ইংরেজি প্রশ্নের উত্তর লেখার নিয়ম
ইংরেজি প্রশ্নের উত্তর লেখার নিয়ম এর দুটি কমন শর্ত আছে। প্রতিটা ইংরেজি প্রশ্নের উত্তর লেখার সময় এই শর্ত দুটি অবশ্যই মানতে হয়। আর এই শর্ত দুটি না মানলে কখনো ইংরেজি প্রশ্নের সঠিক উত্তর লেখা সম্ভব না। তাই ইংরেজি প্রশ্নের উত্তর লেখার নিয়ম শেখার পূর্বে এর শর্ত দুটি জেনে নিন।
শর্ত-১: প্রশ্নের মধ্যে do উল্লেখ থাকলে উত্তর করার সময় মূল Verb টি V1 হয়, does উল্লেখ থাকলে মূল Verb এর সাথে s/es যোগ করতে হয় আর did উল্লেখ থাকলে মূল Verb টি V2 হয়। আর প্রশ্ন থেকে do/does/did বাদ যায়।
শর্ত-২: প্রশ্নের মধ্যে Subject টি "You" থাকলে উত্তর করার সময় Subject টি "I/We" তে পরিণত হয়। Object টি "You" থাকলে উত্তর করার সময় Object টি "Me/Us" এ পরিণত হয়। আর Possessive Your থাকলে উত্তর করার সময় Possessive টি My/Our এ পরিণত হয়।
Who দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর লেখার নিয়ম
Who সাধারণত ব্যক্তি ও Subject কে নির্দেশ করে। Who দ্বারা প্রশ্ন করা থাকলে কখনও প্রশ্নের মধ্যে Subject উল্লেখ থেকে Object সম্পর্কে জানতে চাওয়া হয়। আবার
কখনও প্রশ্নের মধ্যে Object উল্লেখ থেকে Subject সম্পর্কে জানতে চাওয়া হয়।। তাই Who দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার
আগেই দেখতে হবে যে প্রশ্নের মধ্যে Subject উল্লেখ আছে নাকি Object উল্লেখ আছে। প্রশ্নের মধ্যে Subject উল্লেখ থেকে Object সম্পর্কে জানতে চাওয়া হলে একটি নিয়ম
ফলো করতে হয়। Object উল্লেখ থেকে Subject সম্পর্কে জানতে চাওয়া হলে আরেকটি
নিয়ম ফলো করতে হয়।
Rule-1: Who দ্বারা প্রশ্ন করা থাকলে ও প্রশ্নের
মধ্যে Subject উল্লেখ থেকে Object সম্পর্কে জানতে চাওয়া উত্তর করার
করার সময় নিম্ন নিয়মটি ফলো করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী verb বসাতে হয়।
৩। প্রদত্ত Passage কে “কি” দ্বারা
প্রশ্ন করে উত্তর টি লিখতে হয় ৷
৪। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
যেমনঃ
Monir is a student of Khan Sahab Komor
Uddin College. He always works hard to make a good result in the examination.
He comes to college regularly and takes part in the class.
Ques: Who is Monir?
Ans: Monir is a student of Khan Sahab
Komor Uddin College.
Rule-2: Who দ্বারা প্রশ্ন করা থাকলে ও প্রশ্নের
মধ্যে Object উল্লেখ থেকে Subject সম্পর্কে জানতে চাওয়া হলে উত্তর
করার করার সময় নিম্ন নিয়মটি ফলো করতে হয়।
১। প্রদত্ত Passage কে “কে বা কারা”
দ্বারা প্রশ্ন করে উত্তর টি লিখতে হয় ৷
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
যেমনঃ
Mehedi Hasan is an honest boy. He
says his prayers 5 times a day. He behaves well with his friends and
leads an honest life. He always speaks the truth and never tells a lie.
Ques: Who is an honest boy?
Ans: Mehedi Hasan is an honest boy.
Whom দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর লেখার নিয়ম
Whom সাধারণত ব্যক্তি ও Object কে নির্দেশ করে। তাই Whom দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার করার সময় নিম্ন
নিয়মটি ফলো করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। প্রদত্ত Passage কে “কাকে বা কাদের”
দ্বারা প্রশ্ন করে উত্তরটি লিখতে হয় ৷
৪। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
যেমনঃ
Mr. Hasan is a good doctor in our
locality. He serves the patients sincerely. He does not take any money from the
poor. So everybody loves him.
Ques: Whom does Mr. Hasan serve?
Ans: Mr. Hasan serves the patients.
Whose দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর লেখার নিয়ম
Whose দ্বারা প্রশ্ন করা থাকলে কখনও প্রশ্নের মধ্যে Subject উল্লেখ থেকে Object সম্পর্কে জানতে চাওয়া হয়। আবার কখনও
প্রশ্নের মধ্যে Object উল্লেখ থেকে Subject সম্পর্কে জানতে চাওয়া হয়। তাই Whose দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার
আগেই দেখতে হবে যে প্রশ্নের মধ্যে Subject উল্লেখ আছে নাকি Object উল্লেখ আছে। প্রশ্নের মধ্যে Subject উল্লেখ থেকে Object সম্পর্কে জানতে চাওয়া হলে একটি
নিয়ম ফলো করতে হয়। আর Object উল্লেখ থেকে Subject সম্পর্কে জানতে চাওয়া হলে আরেকটি
নিয়ম ফলো করতে হয়।
Rule-1: Whose দ্বারা প্রশ্ন করা থাকলে ও প্রশ্নের
মধ্যে Subject উল্লেখ থেকে Object সম্পর্কে জানতে চাওয়া উত্তর করার
করার সময় নিম্ন নিয়মটি ফলো করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। Passage কে “কার” দ্বারা
প্রশ্ন করে উত্তরটি লিখতে হয়।
৪। Whose বাদ দিয়ে বাকী অংশ বসাতে হয়।
যেমন:
Jiba is a university student. Her father
is a college teacher. Mr. Salam knows her father.
Ques: Whose father does Mr. Salam know?
Ans: Mr. Salam knows Jiba’s father.
Rule-2: Whose দ্বারা প্রশ্ন করা থাকলে ও প্রশ্নের
মধ্যে Object উল্লেখ থেকে Subject সম্পর্কে জানতে চাওয়া হলে উত্তর
করার করার সময় নিম্ন নিয়মটি ফলো করতে হয়।
১। Passage কে “কার” দ্বারা
প্রশ্ন করে উত্তরটি লিখতে হয়।
২। Whose বাদ দিয়ে বাকী অংশ বসাতে হয়।
যেমন:
Farhana has put on a black dress. Her
dress is very beautiful. It is very costly.
Ques: Whose dress is very beautiful?
Ans: Farhana’s dress is very beautiful.
Answering questions উত্তর লেখার নিয়ম
When দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর লেখার নিয়ম
When সাধারণত সময় নির্দেশ করে। বস্তুত When দ্বারা প্রশ্ন করা থাকলে সময় জানতে
চাওয়া হয়। তাই When দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার
সময় নিম্ন নিয়মটি ফলো করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
৪। Passage কে “কখন” দ্বারা
প্রশ্ন করে উত্তৱ টি লিখতে হয় ৷
N.B: Passage এ যদি উত্তরের আগে Preposition থাকে তাহলে ঐ Preposition সহ উত্তরটি লিখতে হয়।
যেমন:
Mehedi was a student of Dhaka University.
He wanted to get a PhD degree. For this reason, he went to America in
2021.
Ques: When did Mehedi go to America?
Ans: Mehedi went to America in 2021.
Where দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর লেখার নিয়ম
Where সাধারণত স্হান নির্দেশ করে। বস্তুত Where দ্বারা প্রশ্ন করা থাকলে স্হান জানতে
চাওয়া হয়। তাই Where দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার
সময় নিম্ন নিয়মটি অনুসরন করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
৪। Passage কে “কোথায়” দ্বারা
প্রশ্ন করে উত্তর টি লিখতে হয় ৷
N.B: Passage এ যদি উত্তরের আগে Preposition থাকে তাহলে ঐ Preposition সহ উত্তরটি লিখতে হয়।
যেমন:
Mehedi was a student of Dhaka University.
He wanted to get a PhD degree. For this reason, he went to America in
2021.
Ques: Where did Mehedi go in 2021?
Ans: Mehedi went to America in 2021.
What দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর লেখার নিয়ম
What সাধারণত বস্তুকে নির্দেশ করে। What দ্বারা প্রশ্ন করা থাকলে কখনো প্রশ্নের
মধ্যে Subject উল্লেখ থাকে। আবার কখনো প্রশ্নের
মধ্যে Object উল্লেখ থাকে। তাই What দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার
আগেই দেখতে হবে যে প্রশ্নের মধ্যে Subject উল্লেখ আছে নাকি Object উল্লেখ আছে। প্রশ্নের মধ্যে Subject উল্লেখ থাকলে একটি নিয়ম ফলো করতে
হয়। Object উল্লেখ থাকলে আরেকটি নিয়ম ফলো করতে
হয়।
Rule-1: What দ্বারা প্রশ্ন করা থাকলে এবং প্রশ্নের
মধ্যে Subject উল্লেখ থাকলে উত্তর করার সময় নিম্ন
নিয়মটি ফলো করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। Passage কে "কি" দ্বারা প্রশ্ন করে উত্তর টি লিখতে হয়।
৪। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
যেমন:
Mr. Hasan is an honest and popular English
teacher. He comes to college regularly. He wants to teach the students English
properly.
Ques: What does Mr. Hasan want?
Ans: Mr. Hasan wants to teach the students English properly.
Rule-2: What দ্বারা প্রশ্ন করা থাকলে এবং প্রশ্নের
মধ্যে Object উল্লেখ থাকলে উত্তর করার সময় নিম্ন
নিয়মটি ফলো করতে হয়।
১। Passage কে "কি" দ্বারা প্রশ্ন করে উত্তর টি লিখতে
হয়।
২। What বাদ দিয়ে বাকী অংশ বসাতে হয়।
যেমন:
Salma commented on my article. The comment
was very good. It helped me develop the article again.
Ques: What made you develop the
article again?
Ans: The comment of Salma made me
develop the article again.
পড়তে পারেনঃ
- বাংলা অনুবাদ সহ Application for setting up a computer club
- বাংলা অনুবাদ সহ Application for a seat in the school hostel
- বাংলা অনুবাদ সহ Application for sound system in the classroom
Which দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর লেখার নিয়ম
Which সাধারণত বস্তুকে নির্দেশ করে। Which দ্বারা প্রশ্ন করা থাকলে কখনও প্রশ্নের
মধ্যে Subject উল্লেখ থাকে। আবার কখনও প্রশ্নের
মধ্যে Subject উল্লেখ থাকে না। তাই Which দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার
আগেই দেখতে হবে যে প্রশ্নের মধ্যে Subject উল্লেখ আছে নাকি নাই। প্রশ্নের মধ্যে Subject উল্লেখ থাকলে একটি নিয়ম ফলো করতে
হয়। আর Subject উল্লেখ না থাকলে আরেকটি নিয়ম ফলো
করতে হয়।
Rule-1: Which দ্বারা প্রশ্ন করা থাকলে এবং প্রশ্নের
মধ্যে Subject উল্লেখ থাকলে উত্তর করার সময় নিম্ন
নিয়মটি ফলো করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। Which বাদ যায় এবং Passage কে “কোনটি” দ্বারা
প্রশ্ন করে উত্তরটি লিখতে হয়।
৪। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
যেমন:
Akash is a good boy. He always puts on
white shirt. Actually, he likes white shirt.
Ques: Which shirt does Akash like?
Ans: Akash likes white shirt.
Rule-2: Which দ্বারা প্রশ্ন করা থাকলে এবং প্রশ্নের
মধ্যে Subject
উল্লেখ না থাকলে উত্তর
করার সময় নিম্ন নিয়মটি ফলো করতে হয়।
১। প্রদত্ত Passage কে কোনটি দ্বারা প্রশ্ন করে উত্তৱ টি লিখতে
হয় ৷
২। Which বাদ যায় এবং বাকী অংশ বসাতে হয়।
যেমন:
Papiya is a madam of Khan Saheb Komor
Uddin College. She likes sour mango because the sour mango tastes good.
Ques: Which mango tastes good?
Ans: The sour mango tastes good.
Question answer in English
Why দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর লেখার নিয়ম
Why সাধারণত কারণ নির্দেশ করে। Why দ্বারা প্রশ্ন করা থাকলে কখনও Phrase এ উত্তর করতে হয়। আবার কখনও Clause এ উত্তর করতে হয়। তাই Why দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার
আগেই দেখতে হবে যে Passage এর মধ্যে Phrase এ উত্তর আছে নাকি Clause এ উত্তর আছে। Why দ্বারা প্রশ্ন করা থাকলে এবং Passage এর মধ্যে Phrase এ উত্তর থাকলে একটি নিয়ম ফলো করতে
হয়। আর Passage এর মধ্যে Clause এ উত্তর থাকলে আরেকটি নিয়ম ফলো করতে
হয়।
Rule-1: Why দ্বারা প্রশ্ন করা থাকলে এবং Passage এর মধ্যে Phrase এ উত্তর থাকলে উত্তর করার সময় নিম্ন
নিয়মটি অনুসরন করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
৪। because of/owing to/due to/for/to + V1 বসাতে হয়।
৫। Passage কে “কেন” দ্বারা
প্রশ্ন করে উত্তরটি লিখতে হয়। আর উত্তরটি অবশ্যই কারণ Phrase হতে হবে।
যেমন:
Rima is a good girl. She made a good
result in the HSC examination. Actually, because of working hard, she made a
good result.
Ques: Why did Rima make a good result in
the HSC examination?
Ans: Rima made a good result in the HSC
examination because of working hard.
Rule-2: Why দ্বারা প্রশ্ন করা থাকলে এবং Passage এর মধ্যে Clause এ উত্তর থাকলে উত্তর করার সময় নিম্ন
নিয়মটি অনুসরন করতে হয়।
১। প্রদত্ত প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
২। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে হয়।
৩। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
৪। because/since/as বসাতে হয়।
৫। Passage কে “কেন” দ্বারা
প্রশ্ন করে কারণ Clause টি লিখতে হয় ৷
যেমন:
Sima is a meritorious student. She got GPA
5 in the HSC examination. Before the examination, she tried her best.
Ques: Why did Sima get GPA 5 in the HSC
examination?
Ans: Sima got GPA 5 in the HSC examination
because she tried her best.
How দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার নিয়ম
How সাধারণত কিভাবে নির্দেশ করে। তাই How দ্বারা প্রশ্ন করা থাকলে উত্তর করার
করার সময় নিম্ন নিয়মটি অনুসরন করতে হয়।
১। Passage কে কিভাবে দ্বারা প্রশ্ন করে By + verb + ing তে অথবা By + noun এ অথবা Preposition +noun এ উত্তরটি লিখতে হয় ৷
২। কমা বসাতে হয়।
৩। প্রশ্ন থেকে Subject টি বসাতে হয়।
৪। প্রশ্নের Tense অনুযায়ী Verb বসাতে।
৫। প্রশ্নের বাকী অংশ বসাতে হয়।
যেমন:
Mr. Arafat is a magistrate. He studied day
and night to become a magistrate.
Ques: How did Mr. Arafat become a
magistrate?
Ans: By studying day and night, Mr.
Arafat became a magistrate.
উপসংহারে বলা যায় যে ইংরেজি প্রশ্ন উত্তর লেখার নিয়ম টপিকটি বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে কঠিন মনে হলেও যদি কোন ছাত্রছাত্রী আমার এই ইংরেজি প্রশ্নের উত্তর লেখার নিয়ম আর্টিকেলটি পড়ে এবং প্রতিনিয়ত এই নিয়ম অনুযায়ী প্রাকটিস করে তাহলে সে নিশ্চিত Question answer in English এ ভাল করতে পারবে। তাই ইংরেজি প্রশ্ন উত্তর সেকশনে ভাল করতে হলে বার বার এই নিয়মগুলো পড়তে হবে।
রিলেটেড পোস্টসঃ
একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি এটা পেয়ে অসংখ্য উপকৃত হয়েছি । ধন্যবাদ জানানোর ভাষা নেই ।
উত্তরমুছুন