বাংলা সাহিত্যের খুঁটিনাটি
১। বাংলা সাহিত্যের
প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?
➛৬৫০-১২০০ খ্রি:
২। বাংলা সাহিত্যের
মধ্য যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?
➛১২০১-১৮০০ খ্রি:
৩। বাংলা সাহিত্যের
আধুনিক যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?
➛১৮০১-বর্তমান
৪। বাংলা সাহিত্যের
প্রাকচৈতন্য যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?
➛১৩৫১-১৫০০ খ্রি:
৫। বাংলা সাহিত্যের
চৈতন্য যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?
➛১৫০১-১৬০০ খ্রি:
৬। বাংলা সাহিত্যের
চৈতন্য পরবর্তী যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত?
➛১৬০১-১৮০০ খ্রি:
৭। সাহিত্য কি?
➛চিন্তাধারা ও কল্পনার সুবিন্যস্ত ও
সুপরিকল্পিত রূপই হল সাহিত্য।
৮। সাহিত্য শব্দটি
কোন শব্দ থেকে এসেছে?
➛সহিত শব্দ থেকে। সহিত+য=সাহিত্য
৯। সাহিত্যের প্রধান
লক্ষ্য কি?
➛সৌন্দর্য্ সৃষ্টি করা।
১০। বাংলা সাহিত্যের
(প্রাচীন যুগের) আদি নিদর্শন কোনটি?
➛চর্যাপদ।
১১। চর্যাপদের
আবিস্কারক কে?
➛ড. হরপ্রসাদ শাস্ত্রী।
১২। চর্যাপদ কত সালে
কোথা থেকে আবিস্কার হয়?
➛১৯০৭ (১৩১৪) সালে নেপালের রাজ দরবার থেকে।
১৩। চর্যাপদ কত সালে
কোথা থেকে প্রকাশিত হয়?
➛১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
১৪। কোন আমলে
চর্যাপদ রঢিত হয়?
➛পাল রাজ বংশের আমলে।
১৫। চর্যাপদের ভিন্ন
নাম কি?
➛চর্যাচর্যবিনিশ্চয়।
১৬। চর্যাপদের
রচয়িতা কে কে?
➛কাহ্নপা, লুইপা, ভসুকুপা ও শবরপা।
১৭। চর্যাপদে মোট
কতটি পদ আছে?
➛৫১ টি।
১৮। চর্যাপদের
রচয়িতা কত জন?
➛২৪ জন মতান্তরে ২৩ জন।
১৯। চর্যাপদের
সবচেয়ে বেশি পদ রচনা করেন কে, কতটি?
➛কাহ্নপা, ১৩ টি।
২০। চর্যাপদের
সবচেয়ে প্রাচীন কবি কে?
➛লুইপা।
বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন উত্তর
২১। বাংলা সাহিত্যের
সূচনা হয় কাদের হাতে?
➛বৌদ্ধদের হাতে।
২২। চর্যাপদ কোন
ধর্মাবলম্বীদের সাহিত্য?
➛ সহজিয়া বৌদ্ধ।
২৩। ড.মুহম্মদ
শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোনটি?
➛বঙ্গ-কামরূপী।
২৪। বাংলা সাহিত্যের
প্রাচীনতম রূপ কোনটি?
➛কাব্য।
২৫। লোক সাহিত্যের
প্রাচীনতম সৃষ্টি কোনটি?
➛ছড়া।
২৬। চর্যাপদ কিসের
সংকলন?
➛গানের।
২৭। বাংলা ভাষা ও
সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
➛কাব্য।
২৮। চর্যাপদ বাংলা
ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে?
➛সুনীতকুমার চট্টোপাধ্যায়।
২৯। ডাকার্ণব কোন
ভাষায় রচিত?
➛অপভ্রংশ।
৩০। চর্যাপদের কোন
কবি নিজেকে বাঙ্গালী বলে পরিচয় দিয়েছেন?
➛ভসুকুপা।
৩১। বাংলা সাহিত্যের
মধ্য যুগের আদি নিদর্শন কোনটি?
➛শ্রীকৃষ্ণকীর্তন।
৩২। শ্রীকৃষ্ণকীর্তন
কে রচনা করেন?
➛বড়ু চন্ডীদাস।
৩৩। শ্রীকৃষ্ণকীর্তন
কাব্য কোথা থেকে আবিস্কৃত হয়?
➛গোয়াল ঘরের মাচা থেকে।
৩৪। শ্রীকৃষ্ণকীর্তন
কাব্য কে আবিস্কার করেন?
