সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
১। বাংলাদেশের
সাংবিধানিক বাংলা নাম কি?
➛গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
২। বাংলাদেশের
সাংবিধানিক ইংরেজি নাম কি?
➛The People's Republic of Bangladesh
৩। বাংলাদেশের বাণিজ্যিক
রাজধানীর নাম কি?
➛চট্টগ্রাম।
৪। বাংলাদেশের মোট
আয়তন কত?
➛১, ৪৭, ৫৭০ বর্গ কিলোমিটার বা ৫৬,৯৭৭
বর্গমাইল।
৫। বাংলাদেশের মোট
সীমানা কত?
➛৫,১৩৮ কিলোমিটার।
৬। বাংলাদেশের স্থল
সীমা সীমা কত?
➛৪,৪৭৭ কিলোমিটার।
৭। বাংলাদেশের
জলসীমা কত?
➛৭১১ কিলোমিটার।
৮। বাংলাদেশের
সীমান্ত দেশ কয়টি ও কি কি?
➛২টি, ভারত ও মিয়ানমার।
৯। বাংলাদেশের
সীমান্তরক্ষী বাহিনীর নাম কি?
➛বর্ডার গার্ড বাংলাদেশ। (BGB)
১০। ভারতের সীমান্ত
বাহিনীর নাম কি?
➛বর্ডার সিকিউরিটি ফোর্স। (BSF)
১১। মিয়ানমারের
সীমান্ত বাহিনীর নাম কি?
➛বর্ডার গার্ড পুলিশ। (BGP)
১২। ভারতের সাথে
বাংলাদেশের সীমান্ত কত?
➛৪,১৫৬ কিলোমিটার।
১৩। মিয়ানমারের
সাথে বাংলাদেশের সীমান্ত কত?
➛২৭১ কিলোমিটার।
১৪। বাংলাদেশের
আঞ্চলিক সমুদ্রসীমা কত?
➛১২ নটিক্যাল মাইল।
১৫। বাংলাদেশের
সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চলের নাম কি?
➛সিলেটের লালখান।
১৬। বাংলাদেশের
সর্বনিম্ন বৃষ্টিপাত অঞ্চলের নাম কি?
➛নাটোরের লালপুর।
১৭। বাংলাদেশের গড়
বৃষ্টিপাত কত?
➛২০৩ সেন্টিমিটার।
১৮। বাংলাদেশের
স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কখন?
➛১০ এপ্রিল ১৯৭১
১৯। বাংলাদেশের
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?
➛অধ্যাপক এম ইউসুফ আলী।
২০। মুক্তিবাহিনী বা
সশস্ত্র বাহিনীর প্রধান কে?
➛জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী।
২১। মুক্তিযুদ্ধে
কতটি সেক্টর ছিল?
➛১১ টি।
২২। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত
মুক্তিযোদ্ধা কতজন?
➛৬৭৬ জন।
২৩। বাংলাদেশের
মুক্তিযুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন?
➛২ জন।
২৪। বাংলাদেশের
প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
➛ভুটান, ৬ ডিসেম্বর ১৯৭১
২৫। বাংলাদেশের
স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
➛ইরাক।
General knowledge Bangladesh
২৬। বাংলাদেশের
মুজিবনগর বা অস্থায়ী সরকার কখন গঠিত হয়?
➛১০ এপ্রিল ১৯৭১
২৭। বাংলাদেশের
মুজিবনগর বা অস্থায়ী সরকার কখন শপথ গ্রহণ করেন?
➛১৭ এপ্রিল ১৯৭১
২৮। বাংলাদেশের
মুজিবনগর বা অস্থায়ী সরকারের প্রথম রাষ্টপতির নাম
কি?
➛বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৯। বাংলাদেশের
মুজিবনগর বা অস্থায়ী সরকারের অস্থায়ী উপরাষ্ট্রপতির নাম কি?
➛সৈয়দ নজরুল ইসলাম।
৩০। বাংলাদেশের
মুজিবনগর বা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর নাম কি?
➛তাজউদ্দিন আহমেদ।
৩১। বাংলাদেশের
অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?
➛মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবেরপাড়া
গ্রামের আমবাগানে। বর্তমান নাম মুজিবনগর।
৩২। বাংলাদেশের
সরকার পদ্ধতির নাম কি?
