বাংলা ব্যাকরণ
১। শব্দ কি?
➛এক বা একাধিক ধ্বনির সমষ্টি।
২। বাক্য
কি?
➛শব্দগুচ্ছের সমষ্টি।
৩। ভাষা
কি?
➛বাক্যের সমষ্টি।
৪।
ব্রেইল ভাষা কি?
➛দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য উঁচু-নিচু ও হাত দিয়ে
অনুভব করার ভাষা।
৫। ইশারা
ভাষা কি?
➛বাকপ্রতিবন্ধীদের বোঝানোর জন্য ভাষ।
৬।
পৃথিবীতে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে?
➛প্রায় ৩০ কোটি।
৭।
বাংলাদেশে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে?
➛১৬ কোটি।
৮। ভারতে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে?
➛১৩ কোটি। পশ্চিমবঙ্গ ১০ কোটি অন্যান্য প্রদেশ ৩ কোটি।
৯।
জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম ভাষা?
➛ষষ্ঠ।
১০।
বাংলা ভাষার নিকটতম আত্মীয়?
➛অহমিয়া ও ওড়িয়া।
১১।
বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে?
➛এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে।
১২।
বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি?
➛চর্যাপদ।
১৩। উপভাষা
কি?
➛ভাষার আঞ্চলিক বৈচিত্র।
১৪।
বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি?
➛বাংলা লিপি।
১৫।
বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কয়টি?
➛৫০ টি।
১৬।
বাংলা লিপিতে স্বর বর্ণের সংখ্যা কয়টি?
➛১১ টি।
১৭।
বাংলা লিপিতে ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
➛৩৯ টি।
১৮।
ব্রাহ্মী লিপি কি নামে পরিচিত?
➛কুটিল লিপি।
১৯।
ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত কোন ভাষা?
➛সংস্কৃত।
২০।
ব্যাকরণে আলোচনা করা হয় কোনটি?
➛ধ্বনি, শব্দ ও বাক্য।
২১। বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় কোথায়?
➛বাংলা ব্যাকরণে।
২২। প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় এবং কোন ভাষায় প্রকাশিত
হয়
➛১৯৪৩ সালে পর্তুগিজ ভাষা।
২৩। প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন?
➛ম্যানুয়েল দ্যা আসসুম্পসাঁউ।
২৪। ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি?
➛এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ।
২৫। এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কে কখন রচনা করেন?
➛ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ১৭৭৮ সালে।
২৬। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি?
➛গৌড়ীয় ব্যাকরণ।
২৭। গৌড়ীয় ব্যাকরণ কে কখন রচনা করেন?
➛রামমোহন রায়। ১৮৩৩ সালে।
২৮। উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ রচনা করেন কখন?
➛১৮০১সালে।
২৯। রামমোহন রায় ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কখন?
➛১৮২৬ সালে।
৩০। ধ্বনি কি?
➛ভাষার ক্ষুদ্রতম উপাদান।
বাংলা ব্যাকরণ প্রশ্ন
৩১। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
➛চারটি । ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব।
৩২। বর্ণমালা আলোচনা করা হয় কোথায়?
➛ধ্বনিতত্ত্ব
৩৩। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় কোনগুলো?
➛বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ, ধ্বনি
বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনি এবং ধ্বনিদল।
৩৪। রূপতত্ত্বে কি আলোচনা করা হয়?
➛ শব্দ তার উপাদান।
৩৫। রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো?
➛বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ।
৩৬। বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কোনগুলো?
➛বাক্যের নির্মাণ ও গঠন।
৩৭। পদ বর্গ, বাক্যে রূপান্তর, উক্তি, কারক ও যতি চিহ্ন।
৩৮। অর্থতত্ত্বের
আলোচ্য বিষয় কোনগুলো?
➛শব্দ, বর্গ ও বাক্যের অর্থ।
৩৯।
বাগর্থতত্ত্ব কি?
➛অর্থ তত্ত্বের অপর নাম।
৪০। অর্থতত্ত্ব আলোচনা করা হয় কোন গুলো?
➛বিপরীত শব্দ, প্রতিশব্দ, জোড়শব্দ,
বাগধারা ও বাক্য ব্যঞ্জনা।
৪১।
ভাষার কয়টি রীতি থাকে?
➛দুইটি। কথ্যরীতি ও লেখ্যরীতি।
৪২।
কথ্যরীতি কি কি?
➛আদর্শ রীতি ও আঞ্চলিক কথ্যরীতি।
৪৩। লেখ রীতি কি কি?
➛প্রমিত রীতি, সাধু রীতি ও
কাব্য রীতি।
৪৪। চর্যাপদ কোন ভাষায় রচিত?
➛লেখ্য বাংলা ভাষায়।
৪৫। গদ্যরীতির সূচনা হয় কখন?
➛ ঊনিশ শতকের শুরুতে।
৪৬। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন
উপভাষার ব্যবহার পাওয়া যায়?
➛কামরুপি।
৪৭। নোয়াখালী চাঁপাইনবাবগঞ্জ ও সুন্দরবন অঞ্চলে কোন রীতির ভাষা
লক্ষণীয়?
➛কথ্যরীতির।
৪৮। বাগযন্ত্র কি?
➛ধ্বনি উচ্চারণ করতে যে প্রতঙ্গ গুলো কাজে
লাগে সেগুলো কে একত্রে বাকযন্ত্র বলে।
৪৯।
কোনটি বাকযন্ত্র?
➛ফুসফুস।
৫০। বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ
কোনটি?
➛জীভ।
৫১। ধ্বনি কি?
➛ভাষার ক্ষুদ্রতম একক।
৫২। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত
৩৭ টি।
৫৩। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
➛৭ টি।
৫৪। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি?
➛৩০ টি।
৫৫। বর্ণ কি?
➛ধ্বনির প্রতীক।
৫৬। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
➛কারবর্ণ।
৫৭। কারবর্ণ কয়টি?
➛১০ টি।
৫৮। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
➛ফলা।
৫৯। সংখ্যা বর্ণ কয়টি?
➛১০ টি।
৬০। শব্দমূল কাকে বলে?
➛এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে।
পড়তে পারেনঃ
Bengali grammar
৬১। শব্দমূল কি?
➛প্রকৃতি।
৬২। প্রকৃতি কয় প্রকার?
➛দুই প্রকার। নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি।
৬৩। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি?
➛ধাতু।
৬৪। উপসর্গ কি?
➛যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন
করে তাকে উপসর্গ বলে।
৬৫। উপসর্গ কোথায় বসে?
➛শব্দের পূর্বে।
৬৬। প্রত্যয় কি?
➛যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে
তাকে প্রত্যয় বলে।
৬৭।
প্রত্যয় কোথায় বসে?
➛শব্দের পরে।
৬৮। সাধিত শব্দ কি?
➛উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দ।
৬৯। সমাস কি?
➛একাধিক পদ এক পদে পরিণত হওয়াকে সময় বলে।
৭০।
শব্দদীত্ব কি?
➛ দ্বৈত ব্যবহারের মাধ্যমে নতুন শব্দ তৈরি।
৭১। পদ কি?
➛শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে।
৭২। লগ্নক কি?
➛ শব্দ পদে পরিণত হওয়ার সময় শব্দের সাথে কিছু
শব্দাংশ যুক্ত হওয়াকে লগ্নক বলে।
৭৩। বিভক্তি কি?
➛ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বুঝাতে পদের
সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে।
৭৪। বিভক্তি কয় প্রকার ও কি কি?
➛দুই প্রকার। ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি।
৭৫।
নির্দেশক কি?
➛যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট
করে সেগুলোকে নির্দেশক বলে।
৭৬। বচন কি?
➛যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদের সংখ্যা
বুঝায় তাকে বচন বলে।
৭৭।
বাক্যে যেসব পদে লগ্নক থাকে তাকে কি বলে?
➛সলগ্নক।
৭৮।
বাক্যে যেসব পদে লগ্নক থাকে না
তাকে কি বলে?
➛অলগ্নক।
৭৯। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে?
➛পদ।
৮০। কোনটির শব্দের শেষে যুক্ত হয় না?
➛উপসর্গ।
৮১। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
➛শেষে।
৮২। শব্দের পরে যুক্ত হয় কি?
➛তদ্ধিত প্রত্যয়।
৮৩। ধাতুর পরে যুক্ত হয় কি?
➛কৃৎ প্রত্যয়।
৮৪। কৃদন্ত শব্দ কি?
➛কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দ।
৮৫। সমস্ত পদ কি?
Bangla grammar
➛সমাসবদ্ধ শব্দ।
৮৬। ব্যাসবাক্য কি?
➛যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাসবাক্য বলে।
৮৭। অর্থের দিক দিয়ে সমাস কয় প্রকার?
➛চার প্রকার।
৮৮। দ্বন্দ্ব সমাস কি?
➛যে সমাসে পূর্বপদ ও পরপদ এর অর্থের সমান
প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সময় বলে।
৮৯। কর্মধারয় সমাস কি?
➛যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে
কর্মধারা সমাস বলে।
৯০। তৎপুরুষ সমাস কি?
➛ সমস্যমান পদে বিভক্তি
ও সন্নিহিত অনুসর্গ লোভ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে।
৯১। বহুব্রীহি সমাস কি?
➛যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ না
বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
৯২। সমাসের মাধ্যমে কি গঠিত হয়?
➛নতুন শব্দ।
৯৩। সন্ধি কি?
➛পাশাপাশি ধ্বনির মিলন।
৯৪। সন্ধি কত প্রকার ও কি কি?
➛তিন প্রকার। স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ
সন্ধি।
৯৫।
স্বরসন্ধি কি?
➛স্বরবর্ণে স্বরবর্ণে মিলন।
৯৬। ব্যঞ্জনসন্ধি কি?
➛স্বরবর্ণে ব্যঞ্জনবর্ণে ব্যঞ্জনবর্ণে স্বরবর্ণে ও ব্যঞ্জনবর্ণে
ব্যঞ্জনবর্ণে মিলন।
৯৭। ব্যঞ্জনসন্ধি কয় ভাবে হতে পারে?
➛ তিন ভাবে।
৯৮। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কি?
➛যেসব ব্যঞ্জন সন্ধির নিয়ম ছাড়া হয়।
৯৯। বিশেষ্য ও বিশেষণের নারী নর ভেদের নাম কি?
➛লিঙ্গ।
১০০। লিঙ্গ কয় প্রকার?
➛চার প্রকার। পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ।
রিলেটেড পোস্টসঃ