গুচ্ছ ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
১। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান
কত?
➛৯০ তম।
২। দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে
বাংলাদেশের অবস্থান কত?
➛চতুর্থ।
৩। বাংলাদেশের দক্ষিণে সীমানা কি?
➛বঙ্গোপসাগর।
৪। দহগ্রাম-আঙ্গরপোতা কোথায়?
➛কোচবিহার, ভারত।
৫। তিনবিঘা করিডোর কি?
➛দহগ্রাম-আঙ্গরপোতা
সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগাযোগের জন্য ১৭৮*৮৫ মিটার পরিমাপের একটি প্যাসেজ ডোর আছে যাকে তিনবিঘা করিডোর
বলে।
৬। বেরুবাড়ীর পরিবর্তে বাংলাদেশে কোন
স্থানটি পায়?
➛তিনবিঘা
করিডোর।
৭। দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশের কোন
উপজেলায়?
➛পাটগ্রাম, লালমনিরহাট।
৮। তিনবিঘা
করিডোর কোন নদীর তীরে?
➛ তিস্তা।
৯। বাংলাদেশের মোট
সীমান্ত আছে কতটি দেশের সাথে?
➛দুইটি, ভারত
ও মিয়ানমার।
১০। বাংলাদেশের মোট সীমান্ত জেলা কতটি?
➛৩২ টি।
১১। ভারতের সাথে বাংলাদেশের মোট
সীমান্ত দৈর্ঘ্য কত?
➛ ৪১৫৬
কিলোমিটার।
১২। মিয়ানমারের সাথে বাংলাদেশের
সীমান্ত দৈর্ঘ্য কত?
➛২৭১ কিলোমিটার।
১৩। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর
কোথায়?
➛আগারগাঁও, ঢাকা।
১৪। বাংলাদেশে
কোন অঞ্চলের অন্তর্গত?
➛ক্রান্তীয়।
১৫। বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত?
➛২০৩ সেন্টিমিটার।
১৬। স্পারসো পূর্ণরূপ কি?
➛স্পারসো রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অরগানাইজেশন।
১৭। স্পারসো কি?
➛মহাকাশ
গবেষণা ও দূর অনুধাবন সংস্থা।
১৭। স্পারসো কখন প্রতিষ্ঠিত হয়?
➛১৯৮০ সালে।
১৮। স্পারসো এর সদর দপ্তর কোথায়?
➛আগারগাঁও, ঢাকা।
১৯। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন?
➛প্রতিরক্ষা
মন্ত্রণালয়।
২০। হিমালয়ের কন্যা বলা হয় কোন
স্হানকে?
➛পঞ্চগড়কে।
২১। বাংলাদেশের আমাজান বলা হয় কোন
স্হানকে?
➛রাতারগুল
বন,সিলেটকে ।
২২। কোন গাছকে সূর্য কন্যা বলা হয়?
➛তুলা
গাছকে
২৩। প্রকৃতির কন্যা বলা হয় কোন
স্হানকে?
➛জাফলং,সিলেটকে।
২৪। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন
স্হানকে?
➛রাঙামাটিকে
২৫। রাঙামাটির ছাদ বলা হয় কোন স্হানকে?
➛সাজেক ভ্যালিকে।
General knowledge questions Bangladesh
২৬। পাহাড়ি কন্যা বলা হয় কোন স্হানকে?
➛বান্দরবানকে।
২৭। প্রাচ্যের ডান্ডি বলা হয় কোন
স্হানকে?
➛নারায়নগঞ্জকে।
২৮। বাংলাদেশের প্রবেশদ্বার কোন
স্হানকে?
বলা হয়?
➛চট্টগ্রামকে।
২৯। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কোন
স্হানকে?
➛সিলেটকে।
৩০। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন
স্হানকে?
➛চট্টগ্রামকে।
৩১। শীতল পানির ঝর্ণা অবস্থিত?
➛কক্সবাজার।
৩২। গরম পানির ঝর্ণা অবস্থিত?