➛সংসদীয় সরকার পদ্ধতি।
৩৩। বাংলাদেশের
আইনসভার বাংলা নাম কি?
➛জাতীয় সংসদ।
৩৪। বাংলাদেশের
আইনসভার ইংরেজি নাম কি?
➛House of Nation
৩৫। বাংলাদেশের মোট
সংসদ সদস্য সংখ্যা কত?
➛৩৫০
৩৬। বাংলাদেশের
সংরক্ষিত সংরক্ষিত নারী সংসদ সদস্য সংখ্যা কত?
➛৫০
৩৭। বাংলাদেশের
জাতীয় সংসদের এক নম্বর আসন কোনটি?
➛পঞ্চগড়-১
৩৮। বাংলাদেশের
জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
➛বান্দরবান ।
৩৯। বাংলাদেশের
জাতীয় সংসদের প্রথম স্পিকার এর নাম কি?
➛মোহাম্মদ উল্লাহ।
৪০। বাংলাদেশের
জাতীয় সংসদের বর্তমান স্পিকার এর নাম কি?
➛ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
৪১। বাংলাদেশের প্রথম
সংসদ নির্বাচন হয় কখন?
➛৭ মার্চ ১৯৭৩
৪২। বাংলাদেশে
বর্তমানে কয়টি বিভাগ আছে?
➛৮ টি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা,
বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ
৪৩। বাংলাদেশের
বর্তমান জেলা কয়টি?
➛৬৪ টি।
৪৪। বাংলাদেশের
বর্তমান সিটি কর্পোরেশন কয়টি?
➛১২ টি।
৪৫। বাংলাদেশের
বর্তমানে উপজেলার সংখ্যা কয়টি?
➛৪৯২ টি।
৪৬। বাংলাদেশের
বর্তমান পৌরসভার সংখ্যা কয়টি?
➛৩২৮ টি।
৪৭। বাংলাদেশের
বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা কয়টি?
➛৪,৫৭১ টি।
৪৮। বাংলাদেশের
বর্তমানে গ্রামের সংখ্যা কয়টি?
➛৮৭,১৯১ টি।
৪৯। বাংলাদেশের
কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
➛বাংলাদেশ ব্যাংক।
৫০। বাংলাদেশ
ব্যাংকের প্রথম গভর্নর কে?
➛এ এন এম হামিদুল্লাহ।
সাধারণ জ্ঞান বাংলাদেশ
বিষয়াবলী ২০২২
৫১। বাংলাদেশ
ব্যাংকের বর্তমান গভর্নর কে?
➛ফজলে কবির।
৫২। বাংলাদেশের মোট
কয়টি নোট আছে?
➛১০টি।
৫৩। সরকারি নোট
কয়টি?
➛৩ টি। ১, ২ ও ৫ টাকা।
৫৪। ব্যাংক নোট
কয়টি?
৭ টি।
৫৫। বাংলাদেশের মোট
চা বাগানের সংখ্যা কয়টি?
➛১৬৭ টি।
পড়তে পারেনঃ
৫৬। বাংলাদেশের মোট
কয়টি ইপিজেড আছে?
➛৮ টি।
৫৭। বাংলাদেশের
দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম ও গভীরতম নদীর নাম কি?
➛মেঘনা।
৫৮। বাংলাদেশে মোট
কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
➛৩ টি। ঢাকা,চট্টগ্রাম ও সিলেট।
৫৯। বাংলাদেশের নদী
বন্দরের সংখ্যা কত?
➛৩৪ টি।
৬০। বাংলাদেশে মোট
কয়টি সমুদ্র বন্দর আছে?
➛৩ টি। চট্টগ্রাম, মংলা ও পায়রা ।
৬১। বাংলাদেশের মোট
কয়টি স্থল বন্দর আছে?
➛২৪ টি।
৬২। বাংলাদেশের
বর্তমান মোট কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে?
➛৪৬ টি।
৬৩। বাংলাদেশে মোট
কয়টি ক্যাডেট কলেজ আছে?
➛১২ টি।
৬৪। বাংলাদেশে প্রথম
ইন্টারনেট চালু হয় কখন?
➛৪ জুন ১৯৯৬
৬৫। বাংলাদেশের
প্রথম 3G চালু হয় কখন?
➛১৪ অক্টোবর ২০১২
৬৬। বাংলাদেশের
প্রথম 4G চালু হয় কখন?
➛১৯ ফেব্রুয়ারি ২০১৮
৬৭। বাংলাদেশের
কয়টি ভূ-উপগ্রহ কেন্দ্র আছে?
➛৪ টি।
৬৮। বাংলাদেশের
প্রথম স্যাটেলাইটের নাম কি?
➛বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
৬৯। বাংলাদেশের
প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
➛পিপীলিকা, ১৩ এপ্রিল ২০১৩
৭০। সোয়াচ অব নো
গ্রাউন্ড কি ও কোথায় অবস্থিত?
➛বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
৭১। বাংলাদেশের
অবস্থান কোন অঞ্চলে?
➛ক্রান্তীয় অঞ্চলে।
৭২। বাংলাদেশের কোন
সমভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
➛ভাওয়ালগড় ও মধুপুরের বনভূমি।
৭৩। পার্বত্য
অঞ্চলের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে?
➛টারশিয়ারি যুগে।
৭৪। বরেন্দ্রভূমির
মাটির রং কেমন?
➛ধূসর ও লাল বর্ণের।
৭৫। লালমাই পাহাড়
কোথায় অবস্থিত?
➛কুমিল্লার লালমাই থেকে ময়নামতি পর্যন্ত ।
গুচ্ছ ভর্তি পরীক্ষা
৭৬। ট্রপিক অফ
ক্যান্সার কি?
➛২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ।
৭৭। ঢাকার প্রতিপাদ স্হান কোথায় অবস্থিত?
➛চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
৭৮। নদীমাতৃক দেশ বা
ভাটির দেশ বা সোনালী আঁশের দেশ বলা হয় কাকে?
➛বাংলাদেশকে।
৭৯। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় কাকে?
➛সিলেটকে।
৮০। ১২ আউলিয়ার দেশ
বলা হয় কাকে?
➛চট্টগ্রামকে।
৮১। চায়ের দেশ বলা
হয় কাকে?
➛মৌলভীবাজারকে।
৮২। প্রাচ্যের
ডান্ডি বলা হয় কাকে?
➛নারায়ণগঞ্জকে।
৮৩। বাংলার শস্য
ভান্ডার বা বাংলার ভেনিস বলা হয় কাকে?
➛বরিশালকে।
৮৫। বাংলাদেশের
প্রবেশদ্বার বলা হয় কাকে?
➛চট্টগ্রামকে।
৮৬। উত্তরবঙ্গের
প্রবেশদ্বার বলা হয় কাকে?
➛বগুড়াকে।
৮৭। রিক্সার নগরী বা
মসজিদের শহর বলা হয় কাকে?
➛ঢাকাকে।
৮৮। চায়ের রাজধানী
কোনটি?
➛শ্রীমঙ্গল, মৌলভীবাজারকে।
৮৯। পর্যটন রাজধানী
কোনটি?
➛কক্সবাজারকে।
৯০। প্রকৃতির বা
রূপের রানী বলা হয় কাকে?
➛খাগড়াছড়িকে।
৯১। পাহাড়িয়া
কন্যা বলা হয় কাকে?
➛বান্দরবানকে।
৯২। হিমালয় কন্যা
বলা হয় কাকে?
➛পঞ্চগড়কে।
৯৩। প্রকৃতির কন্যা
বলা হয় কাকে?
➛জাফলং, সিলেটকে।
৯৪। সাগর কন্যা বলা
হয় কাকে?
➛কুয়াকাটা, পটুয়াখালীকে।
৯৫। বাংলার কুয়েত
বলা হয় কাকে?
➛খুলনাকে।
৯৬। দ্বীপের রানী
বলা হয় কাকে?
➛ভোলাকে।
৯৭। The Land of Coastal Beauty বলা হয় কাকে?
➛বরগুনাকে।
৯৮। সাগর দ্বীপ বলা
হয় কাকে?
➛ভোলাকে।
৯৯। কুমিল্লার দুঃখ
বলা হয় কাকে?
➛গোমতী নদীকে ।
১০০। চট্টগ্রামের
দুঃখ বলা হয় কাকে?
➛চাক্তাই খালকে।
পড়তে পারেনঃ