Type Here to Get Search Results !

Tree Plantation Dialogue with Bangla

Tree plantation dialogue,dialogue tree plantation,tree plantation, importance of tree plantation dialogue,dialogue importance of tree plantation

Tree plantation dialogue

Question:

Write a dialogue about the importance of tree plantation.

Answer:

Sujon: Good morning, my friend. How are you?

Bijon: Good morning, friend.  I'm fine. But you?

Sujon: I'm also fine by the grace of Almighty Allah. What are you doing now?

Bijon: I'm going to Joba Nursery now.

Sujon: Why?

Bijon: I have to buy some plants.

Sujon: Why?

Bijon: I plant some trees every year during the rainy season.

Sujon: What is the benefit of planting trees?

Bijon: What are you saying? Don't you know the importance of tree plantation?

Sujon: No, will you tell me about the importance of tree plantation?

Bijon: Sure.  Why not? Listen to the importance of tree plantation. 

Sujon: Tell me.  I'm listening.

Bijon: Trees are an important element of our environment. Human beings cannot live without trees. On the other hand, trees cannot survive without human beings. Actually, human beings and trees depend on each other.

Sujon: How?

Bijon: Trees protect the environment by producing oxygen to supply us and taking in carbon dioxide to survive.

Sujon: Really?

Bijon: Of course. Besides, trees provide us with food, wood, shade, and shelter. Some trees are used as medicine.

Sujon: So useful?

Bijon: Yes, listen more.

Sujon: Tell me.

Bijon: Every day people are cutting down a lot of trees. As a result, trees are decreasing day by day. If this situation continues, the world will turn into a desert one day. There will be no rain for lack of trees. And, natural disasters will be our only companions. So, we have to plant more trees if we want to survive.

Sujon: How do you know so much?

Bijon: Yes, I know. Listen more. Trees are our best friends. Friends may betray you but trees will never betray you. They will help us forever.

Sujon: How do you know about the importance of tree plantation?

Bijon: My elder brother told me one day. Since then, I have planted trees every year.

Sujon: I have realized that tree plantation is definitely good work. From now on, I will also plant trees every year like you. Thank you very much for telling me the importance of tree plantation.

Bijon: Welcome.

Dialogue tree plantation

বাংলা অনুবাদ:

প্রশ্নঃ

বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে একটি সংলাপ লেখ।

উত্তর:

সুজন: শুভ সকাল, আমার বন্ধু। তুমি কেমন আছো?

বিজন: শুভ সকাল, বন্ধু।  আমি ভালো আছি। কিন্তু তুমি?

সুজন: আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি। তুমি এখন কি করছ?

বিজন: আমি এখন জবা নার্সারিতে যাচ্ছি।

সুজন: কেন?

বিজন: আমাকে কিছু চারা কিনতে হবে।

সুজন: কেন?

বিজন: আমি প্রতি বছর বর্ষাকালে কিছু গাছ লাগাই।

সুজন: গাছ লাগিয়ে কি লাভ?

বিজন: কি বলছ তুমি? তুমি কি বৃক্ষরোপণের গুরুত্ব জানো না?

সুজন: না, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আমাকে বলবে?

বিজন: অবশ্যই। কেন না? তাহলে বৃক্ষরোপণের গুরুত্ব শোন।

সুজন: বল।  আমি শুনছি।

বিজন: গাছ আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। অন্যদিকে মানুষ ছাড়া গাছ বাঁচতে পারে না। প্রকৃতপক্ষে, মানুষ এবং গাছ একে অপরের উপর নির্ভরশীল।

সুজন: কিভাবে?

বিজন: গাছ আমাদের সরবরাহ করার জন্য অক্সিজেন তৈরি করে এবং বেঁচে থাকার জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশ রক্ষা করে।

সুজন: সত্যি?

বিজন: অবশ্যই। এছাড়া গাছ আমাদের খাদ্য, কাঠ, ছায়া ও আশ্রয় দেয়। কিছু গাছ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।

সুজন: এত উপকারী?

বিজন: হ্যাঁ, আরও শোন।

সুজন: বল।

বিজন: প্রতিদিন মানুষ প্রচুর গাছ কাটছে। ফলে দিন দিন গাছ কমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পৃথিবী একদিন মরুভূমিতে পরিণত হবে। গাছের অভাবে বৃষ্টি হবে না। আর প্রাকৃতিক দুর্যোগই হবে আমাদের একমাত্র সঙ্গী। তাই বাঁচতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে।

সুজন: এত কিছু জানলে কিভাবে?

বিজন: হ্যাঁ, আমি জানি। আরো শোন।  গাছ আমাদের উত্তম বন্ধু। বন্ধুরা হয়তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু গাছ কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না।  তারা আমাদের চিরকাল সাহায্য করবে।

সুজন: বৃক্ষরোপণের গুরুত্ব তুমি কিভাবে জানলে?

বিজন: আমার বড় ভাই আমাকে একদিন বলেছিল। তারপর থেকে প্রতি বছর আমি গাছ লাগাই।

সুজন: আমি বুঝতে পেরেছি যে বৃক্ষরোপণ অবশ্যই ভালো কাজ।এখন থেকে আমিও তোমার মতো প্রতিবছর গাছ লাগাব।  বৃক্ষরোপণের গুরুত্ব বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

বিজন: স্বাগতম।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad