Type Here to Get Search Results !

গুচ্ছ ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২২, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী pdf, গুচ্ছ বিশ্ববিদ্যালয়

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

১। বাংলাদেশের সাংবিধানিক বাংলা নাম কি?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

২। বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম কি?

The People's Republic of Bangladesh

৩। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি?

চট্টগ্রাম।

৪। বাংলাদেশের মোট আয়তন কত?

১, ৪৭, ৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।

৫। বাংলাদেশের মোট সীমানা কত?

৫,১৩৮ কিলোমিটার।

৬। বাংলাদেশের স্থল সীমা সীমা কত?

৪,৪৭৭ কিলোমিটার।

৭। বাংলাদেশের জলসীমা কত?

৭১১ কিলোমিটার।

৮। বাংলাদেশের সীমান্ত দেশ কয়টি ও কি কি?

২টি, ভারত ও মিয়ানমার।

৯। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি?

বর্ডার গার্ড বাংলাদেশ। (BGB)

১০। ভারতের সীমান্ত বাহিনীর নাম কি?

বর্ডার সিকিউরিটি ফোর্স। (BSF)

১১। মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি?

বর্ডার গার্ড পুলিশ। (BGP)

১২। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কত?

৪,১৫৬ কিলোমিটার।

১৩। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত?

২৭১ কিলোমিটার।

১৪। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা কত?

১২ নটিক্যাল মাইল।

১৫। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চলের নাম কি?

সিলেটের লালখান।

১৬। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত অঞ্চলের নাম কি?

নাটোরের লালপুর।

১৭। বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত?

২০৩ সেন্টিমিটার।

১৮। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কখন?

১০ এপ্রিল ১৯৭১

১৯। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?

অধ্যাপক এম ইউসুফ আলী।

২০। মুক্তিবাহিনী বা সশস্ত্র বাহিনীর প্রধান কে?

জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী।

২১। মুক্তিযুদ্ধে কতটি সেক্টর ছিল?

১১ টি।

২২। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন?

৬৭৬ জন।

২৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন?

২ জন।

২৪। বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?

ভুটান, ৬ ডিসেম্বর ১৯৭১

২৫। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?

ইরাক।

General knowledge Bangladesh

২৬। বাংলাদেশের মুজিবনগর বা অস্থায়ী সরকার কখন গঠিত হয়?

১০ এপ্রিল ১৯৭১

২৭। বাংলাদেশের মুজিবনগর বা অস্থায়ী সরকার কখন শপথ গ্রহণ করেন?

১৭ এপ্রিল ১৯৭১

২৮। বাংলাদেশের মুজিবনগর বা অস্থায়ী সরকারের প্রথম রাষ্টপতির নাম কি?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২৯। বাংলাদেশের মুজিবনগর বা অস্থায়ী সরকারের অস্থায়ী উপরাষ্ট্রপতির নাম কি?

সৈয়দ নজরুল ইসলাম।

৩০। বাংলাদেশের মুজিবনগর বা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর নাম কি?

তাজউদ্দিন আহমেদ।

৩১। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?

মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামের আমবাগানে। বর্তমান নাম মুজিবনগর।

৩২। বাংলাদেশের সরকার পদ্ধতির নাম কি?

সংসদীয় সরকার পদ্ধতি।

৩৩। বাংলাদেশের আইনসভার বাংলা নাম কি?

জাতীয় সংসদ।

৩৪। বাংলাদেশের আইনসভার ইংরেজি নাম কি?

House of Nation

৩৫। বাংলাদেশের মোট সংসদ সদস্য সংখ্যা কত?

৩৫০

৩৬। বাংলাদেশের সংরক্ষিত সংরক্ষিত নারী সংসদ সদস্য সংখ্যা কত?

৫০

৩৭। বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন কোনটি?

পঞ্চগড়-১

৩৮। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?

বান্দরবান ।

৩৯। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার এর নাম কি?

মোহাম্মদ উল্লাহ।

৪০। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকার এর নাম কি?

ডক্টর শিরীন শারমিন চৌধুরী।

৪১। বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন হয় কখন?

৭ মার্চ ১৯৭৩

৪২। বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগ আছে?

৮ টি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ

৪৩। বাংলাদেশের বর্তমান জেলা কয়টি?

৬৪ টি।

৪৪। বাংলাদেশের বর্তমান সিটি কর্পোরেশন কয়টি?

১২ টি।

৪৫। বাংলাদেশের বর্তমানে উপজেলার সংখ্যা কয়টি?

৪৯২ টি।

৪৬। বাংলাদেশের বর্তমান পৌরসভার সংখ্যা কয়টি?

৩২৮ টি।

৪৭। বাংলাদেশের বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা কয়টি?

৪,৫৭১ টি।

৪৮। বাংলাদেশের বর্তমানে গ্রামের সংখ্যা কয়টি?

৮৭,১৯১ টি।

৪৯। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?

বাংলাদেশ ব্যাংক।

৫০। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে?

এ এন এম হামিদুল্লাহ।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২২

৫১। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

ফজলে কবির।

৫২। বাংলাদেশের মোট কয়টি নোট আছে?