➛সীতাকুণ্ড।
৩৩। বাংলার ভেনিস/ বাংলার শস্যভান্ডার
বলা হয় কোন স্হানকে?
➛ বরিশালকে।
৩৪। দ্বীপের রাণী বলা হয় কোন স্হানকে?
➛ভোলাকে।
৩৫। প্রকৃতির রাণী বলা হয় কোন স্হানকে?
➛খাগড়াছড়িকে।
৩৬। নদীমাতৃক দেশ বলা হয় কোন দেশকে?
➛বাংলাদেশকে
।
৩৭। ভাটির দেশ বলা হয় কোন দেশকে?
➛বাংলাদেশকে
।
৩৮। সোনালী আঁশের দেশ বলা হয় কোন
দেশকে?
➛বাংলাদেশকে।
৩৯। মসজিদের শহর বলা হয় কোন শহরকে?
➛ঢাকাকে ।
৪০। রিক্সার নগরী বলা হয় কোন দেশকে?
➛ঢাকাকে ।
৪১। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন
স্হানকে?
➛চট্টগ্রামকে
।
৪২। বাংলাদেশের প্রবেশ দ্বার বলা হয়
কোন স্হানকে?
➛চট্টগ্রাম
বন্দরকে ।
৪৩। বাংলাদেশের কুয়েত সিটি কোন
স্হানকে?
➛খুলনা অঞ্চলকে ( চিংড়ি চাষের জন্য )
৪৪। প্রাচ্যের ডান্ডি কোন স্হানকে?
➛নারায়ণগঞ্জকে
।
৪৫। বাংলাদেশের পর্যটন রাজধানী বলা
হয়কোন স্হানকে?
➛কক্সবাজারকে
।
৪৬। কুমিল্লার দুঃখ বলা হয় কাকে?
➛গোমতীকে ।
৪৭। সাগর দ্বীপ বলা হয়কোন স্হানকে?
➛ভোলাকে ।
৪৮। সাগর কন্যা বলা হয়কোন স্হানকে?
➛কুয়াকাটাকে
।
৪৯। বাংলার ভেনিস বলা হয়কোন স্হানকে?
➛বরিশালকে
।
৫০। বাংলার শস্য ভান্ডার বলা হয় কোন
স্হানকে?
➛বরিশালকে
।
পড়তে পারেনঃ
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২২
৫১। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কাকে?
➛ডাকাতিয়া বিলকৈ ।
৫২। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা
হয়কোন স্হানকে?
➛বগুড়াকে
।
৫৩। ম্যালথাসের মতে জনসংখ্যা ও খাদ্য
বাড়ে বা কি হারে?
➛জনসংখ্যা
বাড়ে জ্যামিতিক হারে।
➛খাদ্য
বাড়ে গাণিতিক হারে।
৫৪। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে
বাংলাদেশের অবস্থান কততম?
➛অষ্টম।
৫৫। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা
বৃদ্ধির হার কত?
➛১.৩৭
৫৬। আদমশুমারি কত বছর পর পর হয়?
➛১০ বছর।
৫৭। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ
গোষ্ঠীর সংখ্যা কত?
➛৫০
৫৮। পার্বত্য চট্টগ্রামে কতগুলো
ক্ষুদ্র নৃ গোষ্ঠী বাস করে?
➛১১ টি।
৫৯। কোন উপজাতির পারিবারিক কাঠামো
মাতৃতান্ত্রিক?
➛খাসি/
খাসিয়া ও গারো।
৬০। কোন উপজাতি মুসলমান?
➛পাঙ্গন।
৬১। বাংলাদেশের কয়টি জেলায় ক্ষুদ্র
নৃগোষ্ঠী বাস করে?
➛পাঁচটি, রাঙ্গামাটি,
খাগড়াছড়ি, বান্দরবান, নওগাঁ ও দিনাজপুর।
৬২। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির
উদ্ভব হয়েছে?
➛অস্ট্রিক।
৬৩। বাঙালিরা কি জাতি?
➛সংকর (অস্ট্রিক, দ্রাবিড়
ও আর্য)
৬৪। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
➛দ্রাবিড়।
৬৫। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী
ছিল?
➛অস্ট্রিক।
৬৬। বঙ্গ গোষ্ঠী ভুক্ত মানুষদের বসবাস
ছিল কোথায়?
➛ভাগীরথী
নদীর পূর্ব তীরে।
৬৭। প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন
অঞ্চলকে বুঝায়?
➛আধুনিক
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা।
৬৮। আর্যরা প্রথমে কোথায় বসতি স্থাপন
করে?
➛সিন্ধু
বিধৌত অঞ্চলে।
৬৯। আর্যদের আদি নিবাস কোথায়?
➛ইউরাল
পর্বত এর দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চলে।
৭০। প্রাচীন জনপদ কি কি?
➛গৌড়,বঙ্গ, পুন্ড্র, রাঢ়, সমতট
ও হরিকেল।
৭১। বাংলার প্রথম স্বাধীন মুসলিম
সালতানাতের রাজধানী ছিল কোথায়?
➛সোনারগাঁ।
৭২। আর্যদের পবিত্র গ্রন্থের নাম কি?
➛ঋকবেদ।
৭৩। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
➛গৌতম
বুদ্ধ।
৭৪। গৌতম বুদ্ধের বাল্য নাম কি?
➛সিদ্ধার্থ।
৭৫। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?
➛ত্রিপিটক।
**************************
GK Bangladesh
৭৬। জৈন ধর্মের প্রবর্তক কে?
➛মহাবীর।
৭৭। পারস্যের মহান রাজা কে ছিলেন?
➛আলেকজান্ডার।
৭৮। অ্যারিস্টোটলের শিক্ষা কেন্দ্রের
নাম কি ছিল?
➛লাইসিয়াম।
৭৯। আলেকজান্ডারের শিক্ষক কে?
➛অ্যারিস্টোটল।
৮০। অ্যারিস্টোটলের শিক্ষককে?
➛প্লেটো।
৮১। প্লেটোর শিক্ষক কে?
➛সক্রেটিস।
৮২। বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
➛শশাঙ্ক।
৮৩। কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
➛বল্লাল
সেন।
৮৫। সর্বপ্রথম হস্তলিপির প্রচলন হয়
কখন?
➛অশোকের
আমলে।
৮৬। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
➛প্রথম
চন্দ্রগুপ্ত।
৮৭। হর্ষবর্ধনের রাজধানীর নাম কি ছিল?
➛কনৌজ।
৮৮। বাঙালি রাজাদের মধ্যে স্বাধীন ও
সার্বভৌম নরপতি কে?
➛শশাঙ্ক
(নরেন্দ্র গুপ্ত)
৮৯। পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
➛গোপাল।
৯০। সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
➛হেমন্ত
সেন।
৯১। সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে?
➛বিজয়
সেন।
৯২। দানসাগর ও অদ্ভুতসাগর কার রচিত?
➛বল্লাল
সেনের।
৯৩। ইবনে বতুতা কোন দেশের অধিবাসী
ছিলেন?
➛মরক্কোর।
৯৪। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?
➛ফা
হিয়েন।
৯৫। প্রাচ্যের হোমার নামে খ্যাত কে?
➛ফেরদৌসী।
৯৬। শাহনামা এর রচয়িতা কে?
➛ফেরদৌসী।
৯৭। দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
➛কুতুবউদ্দিন
আইবেক।
৯৮। বিখ্যাত কুতুব মিনার কে নির্মাণ
করেন?
➛কুতুবউদ্দিন
আইবেক।
৯৯। কুতুব মিনার কোথায়?
➛দিল্লিতে।
১০০। দিল্লি সালতানাতের প্রকৃত
প্রতিষ্ঠাতা কে?
➛সুলতান শামসুদ্দিন ইলতুতমিশ।
রিলেটেড পোস্টসঃ