Type Here to Get Search Results !

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

 

International general knowledge, international general knowledge questions and answers, general knowledge international affairs

 আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১। পৃথিবীর বয়স কত?

৫০ কোটি  ৯৫ লক্ষ ৫৩ হাজার বর্গ কিলোমিটার।

২। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?

৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

৩। নিজো অক্ষের উপর একবার আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে?

২৩ ঘন্টা ৫৬ মিনিট।

৪। পৃথিবীর সবচেয়ে বড় দিন কোনটি?

২১ শে জুন

৫। পৃথিবীর সবচেয়ে ছোট দিন কোনটি?

২২ শে ডিসেম্বর।

৬। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি।

চাঁদ।

৭। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

১৫ কোটি কিলোমিটার।

৮। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

বুধ।

৯। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

বৃহস্পতি।

১০। সৌরজগতের নিকটতম গ্রহ কোনটি?

শুক্র।

১১। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

এশিয়া।

১২। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?

ওশেনিয়া।

১৩। পৃথিবীর জনশূণ্য মহাদেশ কোনটি?

আন্টার্টিকা।

১৪। পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা কত?

১৯৫ টি।

১৫। পৃথিবীতে কোন মহাদেশের দেশের সংখ্যা বেশি?

আফ্রিকা, ৫৪ টি।

১৬। পৃথিবীতে কোন মহাদেশের দেশের সংখ্যা কম?

দক্ষিণ আমেরিকা, ১২ টি।

১৭। আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?

রাশিয়া।

১৮। আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?

ভ্যাটিকান।

১৯। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?

চীন।

২০। জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?

ভ্যাটিকান।

২১। পৃথিবীর নবীনতম দেশ কোনটি?

দক্ষিণ সুদান।

২২। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

কাজাকাস্তান।

২৩।আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?

মালদ্বীপ।

২৪। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

ইন্দোনেশিয়া।

২৫। জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?

মালদ্বীপ।

আন্তর্জাতিক সাধারণ জ্ঞান 

২৭। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর কততম মুসলিম দেশ?

চতুর্থ।

২৮। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?

জাপানের টোকিও।

২৯। আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

৩০। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?

হ্যামারফাস্ট নরওয়ে।

৩১। পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?

পুয়োর্তো উইলিয়াম, চিলি।

৩২। পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?

বলিভিয়া, লাপাজ।

৩৩। পৃথিবীর দুই মহাদেশের মধ্যে বিস্তৃত নগরী কোনটি?

ইস্তাম্বুল, তুরস্ক।

৩৪। পৃথিবীর ক্ষুদ্রতম রাজধানী কোনটি?

ভ্যাটিকান সিটি।

৩৫। পৃথিবীর মোট জনসংখ্যা কত?

৭৭১.৫০ কোটি।

৩৬। পৃথিবীতে মোট কতটি ভাষা আছে?

১১৭ টি।

৩৭। পৃথিবীতে কোন ভাষায় মানুষ বেশি কথা বলে?

চীনের মান্দারিন ভাষায়।

৩৮। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

আটলান্টিক মহাসাগর।

৩৯। পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি?

দক্ষিণ চীন সাগর।

৪০। পৃথিবীর গভীরতম সাগর কোনটি?

ক্যারিবিয়ান সাগর।

৪১। পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি?

মেক্সিকো উপসাগর।

৪২। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

নীলনদ, আফ্রিকা।

৪৩। পৃথিবীর উচ্চতম দ্বীপ কোনটি?

নিউগিনি।

৪৪। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

কাস্পিয়ান, এশিয়া-ইউরোপ।

৪৫। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?

বৈকাল, হ্রদ রাশিয়া।

৪৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

গ্রিনল্যান্ড।

৪৭। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

বাংলাদেশ।

৪৮। ইউরেশিয়া কি?

ইউরোপ ও এশিয়া মহাদেশকে ইউরেশিয়া বলে।

৪৯। এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?

মাউন্ট এভারেস্ট।

৫০। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি?

ইয়াংসিকিয়াং, চীন।

পড়তে পারেনঃ

আন্তর্জাতিক সাধারণ জ্ঞান

৫১। এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি?

পশ্চিম সাইবেরীয় সমভূমি।

৫২। এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি?

তৈগা।

৫৩। এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কত?

৪৪ টি।

৫৪। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?

বিষুব রেখা।

৫৫। বছরের ৯ মাস বরফাচ্ছন্ন থাকে এশিয়ার কোন উপকূল?

উত্তর উপকূল।

৫৬। এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে গেছে কোন রেখা?

৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।

৫৭। পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?

বাহরাইন দ্বীপ।

৫৮। লেভান্ট কি?

এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চল।

৫৯। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?

সালউইন।

৬০। এশিয়ার অর্থনীতির প্রধান উৎস কোনটি?

কৃষি।

৬১। দক্ষিণ এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়?

শ্রীলঙ্কায়।

৬২। দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূলে কি জন্মে? 

নারিকেল।

৬৩। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ?

আফ্রিকা।

৬৪। এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

২৫০০ মিলিমিটার।

৬৫। পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম পর্বত গ্রন্থির নাম কি?

পামীর গ্রন্থি।

৬৬। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?

পামির মালভূমিকে।

৬৭। কোন কোন দেশ ইন্দোচীন নামে খ্যাত?

ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া।

৬৮। সানশাইন পলিসি এর সাথে কোন দেশ জড়িত?

উত্তর ও দক্ষিণ কোরিয়াকে।

৩৮ তম অক্ষরেখা কি?

দুই কোরিয়াকে বিভক্ত কারি সীমারেখা।

৬৯। দুই ইয়েমেন একত্রিত হয় কখন?

১৯৯০ সালে।

৭০। কালাপানি কোথায়?

ভারত ও নেপাল সীমান্তে অমীমাংসিত ভূখণ্ড।

৭১। দক্ষিণ এশিয়ার দেশ কয়টি ও কি কি?

৯ টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও ইরান।

৭২। লয়াজিরগা কি?

আফগানিস্তানে সর্বোচ্চ পরিষদ।

৭৩। দ্যা ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন নামে খ্যাত কোন দেশ?

ভুটান।

৭৪। এক দেশে দুই নীতি কোন দেশে।

চীনে।

৭৫। পিপলস স্কয়ার কোথায়?

চীনের সাংহাই।

International general knowledge

৭৬। ভেনিস অফ দ্য ইস্ট নামে খ্যাত কোন শহর?

সিনিয়র সুজো শহর।

৭৭। গ্রেট ওয়াল কোথায়?

চীনে।

৭৮। Ping Pong Diplomacy কোন দেশের সাথে জড়িত?

চীন।

৭৯। সিল্ক রোড সিল্ক রোড বাণিজ্য পথ কোথায়?

চীনে।

৮০। থাইল্যান্ড এর পূর্ব নাম কি?

শ্যাম।

৮১। শ্বেত হাতির দেশ নামে খ্যাত কোন দেশ?

থাইল্যান্ড।

৮২। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কাকে?

সরোজিনী নাইডুকে।

৮৩। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?

ভারত।

৮৪। আয়তনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

ভারত।

৮৫। বোফর্স কেলেঙ্কারি কোন দেশের সাথে জড়িত?

ভারত।

৮৬। বাবরি মসজিদ কোথায়? কে কখন প্রতিষ্ঠা করেন? বাবরি মসজিদ কখন ধ্বংস করা হয়?

অযোধ্যায়, উত্তর প্রদেশ,  সম্রাট আকবর ১৫২৮ সালে প্রতিষ্ঠা করেন।  ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়।

৮৭। ভারতের মোট প্রদেশ সংখ্যা কত?

২৮

৮৮। ইন্দোনেশিয়ার দ্বীপের সংখ্যা কত?

১৭৫০৮

৮৯। ইন্দোনেশিয়া প্রদেশের সংখ্যা কত?

৩৩

৯০। ইন্দোনেশিয়ার ভাষার নাম কি?

পশতু।

 ৯১। গারুদা কি?

ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থা।

৯২। ইন্দোনেশিয়ার সরকারি সংবাদ সংস্থার নাম কি?

আনতারা।

৯৩। ইরানের পূর্ব নাম কি?

পারস্য।

৯৪। ইরাক কুয়েত দখল করে কখন?

দোসরা আগস্ট, ১৯৯০

৯৫। অপারেশন ডেজার্ট স্টর্ম/ শেইল্ড কি?

১৯৯১ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরুদ্ধে হামলা।

৯৬। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি?

ইসরাইল।

৯৭। ক্যাম্প ডেভিড চুক্তি কি?

আরব ও ইসরাইল এর মধ্যে প্রথম শান্তি চুক্তি।

৯৮। মোসাদ কি?

ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম।

৯৯। কর্নার স্টোন অব পিস স্মৃতিসৌধটি কোথায়?

ওকিনাওয়া, জাপান।

১০০ কিয়োটো কোথায়?

জাপান।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad