Type Here to Get Search Results !

জীবনে সফল হওয়ার উপায়

জীবনে সফল হওয়ার উপায়,জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী,কিভাবে জীবনে সফল হওয়া যায়,ছাত্র জীবনে সফল হওয়ার উপায়,how to successful in life

মানুষ মাত্রই সফলতা পেতে চান। কিন্তু ঘরে শুয়ে-বসে থাকলে কি সেই সফলতা আপনাকে ধরা দিবে? অবশ্যই না। সফলতা আনতে গেলে আপনাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। জীবনে সফল হওয়ার উপায় অনুসরণ করে কিছু নিয়ম-কানুনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সব মিলিয়ে আপনার প্রচণ্ড সদিচ্ছা ও প্রখর মনোবল থাকা দরকার। 

আমরা জীবনে সফল হবো কি হবো না তা যে সম্পূর্ণ আমাদের উপরেই নির্ভর করে। এই কথাটি অনেকেই মানতে নারাজ। অনেকেই ভাবেন মামা/খালু/চাচার বলে এবং টাকা পয়সার মাধ্যমে জীবনে সফল হওয়া যায়। এই কথাটি কিছু ক্ষেত্রে সত্য হলেও সকল ক্ষেত্রে নয়। 

সফল মানুষদের জীবনী ঘাঁটলে দেখা যায় তারা কতোটা ত্যাগ-তিতিক্ষা শেষে আজকের এই সফল মানুষ। সুতরাং যা করার আমাদের নিজেদেরই করতে হবে। বিন্দু বিন্দু জলকণা থেকে যেমন বিশাল এক সমুদ্রের গর্জন উঠে ঠিক তেমনি প্রতিদিন একটু একটু সাধনা আর সংকল্পের ছোঁয়ায় একজন সাধারণ মানুষও একজন সফল মানুষে পরিণত হয়ে উঠেন।চলুন তবে আজ দেখে নেয়া যাক জীবনে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন।  

জীবনে সফল হওয়ার উপায়

১। সফালতা নিয়ে স্বপ্ন দেখুন।

২। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং ফজরের নামাজ আদায় করুন।

৩। বেশী বেশী বই পড়ুন কারণ বই থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন যা আপনাকে সফল হতে সাহায্য করবে ।

৪। সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন।

৫। ছক তৈরি করুন।

৬। কাজে নেমে পড়ুন।

৭। শিখতে থাকুন।

৮। মনোযোগ সহকারে কোন কিছু শিখুন এবং করুন।

৯। শেখা বিষয়গুলির বিশ্লেষণ করুন।

১০। অন্যের নিকট থেকে শিখতে লজ্জা পাবেন না।

১১। নাছোড়বান্দার মত লেগে থাকুন।

১২। পজিটিভ হয়ে উঠুন।

১৩। ব্যর্থতা মানে পথের শেষ নয়, শুরু--এটা ভাবুন।

১৪। বাঁধা যে সুযোগ সেটা বুঝতে শিখুন।

১৫। সঠিক পার্টনার খুজে বের করুন।

১৬। সব সময় সফল মানুষদের সাথে থাকুন।

১৭। ব্যর্থতাকে ভয় পাবেন না।

১৮। পছন্দের মানুষের সঙ্গে সময় কাটান।

১৯। নতুন কিছু চিন্তা করুন।

২০। দ্বন্দ্ব-বিবাদ এড়িয়ে চলুন।

পড়তে পারেনঃ

জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কী

২১। আত্নবিশ্বাসী হন।

২২। প্রচুর পরিমানে পরিশ্রম করুন। মনে রাখবেনঃ পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ।

২৩। বেশি বেশি বই পড়ুন।

২৪। সময় সুযোগে ভ্রমন করুন।

২৫। প্রতিদিন ব্যায়াম করুন।

২৬। No risk no gain - এই প্রবাদটি অনুসরণ করুন।

২৭। দিনে কমপক্ষে ছয় ঘন্টা ঘুমান।

২৮। আপনার জীবন থেকে দুর্বলতা গুলো বাদ দিন।

২৯। অন্যকে বেশি সময় না দিয়ে নিজেকে সময় দিন।

৩০। অন্যের সফলতার গল্প না শুনে ব্যর্থতার গল্প শুনুন কারণ ব্যর্থতার গল্প থেকে সফল হওয়ার অনেক অনুপ্রেরণা পাওয়া যায় ।

৩১। কোন কাজকে অবহেলা করবেন না। সময়ের কাজ সময়ে করুন ।

৩২। পরের উপর নির্ভর করা বাদ দিন, আত্মনির্ভরশীল হন।

৩৩। নিজের কাজে মন দিন।

৩৪। নিজের পরিবারকে ভালোবাসুন কারণ আপনার দুর দিনে আপনার পরিবারই আপনার পাশে থাকবে।

৩৫। সর্বোপরি সফালতার জন্য আল্লাহর নিকট সাহায্য চান। তিনি আপনাকে পথ দেখাবেন।

কি করলে জীবনে সফল হওয়া যায়

মনে রাখবেন: সাফল্য কোন মরীচিকা নয়। সারাজীবন অধরা থেকে যাবে এমন কোন অসাধ্য বস্তুও নয়। চেষ্টা করুন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে সফালতার জন‍্য নিরাশ না হয়ে সাহায্য চান। দেখবেন আপনি হয়তোবা একদিন সফল হয়ে গেছেন। 

পরিশেষে বলা যায় যে আপনি যদি উপরের জীবনে সফল হওয়ার উপায় গুলো অনুসরণ করেন তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। এরপরেও যদি আপনি জীবনে সফল না হতে পারেন তাহলে এর জন‍্য আপনি আদৌ দায়ী না। আপনার ভাগ‍্যই এর জন‍্য দায়ী কারণ সফলতার জন্য প্রয়োজন ৯৯% কঠোর পরিশ্রম আর ১% ভাগ্য। ৯৯% এর সাথে ১% যোগ না করলে কখনও ১০০% হয় না। আর ১০০% না হলে কেহ জীবনে সফল হতে পারে না। ঐ ১% মানুষের হাতে নয়। ওটা নিশ্চিত মহান রাব্বুল আলামিনের হাতে। তিনি যাকে খুশি তাকে দেন, যাকে খুশি না তাকে দেন না। এতে মানুষের মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.