Type Here to Get Search Results !

Application for Multimedia Classroom with Bengali Meaning

 

Multimedia classroom application, multimedia facilities application, application for multimedia classroom,  application for multimedia facilities

Multimedia classroom application

Date: 27-03-2024

To

The Principal/Headmaster,

Dhaka college/school,

Mirpur, Dhaka.

Subject: Prayer for a multimedia classroom.

Sir,

With due respect and humble submission we beg to state that we are the students of all classes of your college/school. Our college/school is one of the renowned educational institutions in Bangladesh. But there is no multimedia classroom in our college/school in the age of information technology. Most of the students of colleges/schools in Bangladesh are enjoying multimedia facilities in the classroom. But we are deprived of the modern multimedia systems facilitated by computers, internet connection, sound systems, and projectors in the age of the internet. Undoubtedly, it is a matter of great sorrow. So, we draw your kind attention to providing us with multimedia facilities in the classroom soon.

We, therefore, pray and hope that you would be kind enough to grant our application providing us with multimedia facilities in the classroom immediately and oblige thereby.

Yours faithfully,

Akash

(On behalf of the students of all classes)

আপনার জন্য স্পেশাল অফার:

◆◆◆আমার লেখা ইংলিশ গ্রামারের যতসব অজানা ও সহজ নিয়ম পড়তে আমার ব্লগ সাইটের এই লিংকটির উপর ক্লিক করুন।

Multimedia facilities application

বাংলা অনুবাদঃ

তারিখ: ২৭-০৩-২০২৪

বরাবর

অধ্যক্ষ/প্রধান শিক্ষক,

ঢাকা কলেজ/স্কুল,

মিরপুর, ঢাকা।

বিষয়: মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য প্রার্থনা।

জনাব,

যথা বিহিত সম্মানপূর্ব বিনীত নিবেদন এই যে আমরা আপনার কলেজ/স্কুলের সকল শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের কলেজ/স্কুল বাংলাদেশের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তথ্য প্রযুক্তির যুগে আমাদের কলেজ/স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই। বাংলাদেশের কলেজ/স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীরা ক্লাসরুমে মাল্টিমিডিয়া সুবিধা উপভোগ করছে। কিন্তু ইন্টারনেটের যুগে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, সাউন্ড সিস্টেম ও প্রজেক্টরসহ আধুনিক মাল্টিমিডিয়া সিস্টেম থেকে আমরা বঞ্চিত। নিঃসন্দেহে এটা খুবই পরিতাপের বিষয়। তাই আমরা অবিলম্বে ক্লাসরুমে আমাদের মাল্টিমিডিয়া সুবিধা প্রদানের জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

অতএব, আমরা প্রার্থনা করি এবং আশা করি যে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া সুবিধা প্রদানের জন্য আপনি আমাদের আবেদনটি মঞ্জুর করার জন্য যথেষ্ট সদয় এবং বাধিত হবেন।

আপনার বিশ্বস্ত,

আকাশ

(সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে)

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad