context of the country has fully changed. Many students are getting various good jobs including BCS without bribery. So, if you learn English, you don't need to search for a job, rather the job will search for you.

Bijon: Is that so?

Sujon: Listen more.

Bijon: Tell.

Sujon: English is an international language. People all over the world know English. If you want to go abroad, you have to know English. You can't share your views and opinions with foreigners without knowing English. They will speak English to you. And, you will look at their faces without understanding anything because you don't know or speak English.

Bijon: I am getting hung up listening to you.

Sujon: Nowadays there is no alternative to learning English. If you want to work in a multinational company. Many multinational companies want employees who have a good command of English in their job advertisements. Besides, if you want to learn computer, learning English is a must.

Bijon: Great problem then! So, what can be done now?

Sujon: I will tell you later what can be done. Listen more now.

Bijon: Tell me.

Sujon: If you learn English well, you can get good marks in the SSC and SSC exams.  Besides, if you have good knowledge of English, you will get a chance at a good university.  If you don't know English well, it will never be possible.

Bijon: Is that so?

Sujon: Yes, it's. Besides, if you don't know English, you won't be able to study honors in any good subject because most of the higher education books are written in English.  Now, tell me how you will study honors in good subjects without knowing English.

Bijon: What a mistake I have made by not learning English! Now, you advise me how to learn English.

Sujon: No problem. From tomorrow you will join me to learn English.

Bijon: Of course. But I was in the dark about English so far. You have opened my eyes and made me understand the importance of learning English. Thank you very much for this.

Sujon: Welcome friend.

পড়তে পারেনঃ

Importance of learning English dialogue

বাংলা অনুবাদ:

প্রশ্নঃ

ইংরেজি শেখার  গুরুত্ব  নিয়ে একটি সংলাপ লেখ।

উত্তর:

সুজন: হাই বিজন। তুমি কেমন আছ, বন্ধু?

বিজন: ভালো আছি। আর তুমি?

সুজন: আমিও ভালো আছি। তুমি এখন কি করছ?

বিজন: আমি এখন বাংলা পড়ছি।

সুজন: ইংরেজিতে তোমার প্রস্তুতি কেমন?

বিজন: মোটেও ভালো না।

সুজন: কেন?

বিজন: আমি ইংরেজি খুব কম পড়ি। ইংরেজি শিখে লাভ কি?

সুজন: কেমন কথা বলছ?  তুমি কি ইংরেজি শেখার গুরুত্ব জানো না?

বিজন: না। ইংরেজি আমার কাছে খুব কঠিন লাগে। তাই আমি পড়ি না বা ইংরেজি শেখার চেষ্টা করি না।

সুজন: তুমি ইংরেজি না শিখে বড় ভুল করছো। ভবিষ্যতে ইংরেজি না শেখার জন্য তুমি অনেক সমস্যায় পড়বে।

বিজন: কেন?  ইংরেজি শেখায় লাভ কি?  ঘুষ ছাড়াতো দেশে কোন চাকরি হয় না।

সুজন: এটা তোমার ভুল ধারণা। তুমি যদি ইংরেজি ভালোভাবে শেখ তাহলে তুমি আজকাল ঘুষ ছাড়াই ভালো চাকরি পেতে পারো। এখন দেশের প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে গেছে। অনেক শিক্ষার্থী ঘুষ ছাড়াই বিসিএসসহ বিভিন্ন ধরনের ভালো ভালো চাকরি পাচ্ছে। সুতরাং তুমি যদি ইংরেজি শেখ তাহলে তোমাকে চাকরি খুঁজতে হবে না বরং চাকরি তোমাকে খুঁজে নিবে।

বিজন: তাই নাকি?

সুজন: আরো শোন।

বিজন: বল।

সুজন: ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। সারা বিশ্বের মানুষ ইংরেজি জানে। তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। তুমি ইংরেজি না জেনে তোমার মতামত বিদেশীদের সাথে শেয়ার করতে পারবে না। তারা তোমার সাথে ইংরেজিতে কথা বলবে। আর তুমি কিছু না বুঝেই তাদের মুখের দিকে তাকিয়ে থাকবে কারণ তুমি ইংরেজি জানো না বা বলতে পারো না।

বিজন: তোমার কথা শুনে আমার মন খারাপ হয়ে যাচ্ছে।

সুজন: মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে চাইলে আজকাল ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের চাকরির বিজ্ঞাপনে ইংরেজিতে ভালো কমান্ড আছে এমন কর্মী চায়। এছাড়া কম্পিউটার শিখতে চাইলে ইংরেজি শেখা আবশ্যক

বিজন: তাহলেতো বড় সমস্যা! এখন কি করা যায়?

সুজন: কি করা যায় পরে বলব। এখন আরো শোন। 

বিজন: বল।

সুজন: ইংরেজি ভালোভাবে শিখলে এসএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। এছাড়া ইংরেজিতে ভালো জ্ঞান থাকলে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তুমি ইংরেজি ভালো না জানলে, এটা কখনই সম্ভব হবে না।

বিজন: তাই নাকি?

সুজন: হ্যাঁ, তাই। এছাড়া, তুমি যদি ইংরেজি না জানো তবে তুমি কোনো ভালো বিষয়ে অনার্স পড়তে পারবেন না কারণ উচ্চশিক্ষার বেশিরভাগ বই ইংরেজিতে লেখা। এখন বল কিভাবে তুমি ইংরেজি না জেনে ভালো সাবজেক্টে অনার্স পড়বে। 

বিজন: ইংরেজি না শিখে কী ভুল করেছি!  এখন তুমি আমাকে পরামর্শ দাও কিভাবে ইংরেজি শেখা যায়।

সুজন: সমস্যা নেই। আগামীকাল থেকে তুমি ইংরেজি শিখতে আমার সাথে যোগ দিবে।

বিজন: অবশ্যই। কিন্তু আমি এতদিন ইংরেজি সম্পর্কে অন্ধকারে ছিলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছো এবং আমাকে ইংরেজি শেখার গুরুত্ব বুঝিয়েছো। এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

সুজন: স্বাগতম বন্ধু।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.