➛বসন্ত রঞ্জন রায়।
৩৫। শ্রীকৃষ্ণকীর্তন
কাব্যে কতটি খন্ড আছে?
➛১৩ টি।
৩৬। মধ্য যুগের
প্রথম কবি কে?
➛বড়ু চন্ডীদাস।
৩৭। শ্রীকৃষ্ণকীর্তন
কাব্যের প্রকৃত নাম কি?
➛শ্রীকৃষ্ণসন্দর্ভ।
৩৮। শ্রীকৃষ্ণকীর্তন
নামটি কে দিয়েছেন?
➛বসন্ত রঞ্জন রায়।
৩৯। বসন্ত রঞ্জন
রায়ের উপাধি কি?
➛বিদ্বদ্বল্লভ।
৪০। শ্রীকৃষ্ণকীর্তন
কাব্যটি কোথা থেকে ও কার সম্পাদনায় প্রকাশিত হয়?
➛বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
Bengali literature
৪১। ড. মুহাম্মদ
শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনার সময় কখন?
➛চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী(১৩৪০-১৪৪০)
৪২। শ্রীকৃষ্ণকীর্তন
কাব্যের প্রধান চরিত্রে কে কে?
➛রাধা, কৃষ্ণ ও বড়ায়ি।
৪৩। বৈষ্ণব পদালির
আদি রচয়িতা বা প্রথম কবি কে?
➛বিদ্যাপতি।
৪৪। বাংলা ভাষায়
বৈষ্ণব পদালির আদি রচয়িতা কে?
➛চন্ডীদাস।
৪৫। বিদ্যাপতি কোন
রাজ সভার কবি ছিলেন?
➛মিথিলার।
৪৬। ব্রুজবুলি কি?
➛মিথিলার উপভাষা/ এক রকম কৃত্রিম
কবিভাষা/বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে সৃষ্টি।
৪৭। ব্রুজবুলি ভাষার
প্রবর্তক বা স্রষ্টা কে?
➛বিদ্যাপতি।
৪৮। মৈথিলি কোকিল
নামে খ্যাত কে?
➛বিদ্যাপতি।
৪৯। কবিকন্ঠহার কে?
➛বিদ্যাপতি।
৫০। "সবার উপরে
মানুষ সত্য, তাহার উপর নাই" কার উক্তি?
➛বিদ্যাপতির।
৫১। "সই কেমনে
ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া" কার উক্তি?
➛চন্ডীদাসের।
৫২। "সুখের
লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেল" উক্তিটির রচয়িতা কে?
➛জ্ঞানদাস।
৫৩। মঙ্গলকাব্যের
উপজীব্য বিষয় কি?
➛দেব-দেবীর মহাত্না বর্ণনা।
৫৪। মঙ্গল যুগের
সর্বশেষ কবির নাম কি?
➛ভারতচন্দ্র রায়গুনাকর।
৫৫। চন্ডীমঙ্গল কাব্যের
প্রধান বা শ্রেষ্ঠ কবি কে?
➛মুকুন্দরাম চক্রবর্তী।
৫৬। ধর্মমঙ্গল কাব্যের
আদি কবি কে?
➛ময়ুরভট্ট।
৫৭। মনসামঙ্গল কাব্যের
অপর নাম কি?
➛পদ্নাপূরাণ।
৫৮। মনসামঙ্গল কাব্যের
আদি কবি কে?
➛কবি কানাহরিদত্ত।
৫৯। মনসাবিজয় কাব্যের
রচয়িতা কে?
➛বিপ্রদাস পিপলাই।
৬০। চন্ডীমঙ্গল কাব্যের
আদি কবি কে?
➛মানিকদত্ত।
পড়তে পারেনঃ
History of Bengali literature
৬১। বাইশা কি?
➛বাইশজন কবি রচিত মনসামঙ্গল কাব্যের বিভিন্ন
অংশের সংকলন।
৬২। আরাকান কোথায়?
➛মায়ানমারের উত্তর-পশ্চিম সীমানায় এবং
চট্টগ্রামের দক্ষিণে সমুদ্র তীরে।
৬৩। আরাকান ও
রোসাঙ্গ রাজ সভার অন্যতম কবির নাম কি?
➛আলাওল।
৬৪। সিকান্দারনামা
কে রচনা করেন?
➛আলাওল।
৬৫। কবি আলাওলের
জন্মস্হান কোথায়?
➛চট্টগ্রামের জোবরা।
৬৬। লৌকিক কাহিনীর
প্রথম রচয়িতা কে?
➛দৌলত কাজী।
৬৭।
সতীময়না-লোর-চন্দ্রানী কে রচনা করেন?
➛দৌলত কাজী।
৬৮। মহাকবি আলাওল
কোন যুগের কবি ছিলেন?
➛মধ্য যুগের।
৬৯। নসীরানামা কাব্যের
রচয়িতা কে?
➛কবি মরদন।
৭০। রোমান্টিক
প্রণয়োপাখ্যান কি?
➛আরবী, ফারসি বা হিন্দি সাহিত্যের উৎস থেকে
উপকরণ নিয়ে রচিত অনুবাদমূলক প্রণয়কাব্য।
৭১। রোমান্টিক
প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি করে?
➛শাহ মুহাম্মদ সগীর।
৭২। রোমান্টিক
প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাবা কোনটি?
➛ইউসুফ জুলেখা।
৭৩। রোমান্টিক
প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলমান কবি কে?
➛ শাহ মুহাম্মদ সগীর।
৭৪। ইউসুফ-জুলেখা কে
রচনা করেন?
➛ শাহ মুহাম্মদ সগীর।
৭৫। সাইফুলমুলক
বদিউজ্জামান কে রচনা করেন?
➛ আলাওল।
৭৬। গুলে বকাওলী' কে
রচনা করেন?
➛ নওয়াজিশ খান।
৭৭। Ballad কি?
➛ গীতিকা বা কাঁথা।
৭৮। Lyric এর বাংলা পরিভাষা কি?
➛গীতিকবিতা।
৭৯। ফোকলোর কথাটির
উদ্ভাবক কে?
➛উইলিয়াম থমস।
৮০। ঠাকুরমার ঝুলি
কে রচনা করেন?
➛ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
Bengali literature questions and answers
৮১। ঠাকুরমার ঝুলি
কি জাতীয় রচনা?
➛ রূপকথা।
৮২। বাংলা
লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি/
➛ প্রবচন ছড়া ও ধাঁধা।
৮৩। হারামণি কি? কে সংকলন করেন?
➛ প্রাচীন লোকগীতি।
সংকলক: মোহাম্মদ মনসুর উদ্দি
৮৪। মর্সিয়া কোন
ভাষা থেকে উৎপত্তি?
➛আরবি।
৮৫। মর্সিয়া
সাহিত্যের আদি কবি কে?
➛ শেখ ফয়জুল্লাহ।
৮৬। জয়নবের চৌতিশা কে রচনা করেন?
➛ শেখ ফয়জুল্লাহ।
৮৭। ময়মনসিংহ
গীতিকা কে রচনা করেন?
➛শুকুর মাহমুদ।
৮৮। ময়মনসিংহ
গীতিকা কে সংগ্রহ করেন?
➛চন্দ্রকুমার দে।
৮৯। ময়মনসিংহ
গীতিকা কয়টি ভাষায় অনূদিত হয়?
➛২৩ টি ভাষায়।
৯০। ময়মনসিংহ
গীতিকা কে সম্পাদনা করেন?
➛ডক্টর দীনেশচন্দ্র সেন।
৯১। ময়মনসিংহ
গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
➛১৯২৩ সালে।
৯২। মহুয়া গীতিকার
রচয়িতা কে?
➛মনসুর বয়াতি।
৯৩। লাইলি মজনু কে
রচনা করেন?
➛দৌলত উজির বাহরাম খান।
৯৪। চন্দ্রাবতী কে
রচনা করেন?
➛কোরেশী মাগন ঠাকুর।
৯৫। জঙ্গনামা বা
মক্তুল হোসেন কে রচনা করেন?
➛দৌলত উজির বাহরাম খান।
৯৬। আমির হামজা,
সোনাভান কে রচনা করেন?
➛শাহ মুহাম্মদ গরীবুল্লাহ।
৯৭। শ্রীকৃষ্ণবিজয়
কে রচনা করেন?
➛মালাধর বসু।
৯৮। নবীবংশ কে রচনা
করেন?
➛সৈয়দ সুলতান।
৯৯। উপকথা কি?
➛পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত লোকসাহিত্য।
১০০। টপ্পা কি?
টপ্পা গানের জনক কে?
➛এক ধরণের গান। নিধু বাবু বা রামনিধি গুপ্ত।
পড়তে পারেনঃ