সুন্দর করে কথা বলার কৌশল
এই পৃথিবীতে স্মার্ট মানুষকে সবাই পছন্দ করে বা ভালবাসে। অন্যের স্মার্টনেস দেখে অনেকে স্মার্ট হতে চায়। স্মার্ট হওয়ার জন্য কেউ ভাল পোষাক পরে। কেউ দামী জুতা পরে। কেউ দামী চশমা পরে। আবার কেউবা দামী মোবাইল ব্যবহার করে। কিন্তু এগুলো কি কাউকে প্রকৃত স্মার্ট করতে পারে?
হ্যা। এগুলো যেকেউকে কিছুটা স্মার্ট করতে পারে কিন্তু মুখ দিয়ে কথা বের হলেই সব স্মার্টনেস শেষ হয়ে যায় যদি কথাবার্তা স্মার্ট না হয়। তাইতো প্রকৃত স্মার্ট হতে চাইলে সবার আগে কথাবার্তা স্মার্ট করতে হবে। আজ আমি আমার এই আর্টিকলে আপনাকে শেখাবো কিভাবে কথাবার্তায় স্মার্ট হওয়া যায়।
আপনি যদি একজন স্মার্ট মানুষ হতে চান তাহলে প্রথমে আপনার কথাবার্তা স্মার্ট করতে হবে। আর আপনি আপনার কথাবার্তা স্মার্ট করতে চাইলে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন এবং নিচের সুন্দর করে কথা বলার কৌশল | স্মার্টলি কথা বলার উপায় গুলোঅনুসরণ করবেন।
স্মার্টলি কথা বলার উপায়
১। সালাম দিয়ে কথা শুরু
করুন:
একজন স্মার্ট মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সালাম কিংবা নমস্কার দিয়ে কথা শুরু করা। যখনই কেউ সালাম কিংবা নমস্কার দিয়ে কারো সাথে কথা বলে তখনই তার উপর একটি আলাদা পজিটিভ দৃষ্টিভঙ্গি পড়ে। আর এই আলাদা পজিটিভ দৃষ্টিভঙ্গিই তাকে স্মার্ট করে তোলে।
অন্যদিকে যে সালাম কিংবা নমস্কার দিয়ে কারো সাথে কথা বলে না তার উপর একটি নেগেটিভ দৃষ্টিভঙ্গি পড়ে। আর এই নেগেটিভ দৃষ্টিভঙ্গিই তাকে অনেক নিচে নামিয়ে দেয়। শত চেষ্টা করেও সে কখনও স্মার্ট হতে পারে না। সে কারো সাথে কথা বলার সাথে সাথে একটি সার্টিফিকেট পেয়ে যায় যে সে কথাবার্তায় স্মার্ট না। তার মানে আনস্মার্ট। তাই স্মার্টলি কথা বলা শিখতে চাইলে সালাম বা নমস্কার দিয়ে কথা বলা শুরু করুন।
২। কথাবার্তায় লোকাল ল্যাংগুয়েজ
সম্পূর্ণরূপে পরিহার করুন:
স্মার্টলি কথা বলতে চাইলে কখনও লোকাল ল্যাংগুয়েজ কিংবা আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে না। একজন স্মার্ট মানুষ সর্বদাই লোকাল ল্যাংগুয়েজ বা আঞ্চলিক ভাষা এড়িয়ে চলে। সুতরাং কথাবার্তায় স্মার্ট হতে চাইলে লোকাল ল্যাংগুয়েজ কিংবা আঞ্চলিক ভাষা নিজের মধ্যে কঠোরভাবে চেপে রাখতে হবে। বিশেষভাবে অফিস-আদালতে কোন মতেই লোকাল ল্যাংগুয়েজ কিংবা আঞ্চলিক ভাষা যেন মুখ ফুসকে বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৩। সঠিকভাবে শব্দের
উচ্চারণ করুন:
প্রত্যেক শব্দের একটি সঠিক উচ্চারণ আছে। কিন্তু অনেকেই অনেক শব্দের সঠিক উচ্চারণ জানে না। ফলে তারা কথা বলার সময় ভুল উচ্চারণ করে নিজের ওজন কমিয়ে ফেলে। শব্দের ভুল উচ্চারণ করে কেউ কোনদিন স্মার্টলি কথা বলার দক্ষতা অর্জন করতে পারে না। তাই স্মার্টলি কথা বলা শিখতে চাইলে প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ জানতে হবে।
পড়তে পারেনঃ
৪। মিশ্র ভাষা এড়িয়ে
চলুন:
স্মার্টলি কথা বলার ক্ষেত্রে মিশ্র ভাষা খুব ক্ষতিকারক। অনেকে কথা বলার সময় একসাথে বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, হিন্দি ইত্যাদি ভাষা ব্যবহার। তারা মনে করে যে কথা বলার সময় একই সাথে অনেক ভাষার ব্যবহার তাদেরকে স্মার্ট বলে প্রমাণ করবে কিন্তু তাদের এই ধারণা একেবারেই ভুল। অনেকেই আবার কথা বলার সময় স্মার্টনেস দেখানোর জন্য কথার মাঝে মাঝে ইংরেজি বলে। এটাও কিন্তু ঠিক না যদিও ইংরেজি আন্তর্জাতিক ভাষা।
তাই স্মার্টলি কথা বলার সময় যেকোন একটি ভাষা ব্যবহার করতে হবে। কখনও একের অধিক ভাষা ব্যবহার করা যাবে না।
৫। কথা বলার আগে চিন্তা
করে কথা বলুন:
স্মার্টলি কথা বলার পূর্ব শর্ত হল গভীরভাবে চিন্তা করা। তাই কারো সাথে কথা বলার পূর্বে প্রথমে ভাবতে হবে। তারপর যে বিষয়ে কথা বলতে হবে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকলে কথা বলতে হবে আর সুস্পষ্ট ধারণা না থাকলে কৌশলে এড়িয়ে যেতে হবে। না জেনে কোন বিষয় কথা বলা যাবে না। আর কথা বলার সময় অবশ্যই কম কথা বলতে হবে। মনে রাখবেন: বেশি কথা মানে বেশি ভুল। আর কম কথা মানে কম ভুল। সুতরাং বেশি কথা বললে কথার স্মার্টনেস নষ্ট হয়ে যায়।
কিভাবে স্মার্টলি কথা বলতে হয়
৬। কথার মাঝে বিরতি দিয়ে
কথা বলুন:
কোন কাজে সফল হতে হলে ঐ কাজের মাঝে বিরতি দিতে হবে। ঠিক তেমনি কথা বলার সময় একনাগাড়ে কথা বলা যাবে না। কথার মাঝে বিরতি দিতে ,হবে। আর এই বিরতি হলো স্মার্টলি কথা বলার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া একনাগাড়ে বা অতিরিক্ত কথা বললে অনেকে বিরক্ত হতে পারে। এতে আপনার প্রতি নেগেটিভ টেনডেন্সি সৃষ্টি হতে পারে যা আপনার স্মার্টনেসকে নষ্ট করে দিতে পারে।
৭। সঠিক অঙ্গভঙ্গি দিয়ে কথা বলুন:
শুধুমাত্র ভাল কথা বলা মানে স্মার্টলি কথা বলা নয়। স্মার্টলি কথা বলতে আপনাকে কথার সাথে অঙ্গভঙ্গির মিল রেখে জোরে কথা বলতে হবে। তবে কথার ভলিউম ১০০% বাড়িয়ে দিবেন না। এতে হিতেবিপরীত হতে পারে।
৮। আত্মবিশ্বাসের সাথে
কথা বলুন:
কারো সাথে কথা বলার সময় ভয় করলে হবে না কিংবা ভিত্তিহীন কথা বলা যাবে না। প্রকৃতপক্ষে স্মার্টলি কথা বলতে হলে আত্নবিশ্বাসের সাথে কথা বলতে হবে। আত্নবিশ্বাসের সাথে কথা বললে নিজেকে স্মার্টলি অন্যের কাছে উপস্থাপন করা যায়।
৯। প্রথমে শুনুন এবং
বুঝুন। তারপরে কথা বলুন:
স্মার্টলি কথা বলতে চাইলে প্রথমে কারো কথা মনোযোগ সহকারে শুনতে হবে। তারপর কথাগুলো বুঝতে হবে। অতপর কথা বলতে হবে। না জেনে জেনে, না শুনে ও না বুঝে কোন কথা বলা যাবে না। আন্দাজে কথা বললে কথার স্মার্টনেস এর প্রচন্ড ঘাটতি পড়ে।
১০। ধীরে ধীরে কথা বলুন:
কথায় বলে-Slow and steady wins the race. প্রবাদটি স্মার্টলি কথা বলার ক্ষেত্রে ১০০% প্রযোজ্য। কথা বলার সময় কচ্ছপের ভূমিকা পালন করতে হবে। কখনও খরগোশের ভূমিকা পালন করা যাবে না। খরগোশের ভূমিকা করলে স্মার্টলি কথা বলার যোগ্যতা হারিয়ে যাবে। তাই স্মার্টলি কথা বলতে চাইলে ধীরে ধীরে কথা বলতে হবে।
১১। হাসি মুখে কথা বলুন:
কথা বলার সময় মুখের ভাব একটি বড় ব্যাপার। কারো সাথে কথা বলার সময় মুখের ভাব গম্ভীর রাখা যাবে না। সর্বদাই হাসি মুখে কথা বলতে হবে একমাত্র হাস্যজ্জ্বল কথাই অন্যকে কারো কথার প্রতি আকৃষ্ট করতে পারে। আর এই হাস্যজ্জ্বল কথাই কথার স্মার্টনেস।
১২। কথা বলার সময় সুন্দর
সুন্দর শব্দ ব্যবহার করুন:
স্মার্টলি কথা বলতে হলে
সুন্দর সুন্দর শব্দের ব্যবহার করতে হবে। মূলত সুন্দর সুন্দর শব্দের সমষ্টির
মাধ্যমে তৈরি হয় সুন্দর কথা। মনে রাখবেন: স্মার্টলি কথা বলা যেন যাদুর মত। স্মার্টলি
কথা বলা যেন মধুর মত। তাই কবির ভাষায় বলতে চাই----
কথায় থাকবে এমন যাদু
বিনা চাকে ঝরবে মধু।
শ্রোতারা সবাই মৌমাছি
হবে,
মধু বাদে কথা খাবে।
পরিশেষে বলা যায় যে সুন্দর কথা সুন্দর ব্যক্তিত্বের পরিচায়ক। সুন্দর কথা মানুষের কাছে আপনাকে স্মার্ট করে তুলতে পারে। তাই আপনি উপরের সুন্দর করে কথা বলার কৌশল | স্মার্টলি কথা বলার উপায় গুলো অনুসরণ করে সবার সামনে নিজেকে একজন স্মার্ট মানুষ হিসাবে আবিষ্কার করতে পারেন। আপনি হতে পারেন সবার কাছে একজন প্রাণপ্রিয় ও পছন্দের স্মার্ট মানুষ।
রিলেটেড পোস্টসঃ
একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।