Type Here to Get Search Results !

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলা: বাংলা সাহিত্যের খুঁটিনাটি

বাংলা সাহিত্যের খুঁটিনাটি, বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর, Bengali literature, History of Bengali literature, history of Bengali literature pdf

বাংলা সাহিত্যের খুঁটিনাটি

১। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?

৬৫০-১২০০ খ্রি:

২। বাংলা সাহিত্যের মধ্য যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?

১২০১-১৮০০ খ্রি:

৩। বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?

১৮০১-বর্তমান 

৪। বাংলা সাহিত্যের প্রাকচৈতন‍্য যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?

১৩৫১-১৫০০ খ্রি:

৫। বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?

১৫০১-১৬০০ খ্রি:

৬। বাংলা সাহিত্যের চৈতন্য পরবর্তী যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?

১৬০১-১৮০০ খ্রি:

৭। সাহিত্য কি?

চিন্তাধারা ও কল্পনার সুবিন্যস্ত ও সুপরিকল্পিত রূপই হল সাহিত্য।

৮। সাহিত্য শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

সহিত শব্দ থেকে। সহিত+য=সাহিত্য

৯। সাহিত্যের প্রধান লক্ষ্য কি?

সৌন্দর্য্ সৃষ্টি করা।

১০। বাংলা সাহিত্যের (প্রাচীন যুগের) আদি নিদর্শন কোনটি?

চর্যাপদ।

১১। চর্যাপদের আবিস্কারক কে?

ড. হরপ্রসাদ শাস্ত্রী।

১২। চর্যাপদ কত সালে কোথা থেকে আবিস্কার হয়?

১৯০৭ (১৩১৪) সালে নেপালের রাজ দরবার থেকে।

১৩। চর্যাপদ কত সালে কোথা থেকে প্রকাশিত হয়?

১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।

১৪। কোন আমলে চর্যাপদ রঢিত হয়?

পাল রাজ বংশের আমলে।

১৫। চর্যাপদের ভিন্ন নাম কি?

চর্যাচর্যবিনিশ্চয়।

১৬। চর্যাপদের রচয়িতা কে কে?

কাহ্নপা, লুইপা, ভসুকুপা ও শবরপা।

১৭। চর্যাপদে মোট কতটি পদ আছে?

৫১ টি।

১৮। চর্যাপদের রচয়িতা কত জন?

২৪ জন মতান্তরে ২৩ জন।

১৯। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কে, কতটি?

কাহ্নপা, ১৩ টি।

২০। চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি কে?

লুইপা।

বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর

২১। বাংলা সাহিত্যের সূচনা হয় কাদের হাতে?

বৌদ্ধদের হাতে।

২২। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

সহজিয়া বৌদ্ধ।

২৩। ড.মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোনটি?

বঙ্গ-কামরূপী।

২৪। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ কোনটি?

কাব্য।

২৫। লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কোনটি?

ছড়া।

২৬। চর্যাপদ কিসের সংকলন?

গানের।

২৭। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?

কাব্য।

২৮। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে?

সুনীতকুমার চট্টোপাধ্যায়।

২৯। ডাকার্ণব কোন ভাষায় রচিত?

অপভ্রংশ।

৩০। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙ্গালী বলে পরিচয় দিয়েছেন?

ভসুকুপা।

৩১। বাংলা সাহিত্যের মধ‍্য যুগের আদি নিদর্শন কোনটি?

শ্রীকৃষ্ণকীর্তন।

৩২। শ্রীকৃষ্ণকীর্তন কে রচনা করেন?

বড়ু চন্ডীদাস।

৩৩। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোথা থেকে আবিস্কৃত হয়?

গোয়াল ঘরের মাচা থেকে।

৩৪। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে আবিস্কার করেন?

বসন্ত রঞ্জন রায়।

৩৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কতটি খন্ড আছে?

১৩ টি।

৩৬। মধ্য যুগের প্রথম কবি কে?

বড়ু চন্ডীদাস।

৩৭। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রকৃত নাম কি?

শ্রীকৃষ্ণসন্দর্ভ।

৩৮। শ্রীকৃষ্ণকীর্তন নামটি কে দিয়েছেন?

বসন্ত রঞ্জন রায়।

৩৯। বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি?

বিদ্বদ্বল্লভ।

৪০। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোথা থেকে ও কার সম্পাদনায় প্রকাশিত হয়?

বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।

Bengali literature

৪১। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব‍্যের রচনার সময় কখন?

চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী(১৩৪০-১৪৪০)

৪২। শ্রীকৃষ্ণকীর্তন কাব‍্যের প্রধান চরিত্রে কে কে?

রাধা, কৃষ্ণ ও বড়ায়ি।

৪৩। বৈষ্ণব পদালির আদি রচয়িতা বা প্রথম কবি কে?

বিদ‍্যাপতি।

৪৪। বাংলা ভাষায় বৈষ্ণব পদালির আদি রচয়িতা কে?

চন্ডীদাস।

৪৫। বিদ‍্যাপতি কোন রাজ সভার কবি ছিলেন?

মিথিলার।

৪৬। ব্রুজবুলি কি?

মিথিলার উপভাষা/ এক রকম কৃত্রিম কবিভাষা/বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে সৃষ্টি।

৪৭। ব্রুজবুলি ভাষার প্রবর্তক বা স্রষ্টা কে?

বিদ‍্যাপতি।

৪৮। মৈথিলি কোকিল নামে খ‍্যাত কে?

বিদ‍্যাপতি।

৪৯। কবিকন্ঠহার কে?

বিদ‍্যাপতি।

৫০। "সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই" কার উক্তি?

বিদ‍্যাপতির।

৫১। "সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া" কার উক্তি?

চন্ডীদাসের।

৫২। "সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল" উক্তিটির রচয়িতা কে?

