আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
১। পৃথিবীর বয়স কত?
➛৫০ কোটি ৯৫ লক্ষ ৫৩ হাজার বর্গ কিলোমিটার।
২। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত
সময় লাগে?
➛৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
৩। নিজো অক্ষের উপর একবার আবর্তন করতে পৃথিবীর
কত সময় লাগে?
➛২৩ ঘন্টা ৫৬ মিনিট।
৪। পৃথিবীর সবচেয়ে বড় দিন কোনটি?
➛২১ শে জুন
৫। পৃথিবীর সবচেয়ে ছোট দিন কোনটি?
➛২২ শে ডিসেম্বর।
৬। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি।
➛চাঁদ।
৭। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
➛১৫ কোটি কিলোমিটার।
৮। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
➛বুধ।
৯। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
➛বৃহস্পতি।
১০। সৌরজগতের নিকটতম গ্রহ কোনটি?
➛শুক্র।
১১। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
➛এশিয়া।
১২। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
➛ওশেনিয়া।
১৩। পৃথিবীর জনশূণ্য মহাদেশ কোনটি?
➛ আন্টার্টিকা।
১৪। পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা কত?
➛১৯৫ টি।
১৫। পৃথিবীতে কোন মহাদেশের দেশের সংখ্যা
বেশি?
➛আফ্রিকা, ৫৪ টি।
১৬। পৃথিবীতে কোন মহাদেশের দেশের সংখ্যা কম?
➛দক্ষিণ আমেরিকা, ১২ টি।
১৭। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
➛রাশিয়া।
১৮। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
➛ভ্যাটিকান।
১৯। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
➛চীন।
২০। জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ
কোনটি?
➛ভ্যাটিকান।
২১। পৃথিবীর নবীনতম দেশ কোনটি?
➛দক্ষিণ সুদান।
২২। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
➛কাজাকাস্তান।
২৩।আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ
কোনটি?
➛মালদ্বীপ।
২৪। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ
কোনটি?
➛ইন্দোনেশিয়া।
২৫। জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম
দেশ কোনটি?
➛মালদ্বীপ।
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
২৭। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর
কততম মুসলিম দেশ?
➛ চতুর্থ।
২৮। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?
➛জাপানের টোকিও।
২৯। আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?
➛যুক্তরাষ্ট্রের
নিউইয়র্ক।
৩০। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
➛হ্যামারফাস্ট নরওয়ে।
৩১। পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
➛পুয়োর্তো উইলিয়াম, চিলি।
৩২। পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
➛বলিভিয়া, লাপাজ।
৩৩। পৃথিবীর দুই মহাদেশের মধ্যে বিস্তৃত
নগরী কোনটি?
➛ইস্তাম্বুল, তুরস্ক।
৩৪। পৃথিবীর ক্ষুদ্রতম রাজধানী কোনটি?
➛ভ্যাটিকান সিটি।
৩৫। পৃথিবীর মোট জনসংখ্যা কত?
➛ ৭৭১.৫০ কোটি।
৩৬। পৃথিবীতে মোট কতটি ভাষা আছে?
➛৭১১৭ টি।
৩৭। পৃথিবীতে কোন ভাষায় মানুষ বেশি কথা
বলে?
➛চীনের মান্দারিন ভাষায়।
৩৮। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
➛আটলান্টিক মহাসাগর।
৩৯। পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি?
➛দক্ষিণ চীন সাগর।
৪০। পৃথিবীর গভীরতম সাগর কোনটি?
➛ক্যারিবিয়ান সাগর।
৪১। পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি?
➛মেক্সিকো উপসাগর।
৪২। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
➛নীলনদ, আফ্রিকা।
৪৩। পৃথিবীর উচ্চতম দ্বীপ কোনটি?
➛নিউগিনি।
৪৪। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
➛কাস্পিয়ান, এশিয়া-ইউরোপ।
৪৫। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
➛বৈকাল, হ্রদ রাশিয়া।
৪৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
➛গ্রিনল্যান্ড।
৪৭। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
➛বাংলাদেশ।
৪৮। ইউরেশিয়া কি?
➛ইউরোপ ও এশিয়া মহাদেশকে
ইউরেশিয়া বলে।
৪৯। এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?
➛মাউন্ট এভারেস্ট।
৫০। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?
➛ইয়াংসিকিয়াং, চীন।
পড়তে পারেনঃ
- গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
- বাংলা সাহিত্যের সেরা লেখক ও বইয়ের তালিকা
আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
৫১। এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি?
➛পশ্চিম সাইবেরীয়
সমভূমি।
৫২। এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি?
➛তৈগা।
৫৩। এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা
কত?
➛৪৪ টি।
৫৪। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে কোন
রেখা?
➛বিষুব রেখা।
৫৫। বছরের ৯ মাস বরফাচ্ছন্ন থাকে এশিয়ার
কোন উপকূল?
➛উত্তর উপকূল।
৫৬। এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে গেছে
কোন রেখা?
➛৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা
রেখা।
৫৭। পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?
➛বাহরাইন দ্বীপ।
৫৮। লেভান্ট কি?
➛এশিয়া মাইনর ও ক্ষুদ্র
সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চল।
৫৯। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
➛সালউইন।
৬০। এশিয়ার অর্থনীতির প্রধান উৎস
কোনটি?
➛কৃষি।
৬১। দক্ষিণ এশিয়ার কোন দেশে সারা বছর
বৃষ্টিপাত হয়?
➛শ্রীলঙ্কায়।
৬২। দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূলে কি জন্মে?
➛নারিকেল।
৬৩। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ?
➛আফ্রিকা।
৬৪। এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
➛২৫০০ মিলিমিটার।
৬৫। পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম পর্বত
গ্রন্থির নাম কি?
➛পামীর গ্রন্থি।
৬৬। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
➛পামির মালভূমিকে।
৬৭। কোন কোন দেশ ইন্দোচীন নামে খ্যাত?
➛ ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া।
৬৮। সানশাইন পলিসি এর সাথে কোন দেশ জড়িত?
➛উত্তর ও দক্ষিণ কোরিয়াকে।
৩৮ তম অক্ষরেখা কি?
➛দুই কোরিয়াকে বিভক্ত
কারি সীমারেখা।
৬৯। দুই ইয়েমেন একত্রিত হয়
কখন?
➛১৯৯০ সালে।
৭০। কালাপানি কোথায়?
➛ভারত ও নেপাল সীমান্তে
অমীমাংসিত ভূখণ্ড।
৭১। দক্ষিণ এশিয়ার দেশ কয়টি ও কি কি?
➛৯ টি। বাংলাদেশ,
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও ইরান।
৭২। লয়াজিরগা কি?
➛আফগানিস্তানে সর্বোচ্চ
পরিষদ।
৭৩। দ্যা ল্যান্ড অফ দ্য থান্ডার
ড্রাগন নামে খ্যাত কোন দেশ?
➛ভুটান।
৭৪। এক দেশে দুই নীতি কোন দেশে।
➛চীনে।
৭৫। পিপলস স্কয়ার কোথায়?
➛চীনের সাংহাই।
International general knowledge
৭৬। ভেনিস অফ দ্য ইস্ট নামে খ্যাত কোন শহর?
➛সিনিয়র সুজো শহর।
৭৭। গ্রেট ওয়াল কোথায়?
➛চীনে।
৭৮। Ping Pong Diplomacy কোন
দেশের সাথে জড়িত?
➛চীন।
৭৯। সিল্ক রোড সিল্ক রোড বাণিজ্য পথ কোথায়?
➛চীনে।
৮০। থাইল্যান্ড এর পূর্ব নাম কি?
➛শ্যাম।
৮১। শ্বেত হাতির দেশ নামে খ্যাত কোন দেশ?
➛ থাইল্যান্ড।
৮২। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কাকে?
➛সরোজিনী নাইডুকে।
৮৩। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম
দেশ কোনটি?
➛ভারত।
৮৪। আয়তনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার
বৃহত্তম দেশ কোনটি?
➛ ভারত।
৮৫। বোফর্স কেলেঙ্কারি কোন দেশের সাথে
জড়িত?
➛ভারত।
৮৬। বাবরি মসজিদ কোথায়? কে কখন প্রতিষ্ঠা
করেন? বাবরি মসজিদ কখন ধ্বংস করা হয়?
➛ অযোধ্যায়, উত্তর প্রদেশ, সম্রাট আকবর ১৫২৮ সালে
প্রতিষ্ঠা করেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়।
৮৭। ভারতের মোট প্রদেশ সংখ্যা কত?
➛ ২৮
৮৮। ইন্দোনেশিয়ার দ্বীপের সংখ্যা কত?
➛ ১৭৫০৮
৮৯। ইন্দোনেশিয়া প্রদেশের সংখ্যা কত?
➛ ৩৩
৯০। ইন্দোনেশিয়ার ভাষার নাম কি?
➛ পশতু।
৯১। গারুদা কি?
➛ ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা।
৯২। ইন্দোনেশিয়ার সরকারি সংবাদ সংস্থার নাম কি?
➛ আনতারা।
৯৩। ইরানের পূর্ব নাম কি?
➛ পারস্য।
৯৪। ইরাক কুয়েত দখল করে কখন?
➛দোসরা আগস্ট, ১৯৯০
৯৫। অপারেশন ডেজার্ট স্টর্ম/ শেইল্ড কি?
➛ ১৯৯১ সালে বহুজাতিক
বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে হামলা।
৯৬। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি?
➛ ইসরাইল।
৯৭। ক্যাম্প ডেভিড চুক্তি কি?
➛ আরব ও ইসরাইল এর মধ্যে প্রথম শান্তি চুক্তি।
৯৮। মোসাদ কি?
➛ ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম।
৯৯। কর্নার স্টোন অব পিস স্মৃতিসৌধটি কোথায়?
➛ ওকিনাওয়া, জাপান।
১০০ কিয়োটো কোথায়?
➛ জাপান।
রিলেটেড পোস্টসঃ