Type Here to Get Search Results !

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, general knowledge Bangla, general knowledge in Bengali,

সাধারণ জ্ঞান

১। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে কোথায়?

সৌদি আরবে।

২। টেম্পল ট্রি কি?

শ্রীলংকার প্রেসিডেন্টের বাসভবনের নাম।

৩। শ্রীলংকার পূর্ব নাম কি?

সিলন/সিংহল।

৪। LTTE পূর্ণরূপ কি?

Liberation Tigers of Tamil Elam

৫। LTTE এর প্রতিষ্ঠাতা কে?

ভেলুপিল্লাহ প্রভাকরণ।

৬। মুক্তার দ্বীপ বলা হয় কোন দেশকে?

শ্রীলংকা।

৭। সভ্যতার সূতিকাগার বলা হয় কোন দেশকে?

সিরিয়া।

৮। দামাস্কার কি?

বিশ্বের সবচেয়ে প্রাচীন শহর।

৯। গ্রে উলফ নামে খ্যাত কে?

কামাল আতাতুর্ক।

১০। তাইওয়ান এর পূর্ব নাম কি?

ফরমোজা।

১১। ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট কে?

ইয়াসির আরাফাত।

১২। পি এল ও এর সদর দপ্তর কোথায়?

রামাল্লা ফিলিস্তিন।

১৩। হামাস কি?

ফিলিস্তিনির রাজনৈতিক সংগঠন।

১৪। PLO এর পূর্ণরূপ কি?

Palestine Liberation Organization

১৫। প্রথম ক্রুসেড পরিচালনা করেন কে?

গডফ্রে।

১৬। ইউরোপের দীর্ঘতম/উচ্চতম পর্বতমালা নাম কি?

আল্পস।

১৭। ইউরোপের বৃহত্তম সমভূমি কোনটি ?

মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।

১৮। ইউরোপের দ্বার বলা হয় কাকে?

ভিয়েনা কে।

১৯। ইউরোপের ককপিট বলা হয় কাকে?

বেলজিয়ামকে।

২০। ইউরোপের স্বাধীন দেশের সংখ্যা কতটি?

৪৮ টি।

২১।ইউরোপ মহাদেশ কোন গোলার্ধে?

উত্তর গোলার্ধে।

২২। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি?

ভলগা।

২৩। নাগার্নো কারাবাখ কোন দুটি দেশে করিডোর?

আর্মেনিয়া ও আজারবাইজান।

২৪। বাল্টিক রাষ্ট্র বলা হয় কাকে?

এস্তোনিয়া লিথুয়ানিয়া ও লাটভিয়া।

২৫। বাফার স্টেট বলা হয় কাকে?

বেলজিয়ামকে।

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

২৬। গ্রীনল্যান্ডের মালিকানা কোন দেশের?

ডেনমার্ক।

২৭। হাজার হ্রদের দেশ কোনটি?

ফিনল্যান্ড।

২৮। এলিসি প্রাসাদ কি?

ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

২৯। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কখন?

১৪ জুলাই ১৭৮৯ সালে।

৩০। কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব হয়?

বাস্তিল দুর্গ।

৩১। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?

নেপোলিয়ানকে।

৩২। ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা দান করেন কারা?

রুশো ও ভলতেয়ার।

৩৩। লুভর মিউজিয়াম কোথায়?

প্যারিস, ফ্রান্স।

৩৪। City of Culture বলা হয় কোন শহরকে?

প্যারিস।

৩৫। ভার্সাই নগরী কোথায়?

ফ্রান্স।

৩৬। ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা কে?

দার্শনিক রুশো।

৩৭। কোন রাষ্ট্র আমেরিকাকে Statue of Liberty উপহার দেয়?

ফ্রান্স।

৩৮। ফরাসি বিপ্লবের স্লোগান কি?

স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।

৩৯। হিটলারের রাজনৈতিক দলের নাম কি?

নাৎসি।

৪০। গেস্টাপো কি?

হিটলারের গোপন পুলিশ বাহিনী।

৪০। কাল মার্কস এর জন্ম কোথায়?

জার্মানি

৪১। কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?

জার্মানি।

৪২। জার্মান ব্যতীত জার্মান ভাষায় কথা বলে কোন দেশ?

অস্ট্রিয়া।

৪৩। বার্লিন প্রাচীর কোথায়?

জার্মানি।

৪৪। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কাকে?

গ্রীস কে।

৪৫। ইলিয়াড ও ওডিসি এর রচয়িতা কে?

হোমার, গ্রীস।

৪৬। আগুনের দ্বীপ বলা হয় কাকে?

আইসল্যান্ডকে।

৪৭। পান্নার দ্বীপ বলা হয় কাকে?

আয়ারল্যান্ডকে।

৪৮। ফ্যাসিজম এর প্রবক্তা কে?

বেনিটো মুসোলিনি, ইতালি।

৪৯। সাত পাহাড়ের শহর বলা হয় কাকে?

রোমকে।

৫০। ধীবর বা মৎস্যজীবীদের দেশ কোনটি?

নরওয়ে।

পড়তে পারেনঃ

General knowledge Bangla

৫১। নিশীথ সূর্যের দেশ কোনটি?

নরওয়ে।

৫২। রুশ বিপ্লবের নেতৃত্ব দেন কে?

লেনিন।

৫৩। USSR কি?

Union of Soviet Socialist Republics

৫৪। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র হয়?

১৫ টি।

৫৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কাকে?

রাশিয়াকে।

৫৬। ক্রেমলিন কি?

 রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

৫৭। গ্লাসনস্ত কি?

খোলামেলা আলোচনা।

৫৮। পেরেস্ত্রইকা কি?

সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা।

৫৯। Light House of Europe নামে খ্যাত কোন শহর ?

মাদ্রিদ, স্পেন।

৬০। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?

সুইডেন।

৬১। ইউরোপের সমিল বলা হয় কাকে?

সুইডেনকে।

৬২। সম্মেলনের শহর বলা হয় কাকে?

জেনেভাকে।

৬৩। আধুনিক গণতন্ত্রের সূতিকাগার কোন দেশ?

যুক্তরাজ্য।

৬৪। কোন দেশে লিখিত সংবিধান নেই।

যুক্তরাজ্য।

৬৫। ম্যাগনাকার্টা কি?

ইংল্যান্ডের একটি চুক্তি।

৬৬। সেন্ট হেলেনা দ্বীপ কোথায়?

যুক্তরাজ্য।

৬৭। বৃটেনের আইনসভার নাম কি?

পার্লামেন্ট।

৬৮। বৃটেনের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?

দুই কক্ষ বিশিষ্ট হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্স।

৬৯। হাউজ অব লর্ডস এর আসন সংখ্যা কত?

৮০৪ টি।

৭০। হাউস অব কমন্সের আসন সংখ্যা কত?

৬৫০ টি।

৭১। চিরকুমারী বা ভার্জিন কুইন বলা হয় কাকে?

প্রথম এলিজাবেথকে।

৭২। দি হলি সিটি কোনটি?

ভ্যাটিকান সিটি।

৭৩। সুইস গার্ড  কি?

ভ্যাটিকানের নিরাপত্তা বাহিনী।

৭৪। প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত কোনটি?

ওসাকা, জাপান।

৭৫। প্রাচ্যের গ্রেট ব্রিটেন হিসেবে খ্যাত কোন দেশ?

জাপান।

General knowledge in Bengali

৭৬। সুমো  ও জুডো  কি?

জাপানের জাতীয় খেলার নাম।

৭৭। সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে?

জাপানকে।

৭৮। জাপানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

ফুজিয়ামা।

৭৯। জাপানের বৃহত্তম দ্বীপের নাম কি?

হনসু।

৮০। কোন প্রণালী  জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে?

কোরিয়া প্রণালী।

৮১। জাপানের পূর্ব নাম কি?

নিপ্পন/ নিহোন

৮২। কোন দ্বীপপুঞ্জ নিয়ে  রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে?

কুড়িল দ্বীপপুঞ্জ।

৮৩। সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?

জাপান।

৮৪। প্রথম আণবিক বোমা ফেলা হয় কোথায়?

হিরোশিমা ও নাগাসাকি জাপান।

 ৮৫। মিয়ানমারের প্রাচীন নাম কি?

ব্রহ্মদেশ।

 ৮৬। রোহিঙ্গা কারা?

মিয়ানমারের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী।

৮৭। লুনথিন কি?

মিয়ানমারের সামরিক বাহিনী।

৮৮। পুত্রজায়া কি?

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী

৮৯।   বার্নামা কি?

মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা।

৯০। সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনী নেই?

মালদ্বীপ।

৯১। হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?

ভিয়েতনাম।

৯২। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র  কোনটি?

নেপাল।

৯৩। হিমালয় কন্যা বলা হয় কাকে?

নেপালকে।

৯৪। সোয়াত উপত্যকা কোথায়?

পাকিস্তানে।

 ৯৬। পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল।

করাচি।

৯৭। পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কাকে?

করাচিকে।

৯৮। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

মোহাম্মদ আলী জিন্নাহ।

৯৯। অ্যাবোটাবাদ কোথায়?

পাকিস্তানে।

১০০। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?

বেনজির ভুট্টো, পাকিস্তান।

১০১। ডটার অব দ্য ইস্ট বলা হয় কাকে?

বেনজির ভুট্টোকে।

১০২। সিন্ধু কোথায়?

করাচী, পাকিস্তান।

১০৩। পাঞ্জাব কোথায়?

লাহোর, পাকিস্তান।

১০৪। বেলুচিস্তান কোথায়?

কোয়েটা, পাকিস্তান।

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.