জ্ঞানদাস।

৫৩। মঙ্গলকাব‍্যের উপজীব্য বিষয় কি?

দেব-দেবীর মহাত্না বর্ণনা।

৫৪। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?

ভারতচন্দ্র রায়গুনাকর।

৫৫। চন্ডীমঙ্গল কাব‍্যের প্রধান বা শ্রেষ্ঠ কবি কে?

মুকুন্দরাম চক্রবর্তী।

৫৬। ধর্মমঙ্গল কাব‍্যের আদি কবি কে?

ময়ুরভট্ট।

৫৭। মনসামঙ্গল কাব‍্যের অপর নাম কি?

পদ্নাপূরাণ।

৫৮। মনসামঙ্গল কাব‍্যের আদি কবি কে?

কবি কানাহরিদত্ত।

৫৯। মনসাবিজয় কাব‍্যের রচয়িতা কে?

বিপ্রদাস পিপলাই।

৬০। চন্ডীমঙ্গল কাব‍্যের আদি কবি কে?

মানিকদত্ত।

পড়তে পারেনঃ

History of Bengali literature

৬১। বাইশা কি?

বাইশজন কবি রচিত মনসামঙ্গল কাব‍্যের বিভিন্ন অংশের সংকলন।

৬২। আরাকান কোথায়?

মায়ানমারের উত্তর-পশ্চিম সীমানায় এবং চট্টগ্রামের দক্ষিণে সমুদ্র তীরে।

৬৩। আরাকান ও রোসাঙ্গ রাজ সভার অন‍্যতম কবির নাম কি?

আলাওল।

৬৪। সিকান্দারনামা কে রচনা করেন?

আলাওল।

৬৫। কবি আলাওলের জন্মস্হান কোথায়?

চট্টগ্রামের জোবরা।

৬৬। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

দৌলত কাজী।

৬৭। সতীময়না-লোর-চন্দ্রানী কে রচনা করেন?

দৌলত কাজী।

৬৮। মহাকবি আলাওল কোন যুগের কবি ছিলেন?

মধ‍্য যুগের।

৬৯। নসীরানামা কাব‍্যের রচয়িতা কে?

কবি মরদন।

৭০। রোমান্টিক প্রণয়োপাখ‍্যান কি?

আরবী, ফারসি বা হিন্দি সাহিত্যের উৎস থেকে উপকরণ নিয়ে রচিত অনুবাদমূলক প্রণয়কাব‍্য।

৭১। রোমান্টিক প্রণয়োপাখ‍্যান ধারার প্রথম কবি করে?

শাহ মুহাম্মদ সগীর।

৭২। রোমান্টিক প্রণয়োপাখ‍্যান ধারার প্রথম কাবা কোনটি?

 ইউসুফ জুলেখা।      

৭৩। রোমান্টিক প্রণয়োপাখ‍্যান ধারার প্রথম বাঙালি মুসলমান কবি কে?

শাহ মুহাম্মদ সগীর।

৭৪। ইউসুফ-জুলেখা কে রচনা করেন?

শাহ মুহাম্মদ সগীর।

৭৫। সাইফুলমুলক বদিউজ্জামান কে রচনা করেন?

আলাওল।

৭৬। গুলে বকাওলী' কে রচনা করেন?

নওয়াজিশ খান।

৭৭। Ballad কি?

গীতিকা বা কাঁথা।

৭৮। Lyric এর বাংলা পরিভাষা কি?

গীতিকবিতা।

৭৯। ফোকলোর কথাটির উদ্ভাবক কে?

 উইলিয়াম থমস।

৮০। ঠাকুরমার ঝুলি কে রচনা করেন?

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।


Bengali literature questions and answers

৮১। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা?

রূপকথা।

৮২। বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি/

প্রবচন ছড়া ও ধাঁধা।

৮৩। হারামণি কি?  কে সংকলন করেন?

প্রাচীন লোকগীতি।  

সংকলক:  মোহাম্মদ মনসুর উদ্দি

৮৪। মর্সিয়া কোন ভাষা থেকে উৎপত্তি?

 আরবি।

৮৫। মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?

শেখ ফয়জুল্লাহ।

 ৮৬। জয়নবের চৌতিশা কে রচনা করেন?

শেখ ফয়জুল্লাহ।

৮৭। ময়মনসিংহ গীতিকা কে রচনা করেন? 

শুকুর মাহমুদ। 

৮৮। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন? 

চন্দ্রকুমার দে। 

৮৯। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনূদিত হয়?

২৩ টি ভাষায়।

৯০। ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? 

ডক্টর দীনেশচন্দ্র সেন। 

৯১। ময়মনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? 

১৯২৩ সালে। 

৯২। মহুয়া গীতিকার রচয়িতা কে? 

মনসুর বয়াতি। 

৯৩। লাইলি মজনু কে রচনা করেন? 

দৌলত উজির বাহরাম খান। 

৯৪। চন্দ্রাবতী কে রচনা করেন? 

কোরেশী মাগন ঠাকুর।

৯৫। জঙ্গনামা বা মক্তুল হোসেন কে রচনা করেন? 

দৌলত উজির বাহরাম খান।

৯৬। আমির হামজা, সোনাভান কে রচনা করেন? 

শাহ মুহাম্মদ গরীবুল্লাহ। 

৯৭। শ্রীকৃষ্ণবিজয় কে রচনা করেন? 

মালাধর বসু। 

৯৮। নবীবংশ কে রচনা করেন? 

সৈয়দ সুলতান। 

৯৯। উপকথা কি?

পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্য।

১০০। টপ্পা কি? টপ্পা গানের জনক কে?

এক ধরণের গান। নিধু বাবু বা রামনিধি গুপ্ত।

পড়তে পারেনঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.