Type Here to Get Search Results !

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ প্রশ্ন

বাংলা ব্যাকরণ

১। শব্দ কি?

এক বা একাধিক ধ্বনির সমষ্টি।

২। বাক্য কি?

শব্দগুচ্ছের সমষ্টি।

৩। ভাষা কি?

বাক্যের সমষ্টি।

৪। ব্রেইল ভাষা কি?

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য উঁচু-নিচু ও হাত দিয়ে অনুভব করার ভাষা।

৫। ইশারা ভাষা কি?

বাকপ্রতিবন্ধীদের বোঝানোর জন্য ভাষ

৬। পৃথিবীতে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে?

প্রায় ৩০ কোটি।

৭। বাংলাদেশে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে?

১৬ কোটি।

৮। ভারতে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে?

১৩ কোটি। পশ্চিমবঙ্গ ১০ কোটি অন্যান্য প্রদেশ ৩ কোটি।

৯। জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা?

ষষ্ঠ।

১০। বাংলা ভাষার নিকটতম আত্মীয়?

অহমিয়া ও ওড়িয়া।

১১। বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে?

এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে।

১২। বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি?

চর্যাপদ।

১৩। উপভাষা কি?

ভাষার আঞ্চলিক বৈচিত্র

১৪। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি?

বাংলা লিপি।

১৫। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?

৫০ টি।

১৬। বাংলা লিপিতে স্বর বর্ণের সংখ্যা কয়টি?

১১ টি।

১৭। বাংলা লিপিতে ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?

৩৯ টি।

১৮। ব্রাহ্মী লিপি কি নামে পরিচিত?

কুটিল লিপি।

১৯। ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত কোন ভাষা?

সংস্কৃত।

২০। ব্যাকরণে আলোচনা করা হয় কোনটি?

ধ্বনি, শব্দ ও বাক্য।

২১। বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় কোথায়?

বাংলা ব্যাকরণে।

২২। প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় এবং কোন ভাষায় প্রকাশিত হয়

১৯৪৩ সালে পর্তুগিজ ভাষা।

২৩। প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন?

ম্যানুয়েল দ্যা আসসুম্পসাঁউ।

২৪। ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি?

এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।

২৫। এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কে কখন  রচনা করেন?

ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ১৭৭৮ সালে।

২৬। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি?

গৌড়ীয় ব্যাকরণ।

২৭। গৌড়ীয় ব্যাকরণ কে কখন রচনা করেন?

রামমোহন রায়। ১৮৩৩ সালে।

২৮। উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেন কখন?

১৮০১সালে।

২৯। রামমোহন রায় ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কখন?

১৮২৬ সালে।

৩০। ধ্বনি কি?

ভাষার ক্ষুদ্রতম উপাদান।

বাংলা ব্যাকরণ প্রশ্ন

৩১। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?

চারটি । ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব‍।

৩২। বর্ণমালা আলোচনা করা হয় কোথায়?

ধ্বনিতত্ত্ব

৩৩। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় কোনগুলো?

বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ, ধ্বনি বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনি এবং ধ্বনিদল।

৩৪। রূপতত্ত্বে কি আলোচনা করা হয়?

শব্দ তার উপাদান।

৩৫। রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো?

বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ।

৩৬। বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কোনগুলো?

বাক্যের নির্মাণ ও গঠন।

৩৭। পদ বর্গ, বাক্যে রূপান্তর, উক্তি, কারক ও যতি চিহ্ন।

৩৮। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো?

শব্দ, বর্গ ও বাক্যের অর্থ।

৩৯। বাগর্থতত্ত্ব কি?

অর্থ তত্ত্বের অপর নাম।

৪০। অর্থতত্ত্ব আলোচনা করা হয় কোন গুলো?

বিপরীত শব্দ, প্রতিশব্দ, জোড়শব্দ, বাগধারা ও বাক্য ব‍্যঞ্জনা।

৪১। ভাষার কয়টি রীতি থাকে?

দুইটি। কথ্যরীতি ও লেখ্যরীতি।

৪২। কথ্যরীতি কি কি?

আদর্শ রীতি ও আঞ্চলিক কথ্যরীতি।

৪৩। লেখ রীতি কি কি?

প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি।

৪৪। চর্যাপদ কোন ভাষায় রচিত?

লেখ্য বাংলা ভাষায়।

৪৫। গদ্যরীতির সূচনা হয় কখন?

ঊনিশ শতকের শুরুতে।

৪৬। বাংলাদেশের রংপুর অঞ্চলে  কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?

কামরুপি।

৪৭। নোয়াখালী চাঁপাইনবাবগঞ্জ ও সুন্দরবন অঞ্চলে কোন রীতির ভাষা লক্ষণীয়?

কথ্যরীতির।

৪৮। বাগযন্ত্র কি?

ধ্বনি উচ্চারণ করতে যে প্রতঙ্গ গুলো কাজে লাগে সেগুলো কে একত্রে বাকযন্ত্র বলে।

৪৯। কোনটি বাকযন্ত্র?

ফুসফুস।

৫০। বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে  সচল অঙ্গ কোনটি?

জীভ।

৫১। ধ্বনি কি?

ভাষার ক্ষুদ্রতম একক।

৫২। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত

৩৭ টি।

৫৩। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?

৭ টি।

৫৪। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি?

৩০ টি।

৫৫। বর্ণ কি?

ধ্বনির প্রতীক।

৫৬। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

কারবর্ণ।

৫৭। কারবর্ণ কয়টি?

১০ টি।

৫৮। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

ফলা।

৫৯। সংখ্যা বর্ণ কয়টি?

১০ টি।

৬০। শব্দমূল কাকে বলে?

এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে।

পড়তে পারেনঃ

Bengali grammar

৬১। শব্দমূল কি?

প্রকৃতি।

৬২। প্রকৃতি কয় প্রকার?

দুই প্রকার। নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।

৩। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি?

ধাতু।

৬৪। উপসর্গ কি?

যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে।

৬৫। উপসর্গ কোথায় বসে?

শব্দের পূর্বে।

৬৬। প্রত্যয় কি?

যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।

৬৭। প্রত্যয় কোথায় বসে?

শব্দের পরে।

৬৮। সাধিত শব্দ কি?

উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দ।

৬৯। সমাস কি?

একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে সময় বলে।

৭০। শব্দদীত্ব কি?

দ্বৈত ব্যবহারের মাধ্যমে নতুন শব্দ তৈরি।

৭১। পদ কি?

শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে।

৭২। লগ্নক কি?

শব্দ পদে পরিণত হওয়ার সময় শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হওয়াকে লগ্নক বলে।

৩। বিভক্তি কি?

ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বুঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে।

৭৪। বিভক্তি কয় প্রকার ও কি কি?

দুই প্রকার। ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি।

৭৫। নির্দেশক কি?

যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে।

৭৬। বচন কি?

যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদের সংখ্যা বুঝায় তাকে বচন বলে।

৭৭। বাক্যে যেসব পদে  লগ্নক থাকে তাকে কি বলে?

সলগ্নক।

৭৮। বাক্যে যেসব পদে  লগ্নক থাকে  না তাকে কি বলে?

অলগ্নক।

৭৯। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে?

পদ।

৮০। কোনটির শব্দের শেষে যুক্ত হয় না?

উপসর্গ।

৮১। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?

শেষে।

৮২। শব্দের পরে যুক্ত হয় কি?

তদ্ধিত প্রত্যয়।

৮৩। ধাতুর পরে যুক্ত হয় কি?

কৃৎ প্রত্যয়।

৮৪। কৃদন্ত শব্দ কি?

কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দ।

৮৫। সমস্ত পদ কি?

Bangla grammar

সমাসবদ্ধ শব্দ।

৮৬। ব্যাসবাক্য কি?

যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাসবাক্য বলে।

৮৭। অর্থের দিক দিয়ে সমাস কয় প্রকার?

চার প্রকার।

৮৮। দ্বন্দ্ব সমাস কি?

যে সমাসে পূর্বপদ ও পরপদ এর অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সময় বলে।

৮৯। কর্মধারয় সমাস কি?

যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারা সমাস বলে।

৯০। তৎপুরুষ সমাস কি?

সমস্যমান পদে বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোভ পেয়ে যে সমাস হয় তাকে  তৎপুরুষ সমাস বলে।

৯১। বহুব্রীহি সমাস কি?

যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।

৯২। সমাসের মাধ্যমে কি গঠিত হয়?

নতুন শব্দ।

৯৩। সন্ধি কি?

পাশাপাশি ধ্বনির মিলন।

৯৪। সন্ধি কত প্রকার ও কি কি?

তিন প্রকার। স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি।

৯৫। স্বরসন্ধি কি?

স্বরবর্ণে স্বরবর্ণে মিলন।

৯৬। ব্যঞ্জনসন্ধি কি?

স্বরবর্ণে ব্যঞ্জনবর্ণে ব্যঞ্জনবর্ণে স্বরবর্ণে ও ব্যঞ্জনবর্ণে ব্যঞ্জনবর্ণে মিলন।

৯৭। ব্যঞ্জনসন্ধি কয় ভাবে হতে পারে?

তিন ভাবে।

৯৮। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কি?

যেসব ব্যঞ্জন সন্ধির নিয়ম ছাড়া হয়।

৯৯। বিশেষ্য ও বিশেষণের  নারী নর  ভেদের নাম কি?

লিঙ্গ।

১০০। লিঙ্গ কয় প্রকার?

চার প্রকার। পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ।

রিলেটেড পোস্টসঃ

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.