Type Here to Get Search Results !

Female Education Paragraph for Class 6-12

 

Female education paragraph, female education paragraph for class 12, importance of female education paragraph

Female education paragraph

Female education is very important for the development of any nation. Without female education, the development of the nation's fate is not possible at all. That's why Napoleon Bonaparte said, "Give me an educated mother, I shall promise you the birth of a civilized, educated nation." Based on the words of Napoleon Bonaparte, the importance of female education is immense. Half of the population of every country is female. It is just a bad dream to dream of the development of any country keeping this half of the population uneducated and idle at home. Actually, female education is a prerequisite for the development of any country. Our present government has given great importance to female education. The government is encouraging female education by providing financial support such as stipends to girls, allocating quotas for women in all categories of jobs and making female education free up to the higher secondary level. However, female education is hampered by many obstacles. The main obstacles to female education are poverty, religious dogma, superstition, social norms, gender discrimination, child marriage, and misconceptions about female education. Due to these obstacles, women are deprived of the light of education and suffer all their lives as a burden to others. But if all women were educated, they would become an asset instead of a burden to the country, they could take the country on the path of development by participating in the economic activities of the country and the child born in the womb of an educated woman would never be illiterate, rather they could gift us an educated nation. So, female education should be developed at any cost and emphasis should be given to female education. However, the government alone can't implement female education fully. Therefore, along with the government, we all have to change the negative outlook towards female education and encourage female education for the greater welfare of the country.

Importance of female education paragraph

বাংলা অনুবাদ:

যেকোন জাতির উন্নয়নের জন্য নারী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা ছাড়া জাতির ভাগ্যের উন্নয়ন আদৌ সম্ভব নয়। তাই নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, "আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি সভ্য, শিক্ষিত জাতির জন্মের প্রতিশ্রুতি দেব।" নেপোলিয়ন বোনাপার্টের এই কথার উপর ভিত্তি করে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রতিটি দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই অর্ধেক জনসংখ্যাকে অশিক্ষিত ও অলস ঘরে রেখে যে কোনো দেশের উন্নয়নের স্বপ্ন দেখা একটি দুঃস্বপ্ন মাত্র। প্রকৃতপক্ষে, যেকোন দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী শিক্ষা একটি পূর্বশর্ত। আমাদের বর্তমান সরকার নারী শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছে। সরকার মেয়েদের উপবৃত্তি প্রদান, সকল শ্রেণীর চাকরিতে নারীদের জন্য কোটা বরাদ্দ, উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করার মতো আর্থিক সহায়তা প্রদান করে নারী শিক্ষাকে উৎসাহিত করছে। কিন্তু নারী শিক্ষা নানা প্রতিবন্ধকতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে। নারী শিক্ষার প্রধান বাধাগুলো হলো দারিদ্র্য, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, সামাজিক রীতিনীতি, লিঙ্গ বৈষম্য, বাল্যবিবাহ এবং নারী শিক্ষা সম্পর্কে ভুল ধারণা। এসব প্রতিবন্ধকতার কারণে নারীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে সারাজীবন অন্যের বোঝা হয়ে দু:খ-কষ্টে ভুগছে। কিন্তু সব নারী শিক্ষিত হলে তারা দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হত, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারত এবং শিক্ষিত নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তান কখনই নিরক্ষর হত না, বরং তারা আমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারত। তাই যে কোনো মূল্যে নারী শিক্ষার বিকাশ ঘটাতে হবে এবং নারী শিক্ষার উপর জোর দিতে হবে। কিন্তু সরকারের একার পক্ষে নারী শিক্ষা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি আমাদের সকলকে নারী শিক্ষার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেশের বৃহত্তর কল্যাণে নারী শিক্ষাকে উৎসাহিত করতে হবে।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad