সাধারণ জ্ঞান
১। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পেট্রোল মজুদ
আছে কোথায়?
➛সৌদি আরবে।
২। টেম্পল ট্রি কি?
➛শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবনের নাম।
৩। শ্রীলংকার পূর্ব নাম কি?
➛সিলন/সিংহল।
৪। LTTE পূর্ণরূপ কি?
➛Liberation Tigers of Tamil Elam
৫। LTTE এর প্রতিষ্ঠাতা কে?
➛ভেলুপিল্লাহ প্রভাকরণ।
৬। মুক্তার দ্বীপ বলা হয় কোন দেশকে?
➛শ্রীলংকা।
৭। সভ্যতার সূতিকাগার বলা হয় কোন দেশকে?
➛সিরিয়া।
৮। দামাস্কার কি?
➛বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর।
৯। গ্রে উলফ নামে খ্যাত কে?
➛কামাল আতাতুর্ক।
১০। তাইওয়ান এর পূর্ব নাম কি?
➛ফরমোজা।
১১। ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট কে?
➛ইয়াসির আরাফাত।
১২। পি এল ও এর সদর দপ্তর কোথায়?
➛রামাল্লা ফিলিস্তিন।
১৩। হামাস কি?
➛ফিলিস্তিনির রাজনৈতিক সংগঠন।
১৪। PLO এর পূর্ণরূপ কি?
➛Palestine Liberation Organization
১৫। প্রথম ক্রুসেড পরিচালনা করেন কে?
➛গডফ্রে।
১৬। ইউরোপের দীর্ঘতম/উচ্চতম পর্বতমালা নাম কি?
➛আল্পস।
১৭। ইউরোপের বৃহত্তম সমভূমি কোনটি ?
➛মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।
১৮। ইউরোপের দ্বার বলা হয় কাকে?
➛ভিয়েনা কে।
১৯। ইউরোপের ককপিট বলা হয় কাকে?
➛বেলজিয়ামকে।
২০। ইউরোপের স্বাধীন দেশের সংখ্যা কতটি?
➛৪৮ টি।
২১।ইউরোপ মহাদেশ কোন গোলার্ধে?
➛ উত্তর গোলার্ধে।
২২। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি?
➛ভলগা।
২৩। নাগার্নো কারাবাখ কোন দুটি দেশে করিডোর?
➛আর্মেনিয়া ও আজারবাইজান।
২৪। বাল্টিক রাষ্ট্র বলা হয় কাকে?
➛এস্তোনিয়া লিথুয়ানিয়া ও লাটভিয়া।
২৫। বাফার স্টেট বলা হয় কাকে?
➛বেলজিয়ামকে।
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
২৬। গ্রীনল্যান্ডের মালিকানা কোন দেশের?
➛ডেনমার্ক।
২৭। হাজার হ্রদের দেশ কোনটি?
➛ফিনল্যান্ড।
২৮। এলিসি প্রাসাদ কি?
➛ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
২৯। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কখন?
➛১৪ জুলাই ১৭৮৯ সালে।
৩০। কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি
বিপ্লব হয়?
➛বাস্তিল দুর্গ।
৩১। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
➛নেপোলিয়ানকে।
৩২। ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা দান করেন কারা?
➛রুশো ও ভলতেয়ার।
৩৩। লুভর মিউজিয়াম কোথায়?
➛প্যারিস, ফ্রান্স।
৩৪। City of Culture বলা হয় কোন শহরকে?
➛প্যারিস।
৩৫। ভার্সাই নগরী কোথায়?
➛ফ্রান্স।
৩৬। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের
প্রবক্তা কে?
➛দার্শনিক রুশো।
৩৭। কোন রাষ্ট্র আমেরিকাকে Statue of Liberty উপহার দেয়?
➛ফ্রান্স।
৩৮। ফরাসি বিপ্লবের স্লোগান কি?
➛স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।
৩৯। হিটলারের রাজনৈতিক দলের নাম কি?
➛নাৎসি।
৪০। গেস্টাপো কি?
➛হিটলারের গোপন পুলিশ বাহিনী।
৪০। কাল মার্কস এর জন্ম কোথায়?
➛জার্মানি।
৪১। কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা
হয়?
➛জার্মানি।
৪২। জার্মান ব্যতীত জার্মান ভাষায় কথা বলে
কোন দেশ?
➛অস্ট্রিয়া।
৪৩। বার্লিন প্রাচীর কোথায়?
➛জার্মানি।
৪৪। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কাকে?
➛গ্রীস কে।
৪৫। ইলিয়াড ও ওডিসি এর রচয়িতা কে?
➛হোমার, গ্রীস।
৪৬। আগুনের দ্বীপ বলা হয় কাকে?
➛আইসল্যান্ডকে।
৪৭। পান্নার দ্বীপ বলা হয় কাকে?
➛আয়ারল্যান্ডকে।
৪৮। ফ্যাসিজম এর প্রবক্তা কে?
➛বেনিটো মুসোলিনি, ইতালি।
৪৯। সাত পাহাড়ের শহর বলা হয় কাকে?
➛রোমকে।
৫০। ধীবর বা মৎস্যজীবীদের দেশ কোনটি?
➛নরওয়ে।
পড়তে পারেনঃ
General knowledge Bangla
৫১। নিশীথ সূর্যের দেশ কোনটি?
➛নরওয়ে।
৫২। রুশ বিপ্লবের নেতৃত্ব দেন কে?
➛লেনিন।
৫৩। USSR কি?
➛Union of Soviet Socialist Republics
৫৪। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি
রাষ্ট্র হয়?
➛১৫ টি।
৫৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয়
কাকে?
➛রাশিয়াকে।
৫৬। ক্রেমলিন কি?
➛ রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
৫৭। গ্লাসনস্ত কি?
➛খোলামেলা আলোচনা।
৫৮। পেরেস্ত্রইকা কি?
➛সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা।
৫৯। Light House of Europe নামে
খ্যাত কোন শহর ?
➛মাদ্রিদ, স্পেন।
৬০। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?
➛সুইডেন।
৬১। ইউরোপের সমিল বলা হয় কাকে?
➛সুইডেনকে।
৬২। সম্মেলনের শহর বলা হয় কাকে?
➛জেনেভাকে।
৬৩। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার কোন দেশ?
➛যুক্তরাজ্য।
৬৪। কোন দেশে লিখিত সংবিধান নেই।
➛যুক্তরাজ্য।
৬৫। ম্যাগনাকার্টা কি?
➛ইংল্যান্ডের একটি চুক্তি।
৬৬। সেন্ট হেলেনা দ্বীপ কোথায়?
➛যুক্তরাজ্য।
৬৭। বৃটেনের আইনসভার নাম কি?
➛পার্লামেন্ট।
৬৮। বৃটেনের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
➛দুই কক্ষ বিশিষ্ট হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্স।
৬৯। হাউজ অব লর্ডস এর আসন সংখ্যা কত?
➛৮০৪ টি।
৭০। হাউস অব কমন্সের আসন সংখ্যা কত?
➛৬৫০ টি।
৭১। চিরকুমারী বা ভার্জিন কুইন বলা হয় কাকে?
➛প্রথম এলিজাবেথকে।
৭২। দি হলি সিটি কোনটি?
➛ভ্যাটিকান সিটি।
৭৩। সুইস গার্ড কি?
➛ভ্যাটিকানের নিরাপত্তা বাহিনী।
৭৪। প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত
কোনটি?
➛ওসাকা, জাপান।
৭৫। প্রাচ্যের গ্রেট ব্রিটেন
হিসেবে খ্যাত কোন দেশ?
➛জাপান।
General knowledge in Bengali
৭৬। সুমো ও জুডো কি?
➛জাপানের জাতীয় খেলার নাম।
৭৭। সূর্যোদয়ের দেশ বলা হয়
কাকে?
➛জাপানকে।
৭৮। জাপানের সর্বোচ্চ শৃঙ্গের
নাম কি?
➛ফুজিয়ামা।
৭৯। জাপানের বৃহত্তম দ্বীপের নাম
কি?
➛হনসু।
৮০। কোন প্রণালী
জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে?
➛কোরিয়া প্রণালী।
৮১। জাপানের পূর্ব নাম কি?
➛নিপ্পন/ নিহোন
৮২। কোন দ্বীপপুঞ্জ নিয়ে
রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে?
➛কুড়িল দ্বীপপুঞ্জ।
৮৩। সর্বোচ্চ গড় আয়ুর দেশ
কোনটি?
➛জাপান।
৮৪। প্রথম আণবিক বোমা ফেলা হয় কোথায়?
➛হিরোশিমা ও নাগাসাকি জাপান।
৮৫। মিয়ানমারের প্রাচীন নাম কি?
➛ব্রহ্মদেশ।
৮৬। রোহিঙ্গা কারা?
➛মিয়ানমারের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী।
৮৭। লুনথিন কি?
➛মিয়ানমারের সামরিক বাহিনী।
৮৮। পুত্রজায়া কি?
➛মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী।
৮৯। বার্নামা কি?
➛মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা।
৯০। সার্কভুক্ত কোন দেশে
বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনী নেই?
➛মালদ্বীপ।
৯১। হো চি মিন কোন দেশের বিপ্লবী
নেতা ছিলেন?
➛ভিয়েতনাম।
৯২। বিশ্বের
একমাত্র হিন্দু রাষ্ট্র কোনটি?
➛নেপাল।
৯৩। হিমালয় কন্যা বলা হয় কাকে?
➛নেপালকে।
৯৪। সোয়াত উপত্যকা কোথায়?
➛পাকিস্তানে।
৯৬। পাকিস্তানের প্রথম রাজধানী কোথায়
ছিল।
➛করাচি।
৯৭। পাকিস্তানের প্রবেশদ্বার বলা
হয় কাকে?
➛করাচিকে।
৯৮। পাকিস্তানের প্রথম গভর্নর
জেনারেল কে ছিলেন?
➛মোহাম্মদ আলী জিন্নাহ।
৯৯। অ্যাবোটাবাদ কোথায়?
➛পাকিস্তানে।
১০০। মুসলিম বিশ্বের প্রথম মহিলা
প্রধানমন্ত্রীর নাম কি?
➛বেনজির ভুট্টো, পাকিস্তান।
১০১। ডটার অব দ্য ইস্ট বলা হয়
কাকে?
➛বেনজির ভুট্টোকে।
১০২। সিন্ধু কোথায়?
➛করাচী, পাকিস্তান।
১০৩। পাঞ্জাব কোথায়?
➛লাহোর, পাকিস্তান।
১০৪। বেলুচিস্তান কোথায়?
➛কোয়েটা, পাকিস্তান।
- বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলা সাহিত্যের খুঁটিনাটি
- বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।