১০টি।

৫৩। সরকারি নোট কয়টি?

৩ টি। ১, ২ ও ৫ টাকা।

৫৪। ব্যাংক নোট কয়টি?

৭ টি।

৫৫। বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা কয়টি?

১৬৭ টি।

পড়তে পারেনঃ

৫৬। বাংলাদেশের মোট কয়টি ইপিজেড আছে?

৮ টি।

৫৭। বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম ও গভীরতম নদীর নাম কি?

মেঘনা।

৫৮। বাংলাদেশে মোট কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে?

৩ টি। ঢাকা,চট্টগ্রাম ও সিলেট।

৫৯। বাংলাদেশের নদী বন্দরের সংখ্যা কত?

৩৪ টি।

৬০। বাংলাদেশে মোট কয়টি সমুদ্র বন্দর আছে?

৩ টি। চট্টগ্রাম, মংলা ও পায়রা ।

৬১। বাংলাদেশের মোট কয়টি স্থল বন্দর আছে?

২৪ টি।

৬২। বাংলাদেশের বর্তমান মোট কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে?

৪৬ টি।

৬৩। বাংলাদেশে মোট কয়টি ক্যাডেট কলেজ আছে?

১২ টি।

৬৪। বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?

৪ জুন ১৯৯৬

৬৫। বাংলাদেশের প্রথম 3G চালু হয় কখন?

১৪ অক্টোবর ২০১২

৬৬। বাংলাদেশের প্রথম 4G চালু হয় কখন?

১৯ ফেব্রুয়ারি ২০১৮

৬৭। বাংলাদেশের কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে?

৪ টি।

৬৮। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

৬৯। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?

পিপীলিকা, ১৩ এপ্রিল ২০১৩

৭০। সোয়াচ অব নো গ্রাউন্ড কি ও কোথায় অবস্থিত?

বঙ্গোপসাগরের একটি খাদের নাম।

৭১। বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?

ক্রান্তীয় অঞ্চলে।

৭২। বাংলাদেশের কোন সমভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

ভাওয়ালগড় ও মধুপুরের বনভূমি।

৭৩। পার্বত্য অঞ্চলের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে?

টারশিয়ারি যুগে।

৭৪। বরেন্দ্রভূমির মাটির রং কেমন?

ধূসর ও লাল বর্ণের।

৭৫। লালমাই পাহাড় কোথায় অবস্থিত?

কুমিল্লার লালমাই থেকে ময়নামতি পর্যন্ত ।

গুচ্ছ ভর্তি পরীক্ষা

৭৬। ট্রপিক অফ ক্যান্সার কি?

২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ।

৭৭। ঢাকার প্রতিপাদ স্হান কোথায় অবস্থিত?

চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

৭৮। নদীমাতৃক দেশ বা ভাটির দেশ বা সোনালী আঁশের দেশ বলা হয় কাকে?

বাংলাদেশকে।

৭৯। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কাকে?

সিলেটকে।

৮০। ১২ আউলিয়ার দেশ বলা হয় কাকে?

চট্টগ্রামকে।

৮১। চায়ের দেশ বলা হয় কাকে?

মৌলভীবাজারকে।

৮২। প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে?

নারায়ণগঞ্জকে।

৮৩। বাংলার শস্য ভান্ডার বা বাংলার ভেনিস বলা হয় কাকে?

বরিশালকে।

৮৫। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কাকে?

চট্টগ্রামকে।

৮৬। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কাকে?

বগুড়াকে।

৮৭। রিক্সার নগরী বা মসজিদের শহর বলা হয় কাকে?

ঢাকাকে।

৮৮। চায়ের রাজধানী কোনটি?

শ্রীমঙ্গল, মৌলভীবাজারকে।

৮৯। পর্যটন রাজধানী কোনটি?

কক্সবাজারকে।

৯০। প্রকৃতির বা রূপের রানী বলা হয় কাকে?

খাগড়াছড়িকে।

৯১। পাহাড়িয়া কন্যা বলা হয় কাকে?

বান্দরবানকে।

৯২। হিমালয় কন্যা বলা হয় কাকে?

পঞ্চগড়কে।

৯৩। প্রকৃতির কন্যা বলা হয় কাকে?

জাফলং, সিলেটকে।

৯৪। সাগর কন্যা বলা হয় কাকে?

কুয়াকাটা, পটুয়াখালীকে।

৯৫। বাংলার কুয়েত বলা হয় কাকে?

খুলনাকে।

৯৬। দ্বীপের রানী বলা হয় কাকে?

ভোলাকে।

৯৭। The Land of Coastal Beauty বলা হয় কাকে?

বরগুনাকে।

৯৮। সাগর দ্বীপ বলা হয় কাকে?

ভোলাকে।

৯৯। কুমিল্লার দুঃখ বলা হয় কাকে?

গোমতী নদীকে ।

১০০। চট্টগ্রামের দুঃখ বলা হয় কাকে?

চাক্তাই খালকে।

পড়তে পারেনঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad