Type Here to Get Search Results !

ইংরেজিতে কথা বলার সহজ উপায়

 

ইংরেজিতে কথা বলার সহজ উপায়,ইংরেজিতে কথা বলার জাদু,কিভাবে ইংরেজিতে কথা বলা যায়,ইংরেজিতে কথা বলতে হলে কি কি শিখতে হবে

ইংরেজি, ইংরেজি ও ইংরেজি। যুগটাই যেন এখন ইংরেজির। বর্তমানে ইংরেজি ছাড়া কোন কিছু চিন্তাও করা যায় না। পরীক্ষায় পাস, বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস সহ যেকোন চাকরি সব জায়গায়ই ইংরেজিতে দক্ষতা এখন প্রাথমিক চাহিদা। দক্ষতা বিভিন্ন রকমের হতে পারে। তাদের ভিতরে ইংরেজি বলার দক্ষতা এখন সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন দক্ষতা।

বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে ভালো চাকরি পেতে গেলে ভালো ইংরেজি বলতে পারার কোন বিকল্প নেই। এমনও দেখা গেছে যে সব রকম যোগ্যতা থাকা স্বত্বেও শুধুমাত্র ইংরেজিতে সাবলীলভাবে কথা না বলতে পারার জন্য অনেকেরই বহুজাতিক কোম্পানিতে চাকরি হয় না। সময় এসেছে এখন সামনে এগিয়ে যাওয়ার ও নিজের দক্ষতা বাড়ানোর। 

তাই ইংরেজি জানার বা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারার কোন বিকল্প নেই। এজন্য আজ আমি আপনাকে ইংরেজিতে কথা বলার সহজ উপায় বলে দিবো। এখন আসুন সেই উপায় বা কৌশলগুলো এক নজর দেখা যাক।

ইংরেজিতে কথা বলার সহজ উপায়

১। ভয় দূর করুন।

২। ইংরেজিতে ভাবতে শিখুন।

৩। মিডিয়াকে কাজে লাগান।

৪। সমমনা বন্ধু খুঁজে নিন।

৫। একা একা কথা বলুন।

৬। গ্রামার নিয়ে বেশি চিন্তা এড়িয়ে চলুন।

৭। প্রচুর ইংরেজি শুনুন।

৮। ইংরেজি গান শুনুন ও গান গাইতে চেষ্টা করুন।

৯। ইংরেজিতে গল্প বলুন।

১০। যেকোন শব্দের অন্যান্য রূপ সম্পর্কে জানুন।

১১। শুধু Word না Phrase ও শিখুন।

১২। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন।

১৩। সংকোচ কাটিয়ে তুলুন।

১৪। ইংরেজি শিখতে আগ্রহীদের গ্রুপ তৈরি করুন।

পড়তে পারেনঃ

কিভাবে ইংরেজিতে কথা বলব

How to speak English fast

১৫। ইংরেজি পত্রিকা পড়ুন।

১৬। বিজ্ঞ ও বিশ্বস্ত পরামর্শদাতা খুঁজুন।

১৭। শুরু থেকেই সঠিকভাবে বলার চেষ্টা এড়িয়ে চলুন।

১৮। ইংরেজি শিখতে সর্বদা অ্যালার্ট থাকুন। 

১৯। শব্দ করে পড়ুন।

১৯। ইংরেজি বলার পদ্ধতিগুলো উপভোগ করুন।

২০। ইংরেজিতে বোঝার চেষ্টা করুন।

২১। সহজে বোঝা যায় এমন কিছু পড়ুন।

২২। ইন্টারনেটের ব্যবহার করুন।

২৩। আগ্রহ ধরে রাখুন। 

২৪। ছোট ছোট Sentence এ ইংরেজি বলতে 

চেষ্টা করুন।

২৫। ভুল হলেও ইংরেজি বলা চালিয়ে যান।

সঠিক ও অনর্গল ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর জন্য বেস্ট উপায় হচ্ছে নিয়মিত ইংরেজীতে কথা বলার প্রাকটিস করা। ভুল হচ্ছে কিনা সেটা না ভেবে জাস্ট বলে যাবেন। দেখবেন, এক সময় নিজেই নিজের ভুল গুলো ধরতে পারছেন। আর ক্রমান্বয়ে আপনার ভুলের পরিমান কমে আসছে। খুব শীঘ্রই আপনি ইংরেজি বলাতে সফল হবেন। আর অল্প দিনের মধ্যেই আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। আমি আশা করি আমার ইংরেজিতে কথা বলার সহজ উপায় আর্টিকেলটি আপনাকে অনর্গল ইংরেজি বলা শিখতে পচন্ড হেল্প করবে।

রিলেটেড পোস্টসঃ

একাডেমিক শিক্ষা বিষয়ক অজানাকে জানতে নিয়মিত আমার ব্লগ সাইটটি পরিদর্শন করুন। আমার ব্লগ সাইটটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad