Type Here to Get Search Results !

Common Room Facilities Application with Bangla Meaning

 

Common room facilities application,application for increasing common room facilities, application for common room facilities

Common room facilities application

Question:

Write an application for increasing common room facilities. 

Answer:

27 March, 2024

To

The Headmaster/Principal,

Chuknagar School/College,

Chuknagar, Khulna.

Subject: Application for increasing common room facilities.

Sir, 

With due respect and humble submission we beg to state that we are the students of your school/college of all classes. Our school/college is one of the most renowned schools/colleges in our country. Every year many students get a chance in universities, medical colleges, and BUET from this school/college. But it is a matter of sorrow that there is no standard common room in our school/college and the facilities in our common room are very insufficient. There are only some tables and benches in the common room. There are no indoor sports materials such as caroms, chess, table tennis, newspaper, TV, internet, etc. In the age of modern technology, we are deprived of all these things. So, in their leisure time, the students spend their time gossiping and wandering aimlessly. 

We, therefore, pray and hope that you would be kind enough to take urgent steps to increase common room facilities and oblige thereby.

Yours faithfully,

Rajib

(On behalf of the students of all classes)

পড়তে পারেনঃ

Application for increasing common room facilities

বাংলা অনুবাদ:

প্রশ্নঃ

কমন রুমে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য একটি আবেদন লেখ।

উত্তর:

২৭ মার্চ, ২০২৪ ইং

বরাবর

প্রধান শিক্ষক/অধ্যক্ষ,

চুকনগর স্কুল/কলেজ,

চুকনগর, খুলনা।

বিষয়: কমন রুম সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন।

জনাব,

যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা আপনার স্কুল/কলেজের সকল শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের স্কুল/কলেজ আমাদের দেশের সবচেয়ে সুখ‍্যাত স্কুল/কলেজগুলির মধ্যে একটি। এই স্কুল/কলেজ থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বুয়েটে চান্স পায়। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের স্কুল/কলেজে কোন মানসম্মত কমন রুম নেই এবং আমাদের কমন রুমের সুযোগ সুবিধা খুবই অপর্যাপ্ত। কমন রুমে শুধু কিছু টেবিল আর বেঞ্চ আছে।। ইনডোর খেলার উপকরণ যেমন ক্যারাম, দাবা, টেবিল টেনিস, খবরের কাগজ, টিভি, ইন্টারনেট ইত্যাদি নেই। আধুনিক প্রযুক্তির যুগে আমরা এসব থেকে বঞ্চিত। তাই অবসর সময়ে শিক্ষার্থীরা গল্প করে সময় কাটায় এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়।

অতএব, আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি কমন রুমের সুবিধা বৃদ্ধি করতে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য যথেষ্ট সদয় হয়ে আমাদের বাধিত করবেন।

আপনার বিশ্বস্ত,

রাজিব

(সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে)

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.